বুধবার ১২ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে রিচার্ড সেলিস, অনুশীলন না করেই মাঠ ছাড়লেন আনোয়ার-হেক্টররা

Sampurna Chakraborty | ১৪ জানুয়ারী ২০২৫ ২২ : ০১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ডার্বি হারের পর জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল। একদিন বিশ্রাম দিয়েই রাজারহাটে প্র্যাকটিসে নেমে পড়ল লাল হলুদ ব্রিগেড। এদিনের অনুশীলনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন রিচার্ড সেলিস।‌ লাল হলুদ জার্সিতে ছিল তাঁর প্রথম অনুশীলন। মঙ্গলবার বিকেলে প্রায় ঘন্টা দুয়েক অনুশীলন চলে। ইস্টবেঙ্গলের নতুন বিদেশিকে দেখার জন্য রাজারহাটে গুটিকয়েক সমর্থক উপস্থিত ছিল। রিচার্ডের সঙ্গে সেলফিও তোলেন তাঁরা। এদিন পুরোদমে অনুশীলন করেন ভেনেজুয়েলান ফরোয়ার্ড। শারীরিক কসরত করেন। দলের সঙ্গে গুয়াহাটি যাননি আনোয়ার আলি। এদিন প্র্যাকটিসে হাজির ছিলেন। কিন্তু অনুশীলনে এসেও প্র্যাকটিস না করেই মাঠ ছাড়েন। শুধু আনোয়ার নয়, ইস্টবেঙ্গলের ছয় ফুটবলার প্র্যাকটিস করেনি। এই তালিকায় ছিলেন আনোয়ার আলি, হেক্টর ইউস্তে, হিজাজি মাহের, সল ক্রেসপো, মহম্মদ রাকিপ এবং প্রভাত লাকরা।‌ যা সমর্থকদের চিন্তায় ফেলবে।

রবিবার গোয়ার বিরুদ্ধে পরের ম্যাচ ইস্টবেঙ্গলের। শেষ তিন ম্যাচে জয় অধরা। গোয়া ম্যাচে জয়ে ফিরতে মরিয়া থাকবেন অস্কার ব্রুজো। রেফারিং নিয়ে তোলপাড় ময়দান। কিন্তু শুধুই কি রেফারির ওপর দায় চাপানো যাবে? ডার্বিতে গোল লক্ষ্য করে কোনও শট নিতে পারেনি লাল হলুদের স্ট্রাইকিং ফোর্স। ভাল স্থানীয় প্লেয়ার নিতে না পারার জন্য ড্রাফটিং সিস্টেমকেই দায়ী করলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা। দেবব্রত সরকার বলেন, 'আমরা ড্রাফটিংয়ের কোনও সুযোগ পাইনি। তাই আমরা পিছিয়ে থাকছি। এটিকের সঙ্গে মার্জ করে মোহনবাগান সেই সুবিধা পেয়ে গিয়েছে। আইএসএল তৈরির সময় এক শহর, এক ক্লাব কনসেপ্ট ছিল। তার ফলে ওরা সুবিধা পায়। শুরুতে অ্যাটলেটিকো কলকাতা হিসেবে ওরা খেলত। তারপর মার্জ করে একটা দল করা হয়েছে। বাইরে বিদেশের মাঠে খেলতে গিয়ে রেফারিং নিয়ে কোনও সমস্যায় পড়তে হয় না আমাদের। শুধু এখানেই রেফারিং নিয়ে সমস্যা হচ্ছে।' রেফারিং নিয়ে ক্ষোভের মাঝেই গোয়া ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড। ডার্বি হারে সুপার সিক্সের সম্ভাবনা প্রায় শেষ। তবুও হাল ছাড়ছেন না অস্কার। 


Richard CelisEast BengalOscar BruzonIndian Super League

নানান খবর

নানান খবর

বুমরার স্ত্রীকে স্ট্যাম্প রাহুলের, চ্যাম্পিয়ন্স ট্রফির পর কী এমন বললেন?

প্লে অফে মুম্বই, আইএসএলের সেমিতে কোন দলের মুখোমুখি হবে মোহনবাগান?

রোহিত-কোহলিদের সাফল্যে গর্বিত ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক

কাল থেকে শুরু কেকেআরের প্রস্তুতি, সাফল্য ধরে রাখতে চান চন্দ্রকান্ত পণ্ডিত

কাল থেকে শুরু কেকেআরের প্রস্তুতি, সাফল্য ধরে রাখতে চান চন্দ্রকান্ত পণ্ডিত

মুম্বইয়ে ফিরলেন শুভমন গিল, বিমানবন্দরে সমর্থকদের ভিড়

চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে জায়গা হল না রোহিতের!‌ ভারত থেকে আছেন ছয় জন

২০২৭ বিশ্বকাপে থাকবেন?‌ বড় আপডেট দিলেন খোদ রোহিত

ভুলে যাওয়ার রোগ সারল না রোহিতের, এবার ভুলে গেলেন ট্রফি নিতেই 

ভারতের বি টিমও ফাইনালে যেতে পারত, টিম ইন্ডিয়ার শক্তি মেনে নিলেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা

দেশে ফিরে মুম্বইয়ে শোভাযাত্রা করবেন রোহিত, কোহলিরা? এল মেগা আপডেট

তাহলে এবার কি অবসর! চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিলেন রোহিত

দুবাই আর অভিশপ্ত নয়, মরুশহরেই রোহিতের তুরুপের তাস হয়ে উঠলেন বরুণ

'নীরব নায়ক', পর্দার আড়ালে চুপিসারে আসল কাজ করলেন রাহুল

'কিছু দল জেতে ক্রীড়াসূচির সুবিধা নিয়ে', পাকিস্তানের ভারত আক্রমণ থামছেই না

নিন্দা, সমালোচনায় ঝরেছে রক্ত, কোহলি ফের বিরাট হয়ে উঠলেন মরুদেশে, বিরাট কোহলি হওয়া সহজ নয়


সোশ্যাল মিডিয়া