নিজস্ব সংবাদদাতা: বড়পর্দায় আসছে সম্পর্কের গল্প বুনতে আসছে 'সেলাই'। পরিচালনায় স্বরূপ পাল। 'চিত্রকর প্রোডাকশন অ্যান্ড স্টুডিও'র প্রযোজনায় আসছে এই ছবি। এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে প্রযোজনা সংস্থার।

 


'সেলাই'-এর গল্প এক টুকরো সম্পর্কের কথা বলে, যা বুনেছে প্রেম, সঙ্গীত এবং পাহাড়ের অপূর্ব সৌন্দর্য। এই শীতের মরশুমে, ভালবাসার সপ্তাহে মুক্তি পেতে চলেছে এই সিনেমা, যা প্রেমের গ্রহণযোগ্যতাকে নতুনভাবে তুলে ধরবে দর্শকের সামনে। সম্প্রতি, সামনে এল ছবির প্রথম পোস্টার। পোস্টারেও 'সেলাই'-এর সরঞ্জাম ফুটে উঠেছে। 

 

ছবির পরিচালনার পাশাপাশি সঙ্গীতের দায়িত্ব সামলেছেন স্বরূপ পাল। তাঁর কথায়, "এটি একটি টানটান নিউ এজ লাভ স্টোরি। আমরা চেয়েছি সম্পর্কের গভীরতাকে এমনভাবে তুলে ধরতে, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।"

 

অভিনয়ে রয়েছেন রজতাভ দত্ত, দেবাশিস সেনশর্মা, 'মীরাক্কেল' খ্যাত শুভদীপ ঘোষ, সুমন গেইন। এছাড়াও থাকছেন প্রীতি কে, ময়ূখ ভট্টাচার্য, চিত্রাঙ্গদা ও সাগ্নিক কোলের মতো নতুন মুখরা। 

 


প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে ছবিটি। সম্পর্কের এক অনন্য বন্ধনের গল্প ফুটে উঠবে পর্দায়, যা নিয়ে আশাবাদী অভিনেতারা এবং ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা।