আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বুধবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনায় কমিশনপ্রাপ্ত হল তিনটি যুদ্ধজাহাজ। মুম্বইয়ের মাঝগাঁও ডকের একটি অনুষ্ঠান থেকে এদিন আইএনএস সুরত, আইএনএস নীলগিরি এবং আইএনএস বাঘশীর-কে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেন প্রধানমন্ত্রী। তিনি জাহাজই তৈরি হয়েছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে। 

২০২৭ সালের মধ্যে ভারতীয় নৌবাহিনীর ভাঁড়ারে অন্তত ২০০টি বিভিন্ন শ্রেণির যুদ্ধজাহাজ মজুত করার লক্ষ্য নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''আগামী কয়েক বছরের মধ্যে ভারতের কয়েকশো নতুন জাহাজ দরকার। নতুন জাহাজগুলির নৌবাহিনীতে অন্তর্ভুক্তির ফলে বিশ্বশক্তি হওয়ার দিকে আরও কয়েক পা এগলো ভারত।'' তিনি আরও বলেন, ''মহাকাশ এবং সমুদ্রে ভারত তার ক্ষমতা ক্রমশ বৃদ্ধি করছে। সমুদ্রায়ন প্রকল্পের ফলে সমুদ্রে ছয় হাজার মিটার গভীরে যেতে পারবেন বিজ্ঞানীরা। অল্প কিছু দেশই এখনও পর্যন্ত সেখানে পৌঁছতে পেরেছে।''

?ref_src=twsrc%5Etfw">January 15, 2025

আইএনএস সুরত হল প্রজেক্ট ১৫বি শ্রেণির চতুর্থ রণতরী। এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে অত্যাধুনিক রণতরীগুলির মধ্যে একটি। এর ৭৫ শতাংশ দেশীয় উপাদানে তৈরি এবং এটি অত্যাধুনিক অস্ত্র-সেন্সর প্যাকেজ এবং উন্নত নেটওয়ার্ক-কেন্দ্রিক ক্ষমতা দিয়ে সজ্জিত।  আইএনএস নীলগিরি প্রজেক্ট ১৭এ-র প্রথম ফ্রিগেট। এর ভারতীয় নৌসেনা এই জাহাজটির নকশা তৈরি করেছে। সমুদ্রে নজরদারির কাজে ব্যবহার করা হবে  আইএনএস নীলগিরিকে। আইএনএস সুরত এবং নীলগিরিতে দিনে এবং রাতে বিমান, হেলিকপ্টার এবং যুদ্ধবিমান ওঠানামা করতে পারবে। আইএনএস বাঘশীর পি৭৫ স্করপেন প্রজেক্টের ষষ্ঠ এবং শেষ ডুবোজাহাজ। ফ্রান্সের সঙ্গে হাত মিলিয়ে এই ডুবোজাহাজটি তৈরি করা হয়েছে।