আজকাল ওয়েবডেস্ক: নিত্যদিনের একঘেয়েমি দূর করতে অভিনব প্রয়াস। হাড়কাঁপানো ঠান্ডায় শুধুমাত্র অন্তর্বাস পরেই মেট্রোয় চড়লেন একদল তরুণ, তরুণী। যে ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু কেন শুধুমাত্র অন্তর্বাস পরে তাঁরা ঘুরলেন? কারণ জানলে অবাক হবেন। 

সম্প্রতি লন্ডন মেট্রোয় একদল তরুণ, তরুণীকে অন্তর্বাস পরে দেখা গিয়েছে। তাঁদের প্রত্যেকের মাথায় ছিল টুপি, উপরে সোয়েটার, জ্যাকেটও পরেছিলেন। পায়ে ছিল জুতো, মোজা। কিন্তু কোনও ট্রাউজার, প্যান্ট কেউ পরেননি। গোপনাঙ্গ ঢাকতে শুধুমাত্র অন্তর্বাস পরেছিলেন। তাঁদের দেখে রীতিমতো চমকে ওঠেন সকলে। এত ঠান্ডাতেও কীভাবে অন্তর্বাস পরে ঘু্রছেন তাঁরা! 

জানা গিয়েছে, প্রতি বছর এই দিনটি উদযাপন করে দ্য স্টিফ আপার লিপ সোসাইটি নামে লন্ডনের একটি সংস্থা। এবছর রবিবার তরুণ, তরুণীরা লন্ডনে 'নো ট্রাউজার্স ডে' পালন করলেন। ২০০২ সালে এই উদযাপন প্রথম শুরু হয়েছিল নিউ ইয়র্কে। ২০১০ সালে লন্ডনেও অনেকেও উদযাপন করেন। শীতকালের ধূসর দিনে শুধুমাত্র মজার জন্যেই এমন অন্তর্বাস পরে ঘোরাঘুরি করেন তাঁরা। এর পিছনে সমাজকে নতুন কোনও বার্তা তাঁরা দিতে চান না। শুধুমাত্র মজা করতেই এই প্রয়াস তাঁদের।