শনিবার ২৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২০ মে ২০২৪ ১৪ : ৫০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : লোকসভা ভোটের মধ্যে বিজেপিকে বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। মডেল কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করে গত ৪ মে থেকে দফায় দফায় বিজেপি বেশ কিছু সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে। যার বিরুদ্ধে মামলা করে তৃণমূল। বিচারপতি সব্যসাচী ভট্টচার্যের পর্যবেক্ষণ, শুধু এম সি সি ভঙ্গ করা নয়, ওইসব বিজ্ঞাপন মামলাকারীর সংবিধানের ১৯ ও ২১ ধারায় প্রাপ্ত অধিকারও হরণ করেছে।
আর এই ক্ষেত্রে হাইকোর্ট কাঠগড়ায় তুলেছে নির্বাচন কমিশনকে। একের পর এক অভিযোগ পাওয়ার পরেও কেনও ১৮ মে কমিশন বিজেপিকে শোকজ নোটিস পাঠাল এবং ২১ মে কেনও তার জবাবদিহির ডেট রাখল তাই নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। আবার অভিযুক্তের ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে শুধু সেন্সর করার ক্ষমতা কমিশনের আছে, এই শুনেও কমিশনকে কটাক্ষ করে আদালত। আদালত জানিয়ে দেয় আগামী ৪ জুন পর্যন্ত বিজেপি এমন কোনও বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না, যাতে এম সি সি ভঙ্গ হয়। আবার সংবাদমাধ্যম গুলিকেও বিজ্ঞাপন নেওয়ার আগে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার ১৯৯৬ সালের গাইড লাইন মানতে হবে। এই মামলায় বিজেপিকে যুক্ত করা হয়নি।