আজকাল ওয়েবডেস্ক: সন্তানকে নৃশংসভাবে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। এখানেই শেষ নয়। সন্তানের মুণ্ডু সেদ্ধ করে খেয়ে ফেলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। হাড়হিম ঘটনায় রীতিমতো আঁতকে উঠল পুলিশ। সন্তানকে খুনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মিশরের ফাকুস শহরে। পুলিশ সূত্রে খবর, হ্যানা মহম্মদ হাসান নামের এক তরুণী তাঁর পাঁচ বছর বয়সি পুত্রসন্তানকে কুপিয়ে খুন করেন। ধারালো ছুরি দিয়ে সন্তানের মাথায়, বুকে বারবার কোপ মেরে খুন করেন তিনি। প্রমাণ লোপাটের জন্য দেহটি টুকরো টুকরোও করেন। সন্তানের কাটা মুণ্ডু ফুটন্ত জলে ফেলে, সেদ্ধ করে খেয়েও নেন। 

পুলিশ আরও জানিয়েছে, বিবাহ বিচ্ছেদের পর তরুণী সন্তানকে নিয়ে একাই থাকতেন। সম্প্রতি ফাঁকা বাড়িতেই সন্তানকে খুন করে, তাঁর মুণ্ডু সেদ্ধ করে খান তিনি। খুনের ঘটনার খবর পেয়েই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে এই খুনের মামলার শুনানি চলাকালীন বিচারপতি জানান, তরুণী মানসিকভাবে ভারসাম্যহীন। তাঁকে মানসিক রোগীদের হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে সন্তানকে খুন করেছেন, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত জারি রয়েছে।