সংবাদ সংস্থা মুম্বই: কয়েকদিন আগে একটি ভার্চুয়াল সাক্ষাৎকারে সুব্রহ্মণ্যন বলেন, '”আমার আফশোস, আমি কর্মীদের দিয়ে রবিবার কাজ করাতে পারি না। যদিও তা করাতে পারি আমার চেয়ে খুশি কেউ হবে না। কারণ আমি নিজেও রবিবার কাজ করি।'” তিনি আরও বলেন, “বাড়িতে বসে থেকে কী করবেন? কতক্ষণ স্ত্রীয়ের মুখের দিকে চেয়ে বসে থাকবেন? অফিসে যান। কাজ শুরু করে দিন!'” এমনকি তিনি পরামর্শ দেন সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার জন্য!  সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই মন্তব্যের পরেই তাঁকে নফোসিস কর্তা এন আর নারায়ণমূর্তির সঙ্গে তুলনা করা শুরু হয়। নারায়ণমূর্তিও কর্মীদের ৭০ ঘণ্টা কাজের কথা বলে কটাক্ষের মুখে পড়েছিলেন।  কর্মীদের পাশে দাঁড়িয় সুব্রহ্মণ্যনের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সমালোচনা করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। 

 

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই খবর ভাগ করে বিরক্তি ও উষ্মা প্রকাশ করেছেন দীপিকা। সঙ্গে লেখেন, “কীভাবে কোনও সংস্থার এত উঁচু পদে বসা ব্যক্তি এ ধরনের মন্তব্য করতে পারে? বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছি।" এরপরেই হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রী লেখেন, “মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ।”

 


প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন অবসাদের শিকার হয়েছিলেন দীপিকা। নিয়মিত কাউন্সিলংয়ের মাধ্যমে তা থেকে বেরিয়ে আসলেও সে কষ্ট ভোলেননি নায়িকা। তিনি দীপিকা পাড়ুকোন। গত ১০ বছর ধরে সেই লড়াইয়ে বহু অবসাদগ্রস্তদের মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী। অবসাদ মোকাবিলায় তৈরি করেছেন নিজের এনজিও। এই ফাউন্ডেশনটি মানুষের মানসিক স্বাস্থ্য নিয়েই কাজ করে ।