সংবাদ সংস্থা মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে রাম চরণ ও কিয়ারা আদবানি অভিনীত ছবি ‘গেমচেঞ্জার'।প্রত্যেকেরই নজর রয়েছে এই ছবির বক্স অফিস কালেকশনের দিকে। স্যাকনিল্ক সাইটের দেওয়া তথ্য অনুসারে, এই ছবিটি মুক্তির দিন গোটা দেশে আয় করেছে ৫১. ২৫ কোটি। এই আয় সমস্ত ভাষার আয় মিলিয়ে। কেবল হিন্দি নয়, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। আর এই সব মিলিয়েই প্রথমদিনে এই ছবি আয় করেছে ৫১. ২৫ কোটি। অথচ সমাজমাধ্যমে এই ছবির অফিসিয়াল পেজে দাবি করা হয়েছে প্রথম দিনেই নাকি বিশ্বব্যাপী এই ছবি আয় করেছে ১৮৬ কোটি টাকা! এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাম গোপাল বর্মা। 

 

 

?ref_src=twsrc%5Etfw">January 13, 2025

 

সমাজমাধ্যমে এই ছবির নির্মাতাদের 'মিথ্যাবাদী' বলে দাগিয়ে দিয়েছেন সত্যা ছবি খ্যাত এই পরিচালক। কটাক্ষ করে জানিয়েছেন, রাজামৌলি, সুকুমারের মতো পরিচালকেরা যেখানে তেলেগু ছবির উত্থান রকেটের গতিতে করিয়েছেন সেখানে এই গেম চেঞ্জার ছবির নির্মাতারা তেলেগু ছবির ইন্ডাস্ট্রিকে মিথ্যাবাদী হিসাবেও দারুণভাবে দাগিয়ে দিতে পেরেছেন এই খবর ছড়িয়ে। একই সঙ্গে রামু আরও জানান যে ছবির প্রযোজক যে এসব 'মিথ্যা খবর' ছড়ানোর মধ্যে নেই তা তিনি ভাল করেই জানেন। কারণ ওই ব্যক্তি অত্যন্ত  ভদ্রলোক ও সৎ। তাহলে কে রয়েছে এইসবের পিছনে? প্রশ্ন তুলেছেন রামু। 

 


শোনা যাচ্ছে, ইতিমধ্যেই গেম চেঞ্জারের ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকায়। ছবিটির ওটিটি স্বত্ত্ব বিক্রি করা হয়েছে আমাজন প্রাইম ভিডিওয়।  প্রায় ৪০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে ছবিটি। এবার এই ছবিটি প্রেক্ষাগৃহের কালেকশনে কতটা টাকা ঘরে আনতে পারে এবার সেটাই দেখার।