বুধবার ১৫ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১২ জুন ২০২৪ ০০ : ৫৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: তিনি কোনওদিন টি-২০ ক্রিকেট খেলেননি। কিন্তু একদিনের ক্রিকেট খেলেছেন সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের মেজাজে। মারকুটে ব্যাটার হিসেবে সুনাম ছিল। সঙ্গে সুদর্শন। তখনকার দিনে আইপিএল থাকলে, তিনি আদর্শ হতেন। বিশ্বকাপের বাজারে সন্দীপ পাতিলকে হাতের নাগালে পেয়ে গেলে টি-২০ বিশ্বকাপ নিয়ে প্রশ্ন হবে না সেটা কী হয়! কিন্তু শুরুতেই কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য ফতোয়া জারি করলেন। স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপ নিয়ে কোনও প্রশ্ন করা যাবে না। তবে কথাবার্তায় তাঁর মনোভাব উঠে এল। চলতি টি-২০ বিশ্বকাপের বাইশ গজের চরিত্র নিয়ে সমালোচনার ঝড় বইছে। ব্যাটাররা পারফর্ম করতে ব্যর্থ হচ্ছে। বিশ্বকাপের পিচ নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি তিরাশির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। ঘুরিয়ে টি-২০ ক্রিকেটে পিচ নিয়ে সন্দীপ পাতিল বলেন, 'পিচের চরিত্র দুই দলের কাছেই সমান থাকে। কম রান করেও ম্যাচ জেতার নজির তিরাশির ফাইনালে রয়েছে। পিচের চরিত্র বুঝে পরিকল্পনা সাজানোর মধ্যেই সাফল্যের রহস্য লুকিয়ে থাকে।' নিউইয়র্কের পিচ নিয়ে বিশেষ মন্তব্য না করলেও জানিয়ে দিলেন, টস পার্থক্য গড়ে দেয়। এবারের টি-২০ বিশ্বকাপের অধিকাংশ ম্যাচই লো স্কোরিং। তাতে কি সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটের বিনোদন ফ্যাক্টর কমে যাচ্ছে? সন্দীপ পাতিল বলেন, 'শুধু ব্যাটারদের কথা ভাবলে চলবে না, বোলারদের কথাও ভাবতে হবে। লো স্কোরিং ম্যাচ হতেই পারে, কোনও সমস্যা নেই। ক্রিকেটের নিয়ম বদলে গিয়েছে। প্লেয়ারের মানসিকতায়ও বদল এসেছে।'
ক্রিকেট যে এখন অনেকটাই বদলে গিয়েছে, সেটা মেনে নিলেন। 'আমি সবসময়ই টি-২০ মেজাজে ক্রিকেট খেলেছি। সে টেস্ট ম্যাচ হোক, বা একদিনের ক্রিকেট। আমাদের সময় কোচেরা সোজা ব্যাটে খেলতে বলত। এখন আড়াআড়ি খেলতে বলে,'এক নিশ্বাসে আধুনিক ক্রিকেটের নির্যাস জানান পাতিল। রিঙ্কু সিংয়ের জায়গায় শিবম দুবেকে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। শুধুমাত্র আইপিএলের প্রাথমিক পর্বের কয়েকটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে টি-২০ বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন দুবে। আগে দেশের জার্সি অর্জন করতে ক্রিকেটারদের কালঘাম ছুটে যেত। এখন আইপিএলের দৌলতে সেটা অনেকটাই সহজলভ্য। একদা নির্বাচক মণ্ডলীর প্রধান এর সঙ্গে একমত নন। এই প্রসঙ্গে সন্দীপ পাতিল বলেন, 'আমি এমন মনে করি না। এখনও রঞ্জি ট্রফির পারফরম্যান্স দিয়ে বিচার করা হয়। ঘরোয়া ক্রিকেটে সাফল্যই জাতীয় দলের দরজা খুলে দেয়। তবে এটা টি-২০ বিশ্বকাপ। তাই হয়তো আইপিএলের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে।' শাহবাজ আহমেদও জানান, পরিকল্পনার মধ্যেই সাফল্য, ব্যর্থতা লুকিয়ে থাকে। পিচ বড় ফ্যাক্টর নয়। প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা অবশ্য চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দল নিয়ে আশাবাদী। মুগ্ধ যশপ্রীত বুমরার পারফরম্যান্সে। একই সঙ্গে প্রশংসায় ভরিয়ে দিলেন হার্দিক পাণ্ডিয়াকেও।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
সিনিয়র প্লেয়ারদের চাহিদা নিয়ে অসন্তুষ্ট, চ্যাপেলের ছায়া গম্ভীরের মধ্যে...
হাসপাতাল থেকে ছাড়া পেলেও দুর্বল কাম্বলি, ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনুষ্ঠানে গাভাসকরের সঙ্গে ভিডিও ভাইরাল ...
রোহিত-শুভমনের পর এবার রঞ্জি ট্রফিতে খেলতে চান যশস্বী, বুধবার অনুশীলনে যোগ দেবেন...
টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে অন্তর্দ্বন্দ্ব? মুখ খুললেন বিসিসিআইয়ের শীর্ষকর্তা...
সিরিজ শুরুর আগে সমস্যায় ইংল্যান্ড, ভিসা সমস্যায় অনুশীলনে যোগ দিতে পারছেন না তারকা ক্রিকেটার ...
ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে রিচার্ড সেলিস, অনুশীলন না করেই মাঠ ছাড়লেন আনোয়ার-হেক্টররা...
গোল না দিয়ে বিরতির বাঁশি বাজিয়ে কুখ্যাত, লাল-হলুদের প্রাক্তন কোচ কুয়াদ্রাতের নিশানায় ছিলেন কেটেল...
ফিরছেন ঘরোয়া ক্রিকেটে, মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করবেন রোহিত...
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাওয়ার দৌড়ে ঢুকে পড়লেন বোর্ডের ছাঁটাই হওয়া তারকা...
বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...
বুমরার সঙ্গে তাঁর তুলনা নাপসন্দ, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অকপট বিশ্বজয়ী অধিনায়ক...
‘ছেলের মৃত্যু হলেও আমি গর্ব করতাম’, যুবরাজ সিংকে নিয়ে কী বললেন যোগরাজ?...
আইপিএল শুরু হচ্ছে কবে থেকে? চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগেই এল মেগা আপডেট...
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষিত হবে এই দিনে, বড়সড় আপডেট দিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা...
'আর কয়েক মাস আছি', বোর্ডকে সময় দিলেন রোহিত, কিন্তু কীসের জন্য? ...
জেমাইমার দুরন্ত সেঞ্চুরি, ওয়ানডেতে পাহাড় প্রমাণ রান গড়ে নজির ভারতের মহিলা দলের ...