নিজস্ব সংবাদদাতা: সম্পর্কের শিকড় পরিবার। সেই গল্পই বলছে জি বাংলার ধারাবাহিক 'মিত্তির বাড়ি'। ধারাবাহিকে বাবার বিরুদ্ধে গিয়ে দাদু-ঠাকুমার সঙ্গে সহমত ধ্রুব। বাড়ির আশ্রিতা জোনাকির সঙ্গে কিছুতেই বনিবনা নেই তার। কিন্তু জোনাকির কথা ফেলতে পারে না ধ্রুব।
গল্পে জোনাকি-ধ্রুবর টক-ঝাল রসায়ন দারুণ পছন্দ করেছেন দর্শক। যদিও টিআরপি তালিকায় তেমন ফল করতে পারেনি এই ধারাবাহিক। কিন্তু গল্পের নিত্য নতুন মোড়ে আসতে চলেছে নয়া চমক। তাদের বিয়ের পর ফুলসজ্জায় ঘটে আরেক কাণ্ড। শাড়ি-গয়না পরে অস্বস্তিতে পড়ে জোনাকি। তাকে গয়না খুলতে সাহায্য করে ধ্রুব। ধ্রুবর ছোঁয়ায় শিহরিত হয়ে ওঠে জোনাকি। ধ্রুব তাকে বলে, সে যেন সারা জীবন তার বিশ্বাস বজায় রাখে। একটু একটু করে কি জোনাকিকে যেন ভালবেসে ফেলেছে ধ্রুব।
তার বিপদে পাশে থাকার আশ্বাস দিয়েছে ধ্রুব। গল্পের নতুন মোড়ে দেখা যাবে ধ্রুবর সঙ্গে ঘুরতে বেরিয়েছে জোনাকি। সেখানে হঠাৎ গুন্ডারা তুলে নিয়ে যায় তাকে। ধ্রুব মারপিট করেও গুন্ডাদের হাত থেকে জোনাকিকে বাঁচাতে পারে না। কীভাবে তাকে উদ্ধার করবে ধ্রুব? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।
