বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৪ জুন ২০২৪ ১৪ : ৩৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের জয় সময়ের অপেক্ষা। বিদায়ী লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরিকে সপ্তম রাউন্ড শেষে ইতিমধ্যেই প্রায় ৩০ হাজারের বেশি ভোটে পেছনে ফেলে এগিয়ে গেছেন ইউসুফ পাঠান।
বহরমপুরে তৃণমূলের খাতা খোলার সম্ভাবনা তৈরি হতেই দলের সম্ভাব্য জয়ী প্রার্থী ইউসুফ পাঠানের জন্য স্থায়ী বাড়ি তৈরির জন্য জায়গা দেখা শুরু করলেন দলের তরফে বহরমপুর লোকসভার জন্য বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।
হুমায়ুন বলেন, ‘লোকসভা নির্বাচনের প্রচার পর্বে কংগ্রেস এবং বিজেপি দলের তরফ থেকে বারবার বলা হয়েছিল ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা। তিনি জয়ী হলে এখানকার সাধারণ মানুষ তাঁকে বিপদে–আপদে নিজেদের পাশে পাবেন না। কিন্তু ভরতপুরে তালগ্রামে নির্বাচনী প্রচার চলার সময় আমি সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইউসুফ পাঠান জিতলে আমি তাঁর জন্য বহরমপুরে বাড়ি তৈরি করে দেব। সেই প্রতিশ্রুতি মতো ইতিমধ্যেই বহরমপুরে ইউসুফের জন্য স্থায়ী বাসার ব্যবস্থা করতে শুরু করেছি।’ হুমায়ুন বলেন, ‘ইউসুফ পাঠান ইতিমধ্যেই প্রায় ৩০ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন। যে বিধানসভা কেন্দ্রগুলো থেকে অধীর চৌধুরির ‘লিড’ পাওয়ার সম্ভবনা ছিল ইতিমধ্যেই সেই বিধানসভা কেন্দ্রগুলো থেকেও তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ‘লিড’ পেতে শুরু করেছেন।’
তৃণমূল বিধায়ক বলেন, ‘মমতা ব্যানার্জি আমাকে ইউসুফ পাঠানকে জেতানোর জন্য বিশেষ দায়িত্ব দিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো ইউসুফের বাবা–মাকে কথা দিয়েছিলেন তাঁকে বহরমপুর কেন্দ্র থেকে জিতিয়ে গুজরাটে পাঠাবেন। আমি খুশি মমতা ব্যানার্জির কথা রাখতে পেরেছি।’
হুমায়ুন বলেন, ‘ইউসুফ পাঠানকে বহরুমপুরে বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করছি। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জির সঙ্গে কথা বলবো। যদি বহরমপুর শহরের মধ্যে বড় জায়গা না পাওয়া যায়, তাহলে মুর্শিদাবাদ জেলা পরিষদের আশেপাশে বা বহরমপুর ব্লকের অন্যত্র তাঁর জন্য আমি ব্যক্তিগত খরচে বাড়ি তৈরি করে দেব।’ হুমায়ুন আশাবাদী ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে নতুন বাড়ি তৈরি হয়ে যাবে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...
বড়দিনের ‘উপহার’ নিতে গিয়ে প্রৌঢ়ের হাতে ধর্ষিতা নাবালিকা...
মুর্শিদাবাদ ভাগের দাবি, এবার সুর চড়াচ্ছে অরাজনৈতিক সংগঠন...
আমাদের স্কুলে কেন পাঠাচ্ছেন না? ছাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাড়ি বাড়ি গিয়ে প্রশ্ন শিক্ষিকাদের ...
বন দপ্তরের দেওয়া টোপ নয়, জিনাতের পছন্দ গ্রামের পোষা ছাগল ...
চুঁচুড়ায় টেনিস কোর্টের উদ্বোধন, খেলোয়াড়দের জন্য রয়েছে একাধিক সুব্যবস্থা ...
চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...
রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা? ...
দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে ...
পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...
কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...