শুক্রবার ০৫ জুলাই ২০২৪

সম্পূর্ণ খবর

Neet : অনলাইনে নিট পরীক্ষা চায় কেন্দ্রীয় সরকার

Sumit | ৩০ জুন ২০২৪ ১৭ : ৫২


বীরেন ভট্টাচার্য, দিল্লি : প্রশ্নপত্র ফাঁস এবং নানান অনিয়মের মধ্যে নিট পরীক্ষার ধাঁচে পুরোপুরি বদল আনতে চায় কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, নিট পরীক্ষায় অনিয়ম রুখতে অনলাইনে পরীক্ষার পরিকল্পনা শুরু করেছে কেন্দ্র। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই অনলাইনে নিট পরীক্ষা চালু হয়ে যাবে। বর্তমানে কাগজে কলমে এই পরীক্ষা নেওয়া হয়। এর আগেও একাধিবার অনলাইন নিট পরীক্ষা চালু করার পরিকল্পনা করা হয়েছে। যদিও তাতে আপত্তি জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তবে সম্প্রতি নানান ঘটনা, সিবিআই তদন্তের পর আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় স্বাস্থ্য মন্ত্রক তথা ন্যাশনাল টেষ্টিং এজেন্সি বা এনটিএ।

ইঞ্জিনিয়ারিং এর ভর্তির জয়েন্ট এন্ট্রান্স মেন এবং অ্যাডভান্স পরীক্ষা গ্রহণ করা হয় অনলাইনে। সূত্রের খবর, বিগত কয়েক সপ্তাহে মোট তিনটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই অনলাইনে নিট পরীক্ষা নেওয়া নিয়ে আলোচনা হয়েছে। নিট নিয়ে তুমল বিতর্কের মধ্যেই ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকার। এনটিএ এর সংস্কার এবং নানান সংস্কার নিয়ে সুপারিশ করার দায়িত্ব রয়েছে কমিটির। সেই কমিটিই গত তিনটি বৈঠকে এই বিষয়ে আলোচনা করেছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সালে তৎকালীন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর জানান, ২০১৯ থেকে অনলাইনে এবং বছরে দুবার করে নিট পরীক্ষা হবে। যদিও, গ্রামীণ এবং গরীব পরিবারের পরীক্ষার্থীদের সমস্যার যুক্তিতে সেই প্রস্তাব খারিজ করে দেয় স্বাস্থ্য মন্ত্রক। তবে কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের একাংশের বক্তব্য, "গ্রামীণ এলাকা বহু গরীব পরিবারের পড়ুয়া অনলাইনে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স এবং মেন পরীক্ষা দেন। তাহলে নিট পরীক্ষায় সমস্যা হওয়ার কোনও কথা নয়।" সূ্ত্রের খবর, অনলাইনে নিট পরীক্ষার পক্ষে সওয়াল করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন বা এনএমসি। অনলাইনে পরীক্ষা গ্রহণই একমাত্র বিকল্প বলে সওয়াল করেছে এনএমসি। অনলাইনে পরীক্ষা প্রসঙ্গে সরকারি আধিকারিকদের বক্তব্য, এরজন্য একাধিক দিন এবং শিফট প্রয়োজন হবে।

তবে পুরোপুরি অনলাইন পরীক্ষা চালু করার বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরীক্ষার ধরণ বদলে পুরোপুরি অনলাইন ব্যবস্থা কার্যকর করার আগে সমস্ত রকম প্রস্তুতি এবং সুবিধা, অসুবিধা বিস্তারিতভাবে চর্চা করতে চায় কেন্দ্রীয় সরকার। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে আগামী বছর থেকেই যাতে এই ব্যবস্থা চালু করা যায়, সে ব্যাপারে সচেষ্ট কেন্দ্রীয় সরকার।




বিশেষ খবর

নানান খবর

Advertise with us

নানান খবর

Tripura: বিশ্বকাপ জয়ের উল্লাসে ত্রিপুরায় প্রাণ গেল আরও ২ যুবকের...

NCERT: পরীক্ষা পে চর্চার প্রচার করবে এনসিইআরটি

Hemant Soren: বৃহস্পতিবারই ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন হেমন্ত সোরেন...

JAIRAM: লোকসভায় জোট হলেও বিভিন্ন রাজ্যের বিধানসভায় একলা লড়বে কংগ্রেস : জয়রাম রমেশ...

Rain : আগরতলায় ভারী বৃষ্টি, মাটির ঘর ভেঙে মৃত ২

Hemanta : ইস্তফা দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, সরকার গঠনের দাবি করলেন হেমন্ত সোরেন ...

Tmc : প্রধানমন্ত্রীর বাংলা সম্পর্কে বক্তব্য মুছে দেওয়ার দাবি তৃণমূলের ...

Vande Bharat: জল পড়ছে বন্দে ভারতের ছাদ থেকে, কী প্রতিক্রিয়া রেলের? ...

Tripura: মাদক পাচারকারীদের জামিনের জন্য অভিনব শর্ত দিল ত্রিপুরা আদালত...

Hathras: হাথরাসে মৃত বেড়ে ১১৬, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা মোদি-যোগীর ...

NEET: নিট ইস্যুতে সংসদের ভিতরে-বাইরে চাপের মুখে কেন্দ্র ...

Hathras: 'ভোলে বাবা'র ভাষণ শুনতে গিয়ে শতাধিক পুণ্যার্থীর প্রাণহানি, কে এই স্বঘোষিত ধর্মগুরু? ...

Delhi: কার্নিশ ভাঙল পাঁচতারা হোটেলের, জখম দম্পতি

Hathras: হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত শতাধিক, শোকপ্রকাশ মমতা-রাহুলের ...

সোশ্যাল মিডিয়া