আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে আগামী ১৯ ফেব্রুয়ারি। এই টুর্নামেন্ট আয়োজিত হবে হাইব্রিড মডেলে। ইতিমধ্যেই ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ তাদের নিজস্ব দল ঘোষণা করেছে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করেনি। বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়ে দিলেন কবে ভারতের দল ঘোষণা করা হতে পারে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিসিসিআই ১৮-১৯ জানুয়ারি একটি বৈঠক করবে, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চূড়ান্ত স্কোয়াড নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

১১ জানুয়ারি বিসিসিআই ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ভারতের দল ঘোষণা করে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও দল ঘোষণা হয়নি। আইসিসির তরফে জানানো হয়, চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচ সপ্তাহ আগে দল ঘোষণা করতে হবে। বর্ডার-গাভাসকার ট্রফি চলার কারণে বোর্ড টেস্ট সিরিজের ব্যস্ততার কারণে সময় বাড়ানোর অনুরোধ করে। তবে ভারতের দল ঘোষণায় দেরি হওয়ার অন্যতম কারণ হতে পারে জসপ্রীত বুমরার চোট। সিডনি টেস্টে খেলার সময় পিঠে ব্যথা পান ভারতের তারকা পেস বোলার। জানা গিয়েছে, গ্রেড ১ চোট হলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারেন বুমরা। কিন্তু গ্রেড ২ হলে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। সবচেয়ে গুরুতর গ্রেড ৩ চোট হলে তিন মাস বিশ্রাম নিতে হবে বুমরাকে।