সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: RM | Editor: Syamasri Saha ১০ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: বলিপাড়ায় তাঁদের ঝগড়ায় কাক-চিল বসা দায়। তাঁদের আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা কারও অজানা নয়। কথা হচ্ছে করণ জোহর এবং কঙ্গনা রানাউতকে নিয়ে। বরাবরই করণের বিরুদ্ধে নিজের কড়া কথা বলেছেন অভিনেত্রী। স্বজনপোষণ বিতর্কে করণের বিরুদ্ধে সব থেকে বেশি যিনি সরব হন তিনি কঙ্গনা। এবার তাঁর মুখেই উলটপুরাণ। তাঁর পরিচালিত ছবিতে করণ জোহরকে অভিনয়ের প্রস্তাব দেওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন তিনি।
সম্প্রতি এক জনপ্রিয় রিয়্যালিটি শো-তে হাজির হয়েছিলেন কঙ্গনা। সেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়, সুযোগ পেলে করণের প্রযোজনা সংস্থার ছবিতে এখনও কাজ করতে চাইবেন কি না? জবাবে অভিনেত্রী বলেন, " করণ স্যারের-ই উচিত আমার সঙ্গে কাজ করা। ওঁর অনুযায়ী ঠিকঠাক চরিত্র পাবেন উনি। ওঁকে ভাল কাজ দেব। অবশ্যই আমার এই ছবিতে শাশুড়ি-বৌমার ঝগড়াঝাঁটি দেখানো হবে না।"
বছর দুয়েক আগে বলিউডের প্রভাবশালী এই পরিচালক বলেন, ‘‘এমার্জেন্সি’ ছবিটা ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং ছবিটা দেখার জন্য উদ্গ্রীব।’’ যদিও কর্ণের মুখে এমন ইতিবাচক কথা শুনেও মোটেও আশ্বস্ত বোধ করছেন না কঙ্গনা। বরং ভয় পাচ্ছেন বলেই জানান। করণের মন্তব্যের প্রেক্ষিতে টুইট করে বলেন, ‘‘শেষ বার ‘মণিকর্ণিকা’র সময় বলেছিলেন, তিনি দেখার জন্য মুখিয়ে আছেন। তার পর আমার জীবনের সবচেয়ে খারাপ প্রচারটার শুরু হয়। ঠিক যে সপ্তাহে ছবিটা মুক্তির কথা চলছিল, তখন। প্রায় সব প্রধান অভিনেতা-অভিনেত্রীদের পয়সা দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানোর জন্য। ছবিটা যাতে পণ্ড হয়, তার চেষ্টাও হয়েছিল। তার পরই যেন আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর সপ্তাহটা এল। এ বার আমি সত্যি ভয় পাচ্ছি, খুব ভয় পাচ্ছি। কারণ, কর্ণ আমার ছবি দেখার জন্য আবার মুখিয়ে আছেন!’’
ওই বছরই কঙ্গনা দাবি করেছিলেন, টেলিভিশন অনুষ্ঠানে তাঁকে অপমান করেছেন কর্ণ, হেনস্থা করেছেন সবার সামনে। কারণ শুনিয়ে আরও চমকে দিয়েছিলেন ‘কুইন’ খ্যাত অভিনেত্রী। লিখেছিলেন, “একটা সময় ছিল যখন চাচা চৌধুরী (করণ) স্বজনপোষণ মাফিয়াগুলোর সঙ্গে দল বেঁধে আমায় অপমান করত। সবার সামনে হেনস্থা করত। জাতীয় টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানেও করেছে। শুধুমাত্র আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না বলে।”
নানান খবর
নানান খবর

লোকাল ট্রেনে একা পেয়ে চরম অশ্লীল প্রস্তাব! প্রভাসের নায়িকার বীভৎস অভিজ্ঞতা শুনে শিউরে উঠবেন

‘শহীদ’-এর পর এবার উজ্জ্বল নিকম? আমির সরে দাঁড়াতেই কেরিয়ারের সবচেয়ে শক্তিশালী চরিত্রে রাজকুমার?

খ্রিস্টান রীতিতে এবার বিয়ে করছেন কপিল! কিন্তু বৌ কি নিজের না অন্যের?

রোহিত শেট্টি অ্যাকশন থ্রিলারে যিশু সেনগুপ্ত! প্রথমবার জুটি বেঁধে কোন গল্প বলবেন পরিচালক-অভিনেতা?

‘কৃষ ৩’তে প্রধান খলনায়ক হতে পারতেন অজয়! কেন রাজি হলেন না? জানলে চমকে যাবেন!

দ্বিতীয় বিয়ের দেড় বছরের মধ্যেই বাবা হলেন সৌম্য চক্রবর্তী, পুত্র না কন্যা সন্তান এল গায়কের ঘরে?

আটকে গেল সলমন অভিনীত প্রথম বায়োপিক! বিয়ে না করেই ৪৯ বছরে অন্তঃসত্ত্বা আমিশা?

বেনারসে ঘনাল বিভীষিকা! 'বাপি-প্রমথ'কে নিয়ে কোন রহস্যভেদে 'একেন বাবু'? টিজারেই উঠল কৌতূহলের ঢেউ

ফিরছে অপরাজিতা-প্রিয়াঙ্কার জুটি, মা-মেয়ের কোন অজানা গল্পে ডুব দেবেন দুই অভিনেত্রী?

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?