আজকাল ওয়েবডেস্ক: চিনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং অর্থ মন্ত্রক জানিয়েছে, পুরনো পণ্য বদলানোর ক্ষেত্রে ভর্তুকির যোগ্য গৃহস্থালি সরঞ্জামের সংখ্যা গত বছর আটটি ছিল। চলতি বছর তা বাড়িয়ে ১২টি করা হচ্ছে। প্রতিটি পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ভর্তুকিও দেওয়া হবে। এই প্রকল্পের নতুন সংযোজনগুলোর মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ ওভেন, জলের ফিল্টার, থালা-বাসন ধোয়ার মেশিন এবং রাইস কুকার।
জানানো হয়, পুরনো পণ্য বিক্রি করলে গ্রাহকরা ১৫-২০ শতাংশ ভর্তুকি পাবেন। ৬ হাজার ইউয়ানের (চিনা মুদ্রা) কম দামের সেলফোন, ট্যাবলেট কম্পিউটার, স্মার্ট ঘড়ি এবং ব্রেসলেটে ১৫ শতাংশ ভর্তুকি থাকবে। সরকার ২০২৫ সালে এই কর্মসূচির জন্য ১১ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে।
চিনা সেন্ট্রাল টেলিভিশনের (সিসিটিভি) এক প্রতিবেদনে জানানো হয়, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পুরনো পণ্য বদলানোর এই নীতির মাধ্যমে ৫৮ লাখ গাড়ি অদল-বদল করা হয়েছে। ৩ কোটি ৩০ লাখেরও বেশি ক্রেতা পুরনো পণ্য বদলে ৫ কোটি ২০ লাখেরও বেশি নতুন পণ্য কিনেছেন।
সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশন অনুসারে, পুরনো পণ্য বদলানোর এই কার্যক্রমে প্রায় ১৪৪ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য বিক্রি হয়েছে ।
চিনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা জানিয়েছে, এই প্রকল্পে ইতিমধ্যেই ভোক্তা ব্যয় বৃদ্ধি হয়েছে। তবে, কিছু অর্থনীতিবিদ প্রশ্ন তুলেছেন যে এই প্রকল্পগুলো কি ভোক্তাদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির জন্য যথেষ্ট?
