বুধবার ১৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: রানিনগরে সংঘর্ষ ও বোমাবাজি, আহত অন্তত পাঁচ

Rajat Bose | ০৬ জুলাই ২০২৪ ১২ : ২২Rajat Bose


আজকাল ওয়েবডেস্ক:‌ বাম কংগ্রেস জোট সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের সংঘর্ষে শনিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের রানিনগর থানার ডেপুটিপাড়া গ্রাম। দু’‌পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের গোধনপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। 
গ্রামে সংঘর্ষের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই দু’‌পক্ষের ছ’‌জনকে আটক করেছে রানিনগর থানার পুলিশ। গ্রামে উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহল দিচ্ছে। 
স্থানীয় সূত্র জানা গেছে, লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকেই রানিনগর–২ ব্লকে বাম কংগ্রেস সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটছে। গত বিধানসভা নির্বাচনে রানিনগর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী জিতলেও পঞ্চায়েত নির্বাচনে রানিনগর–২ ব্লকে বাম–কংগ্রেস নেতৃত্ব জোট করে ভোটে লড়ে রানিনগর–২ পঞ্চায়েত সমিতি দখল করে। 
এবারের লোকসভা নির্বাচনেও রানিনগর–২ ব্লক থেকে বাম–কংগ্রেস জোট তৃণমূলের থেকে প্রায় সাড়ে ছয় হাজার ভোটে এগিয়ে রয়েছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এক তৃণমূল কর্মী পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন, সেই সময় হঠাৎই কয়েকজন বাম–কংগ্রেস সমর্থক পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে তাকে মারধর করেন 
এই ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়তেই তৃণমূল এবং বাম–কংগ্রেস জোট সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুই পক্ষের সংঘর্ষের সময়ে গ্রামে মুড়ি–মুড়কির মতো বোমা পড়ে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, বোমাবাজিতে আহত হন মুরসেলিম মণ্ডল এবং জাহাঙ্গির আলি মণ্ডল নামে দুই তৃণমূল কর্মী। এছাড়াও কয়েকজন অল্পবিস্তর আহত হন। রানিনগর–২ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মিজান হাসান বলেন, ‘‌লোকসভা নির্বাচনে ভাল ফলাফলের পর এলাকার বাম–কংগ্রেস জোটের নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছেন। সেই কারণে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে এবং আমাদের কর্মীদের আতঙ্কিত করতে গ্রামে বোমাবাজি করেছে বাম–কংগ্রেস জোট সমর্থকরা।’‌ তিনি দাবি করেছেন, ‘‌এই বোমাবাজির ঘটনায় দলের অন্তত পাঁচ জন সদস্য আহত হয়েছেন। বর্তমানে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’‌ 
অন্যদিকে রানিনগর–২ ব্লক যুব কংগ্রেস সভাপতি মিলন শেখ বলেন ‘‌সকালে গ্রামে দু’‌পক্ষের লোকেদের মধ্যে যখন কথা কাটাকাটি হচ্ছিল সেই সময় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বোমা নিয়ে আমাদের লোকেদের উপর হামলা চালাতে আসেন। কিন্তু অসাবধানতাবশত তাদের হাতেই ওই বোমা ফেটে যায়। এর ফলে কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে।’‌ মিলন শেখ দাবি করেন, ‘‌সংঘর্ষের পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কংগ্রেস সমর্থকদের পাঁচটি বাড়িতে লুটপাট চালিয়েছে।’‌ 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মেয়েদের সামনেই স্ত্রীকে খুন, মাটিতে পুঁতে রাখা হল দেহ, পূর্ব বর্ধমানে হাড় হিম করা ঘটনা...

আবারও লাইনচ্যুত মালগাড়ি, কয়েক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, চরম ভোগান্তি যাত্রীদের ...

আলুরদমের মেলা সঙ্গে কাঁকড়া, এই স্বাদের ভাগ হবে না...

কোথায় ঠান্ডা! মাঘেও নেই কনকনে শীতের আমেজ, পারদ পতন কবে থেকে? ...

বজবজ পুরসভার রজতজয়ন্তী বর্ষে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্প প্রদর্শনীতে উপচে পড়া ভিড় ...

ভর সন্ধ্যায় পেটে ছুরি মেরে যুবক খুন, চাঞ্চল্য রিষড়ায়!...

জলপাইগুড়িতে ধর্ষণে অভিযুক্ত পুলিশ অফিসার গ্রেপ্তার...

পৌষ সংক্রান্তির আবহে ঢেঁকির দেখা মেলে গ্রামে, হুগলির এই বাড়িতেই ভিড় জমান মহিলারা ...

পূণ্যার্থীদের ফেলা বর্জ্য পদার্থ দিয়ে গঙ্গাসাগরে তৈরি হবে নতুন রাস্তা...

'মাই এফআইআর পোর্টাল', কাজে স্বচ্ছতা আনতে বনগাঁ পুলিশের উদ্যোগ...

শেষ যাত্রা নাকি উৎসব! বাজনা বাজিয়ে দাদুর মরদেহ শ্মশানে নিয়ে গেলেন নাতিরা, কেন?...

চারদিন বালি সেতুতে চলবে না ট্রেন, চরম ভোগান্তির আশঙ্কা যাত্রীদের...

অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কাজল শেখ! কীসের ইঙ্গিত? ...

রবিতেই ভরসা মুখ্যমন্ত্রীর, ৩৬তম রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবীন্দ্রনাথ ঘোষ...

পরপর পাঁচটি সিলিন্ডার বিস্ফোরণ!  সিকিমে ভয়াবহ অগ্নিকাণ্ড বহুতলে, কোটি টাকার ক্ষয়ক্ষতি ...



সোশ্যাল মিডিয়া



07 24