আজকাল ওয়েবডেস্ক: বোর্ড এমন ধ্যাতানি দিয়েছে যে সবাই লাইন দিয়ে রনজি ট্রফি খেলার জন্য নিজ নিজ রাজ্য দলে যোগ দিচ্ছেন। তালিকায় রয়েছে রোহিত শর্মা, শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদের নাম। তালিকায় এবার নতুন নাম ঋষভ পন্থ।
সূত্রের খবর, পন্থ দিল্লি শিবিরে যোগ দিচ্ছেন। ২৩ জানুয়ারি থেকে রাজকোটে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচ রয়েছে দিল্লির। সেই ম্যাচে খেলবেন পন্থ। ইতিমধ্যেই দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একথা জানিয়েছেন তিনি। তবে বিরাট খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। চূড়ান্ত দল দু’একদিনের মধ্যেই ঘোষণা করা হবে।
ডিডিসিএ সচিব অশোক শর্মা বলেছেন, ‘পন্থ পরবর্তী রনজি ম্যাচ খেলার ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। ওকে পাওয়া যাবে। বিরাট কোহলির নাম শুনলেও এখনও নিশ্চিত নয়। আর হর্ষিত রানা টি২০ সিরিজের জন্য ব্যস্ত থাকবেন বলে খেলতে পারবেন না।’
এটা ঘটনা, সৌরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য দলে পন্থ ও বিরাটের নাম রাখা হয়েছিল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, কোহলি এখনও কিছু জানাননি। তবে পন্থ খেলবেন। পন্থ শেষবার রনজি খেলেছিলেন ২০১৭ সালে। আর বিরাট সেই ২০১২ সালে।
ডিডিসিএ সচিব আরও জানিয়েছেন, ‘রনজির শিবির চলছে। বিরাট মুম্বই ক্রিকেটারদের দেখে অনুপ্রাণিত হয়ে রনজি খেলতে আসুক। এটা ঘটনা, ভারতীয় তারকারা সুযোগ পেলেই মুম্বইয়ের হয়ে রনজি খেলে। কিন্তু দিল্লির জাতীয় দলের তারকাদের ক্ষেত্রে এটা দেখা যায় না। বোর্ডও এবার আন্তর্জাতিক ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলার উপর জোর দিচ্ছে।’
