বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | MAMATA: দেশে পরিবর্তন চাই, অপেক্ষা করছি: মমতা

Sumit | ০৮ জুন ২০২৪ ১৯ : ২২Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: 'দেশে পরিবর্তন প্রয়োজন। আমরা অপেক্ষা করছি।' শনিবার নব নির্বাচিত সাংসদদের নিয়ে কালীঘাটের বাসভবনে বৈঠকের পর একথা জানালেন তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলের পক্ষ থেকে এদিনের বৈঠকে লোকসভা ও রাজ্যসভার নেতা নির্বাচিত করা হয়েছে। তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, লোকসভার নেতা নির্বাচিত করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়েছেন চিফ হুইপ। অন্যদিকে রাজ্যসভার নেতা হিসেবে দায়িত্ব সামাল দেবেন ডেরেক ও'ব্রায়েন এবং ডেপুটি লিডার সাগরিকা ঘোষ। সেইসঙ্গে জানিয়েছেন, হরিয়ানার কৃষক আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাতে সাংসদদের একটি দল পাঠাচ্ছে তৃণমূল।
নবগঠিত লোকসভায় যে সাংসদরা প্রথম থেকেই এনডিএ সরকারের প্রতি আক্রমণাত্মক হবেন এদিন তা বুঝিয়ে দিয়েছেন মমতা। তিনি বলেন, 'সাংসদদের বলা হয়েছে বসে না থাকতে।' ভবিষ্যতে তাঁদের 'ইন্ডিয়া' জোট যে সরকারে আসতে পারে এদিন সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। তাঁর কথায়, 'মোদিকে কেউ চায় না। তাঁর উচিত ছিল অন্য কাউকে ছেড়ে দেওয়া।' এই প্রসঙ্গেই তিনি জানান, 'দেশে পরিবর্তন প্রয়োজন। আমরা অপেক্ষা করছি।' তাঁর কথায়, এনডিএ সরকার বেশিদিন স্থায়ী হবে না। ইন্ডিয়া জোট আজ সরকার গঠন করেনি বলে কাল করবে না এটা যেন কেউ না ভাবে। একইসঙ্গে তিনি জানান, যারা অগণতান্ত্রিকভাবে সরকার তৈরি করছেন তাঁদের তিনি শুভেচ্ছাও জানাবেন না। সরকার গঠনের দিনও তৃণমূলের পক্ষ থেকে কেউ উপস্থিত থাকবেন না বলেই জানিয়েছেন মমতা। দাবি করেছেন এগজিট পোলের নামে শেয়ার কেলেঙ্কারির তদন্তের।
এই নির্বাচনে যে কটি ইস্যু বড় হয়ে দেখা গিয়েছিল সেগুলি হল ক্যা, এনআরসি এবং অভিন্ন দিওয়ানি বিধির মতো ইস্যু। মমতা এদিন জানিয়েছেন, এনআরসি বাতিল করতে হবে। রাজ্যের যে বকেয়া পাওনা নিয়ে এতদিন তৃণমূল দাবি তুলে এসেছে সেই বিষয়ে তৃণমূল নেত্রী জানিয়েছেন, 'প্রতিটি রাজ্যের যা বকেয়া পাওনা আছে সেটা দিতে হবে।' তৃণমূল নেত্রীর কথাতেই স্পষ্ট তাঁর দলের সাংসদরা প্রথম থেকেই এবিষয়ে লোকসভা ও রাজ্যসভায় সরব হবেন।‌
বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো ক্ষোভ প্রকাশ করেন পূর্ব মেদিনীপুরের ভোটের ফলাফল নিয়ে। তাঁর অভিযোগ, 'জেলা শাসক ও থানার আইসি বদল করে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় পূর্ব মেদিনীপুরে ভোট লুট করা হয়েছে।' মমতার অভিযোগ, তৃণমূল ৩৫টি আসন পেতে পারত। বিজেপি নির্বাচন কমিশন ও অবজার্ভারদের দিয়ে ভোট লুট করিয়েছে।'
বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, এদিনের বৈঠকে পূর্ব মেদিনীপুরের তৃণমূলের একাংশের প্রতি উষ্মা প্রকাশ করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন এই নির্বাচনে তাঁদের ভূমিকা নিয়েও। মমতা এদিন জানিয়েছেন, এই লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল রাজ্যে ১৯২টি আসনে এগিয়ে রয়েছে। আগামী ২১ জুলাইয়ের মঞ্চে এই জয় উদযাপন করা হবে।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি, ফের রাজ্যকে ই-মেল, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ...

রাতের শহরে ফের আক্রান্ত ট্র্যাফিক সার্জেন্ট, চিকিৎসা করাতে নিজেই ছুটে গেলেন হাসপাতালে...

খাস কলকাতায় ফের প্রোমোটারের দাপাদাপি, আহত ১

'যদি কাগজে লেখ নাম', কর্তব্যরত নার্সকে প্রেমপত্র দিয়ে বিপাকে যুবক...

নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, অংশগ্রহণ করল ৯২টি দল...

সোম-রাতে বলেছিলেন মমতা, মঙ্গলে পুলিশের সঙ্গেই বড় বদল স্বাস্থ্যেও ...

কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ বর্মা, বিনীত হলেন এডিজি এসটিএফ ...

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...

বিশ্বকর্মা পুজোর দিন কম চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি ...

ফের খাস কলকাতার হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১...

তিন ঘণ্টা অপেক্ষা করলেন মুখ্যমন্ত্রী, লাইভ স্ট্রিমিংয়ে অনড় চিকিৎসকরা, হল না বৈঠক ...

আরজি কর কাণ্ডে নয়া মোড়, ধর্ষণ, খুনের মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ সহ দুই ...

হাতজোড় করে বলছি ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে ভিজ না, জুনিয়র ডাক্তারদের প্রতি আবেদন মুখ্যমন্ত্রীর...

পুজোর মুখে বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতা, কাগজ কুড়োতে গিয়ে হাত উড়ল একজনের...

'দিদি' মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চেয়ে জুনিয়র ডাক্তারদের ই-মেল, কালীঘাটে বৈঠকে ডাকলেন মুখ্যসচিব...



সোশ্যাল মিডিয়া



06 24