রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ডার্বির আগে ম্যাকলারেনের ক্রিকেট যোগ, দুই অজি ক্রিকেটার বন্ধুর থেকে কী টিপস পেলেন?

Sampurna Chakraborty | ১০ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: সবুজ মেরুন জার্সিতে প্রথম ডার্বিতে গোল করেছিলেন। শনিবার আরও একটা ডার্বি। আবার গোলের জন্য তাঁর দিকে তাকিয়ে বাগান জনতা। তবে এবার ভেন্যু বদলেছে। বদলাতে পারে পার্টনারও। তবে দিমিত্রি পেত্রাতোস হোক বা জেসন কামিন্স বা গ্রেগ স্টুয়ার্ট, কোনও সমস্যা নেই জেমি ম্যাকলারেনের। পাশে যেই খেলুক না কেন, দলের গোল পাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন। ম্যাকলারেন বলেন, 'চারজনই খেলতে পারলে ভাল হত। কিন্তু সেটা সম্ভব নয়। গ্রেগ খেলুক, বা দিমি, একই ব্যাপার। আমাদের দলে গভীরতা আছে। আমাদের দলের সুবিধা হল, পরে যে দু'জন পরিবর্ত হিসেবে নামবে, তাঁরাও ভয়ঙ্কর।‌' 

প্রথম ডার্বি বাগানের কাছে 'কেকওয়াক' ছিল। ভাঙাচোরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামতে হয়েছিল। ডার্বির ভোরে কলকাতায় পা রেখেই লাল হলুদের ডাগআউটে বসেন অস্কার ব্রুজো। কিন্তু এবার তাঁর কোচিংয়ে দল ঘুরে দাঁড়িয়েছে। শেষ দুটো ম্যাচ বাদ দিলে বাকিগুলোতে ভালই খেলেছে ইস্টবেঙ্গল। তাই এবারের ডার্বির আগে কি তিনি কিছুটা হলেও চাপে আছেন? ম্যাকলারেন বলেন, 'এই জার্সির একটা চাপ থাকেই। একইসঙ্গে গর্বের। ভাল মানের ফুটবল খেলার একটা চাপ থাকে। আমরা শীর্ষে আছি। ছোটবেলায় সেরা ক্লাবে খেলার স্বপ্ন ছিল। ভারতে এটাই সেরা দল। মোহনবাগান আমাকে এনেছে আরও সাফল্য দিতে। অবশ্যই আমি আরও গোল করতে চাই। তবে অন্য কেউ গোল করলেও আমার সমান আনন্দ হয়। কারণ ফুটবল টিমগেম। ব্যক্তির থেকে বড় প্রতিষ্ঠান।'

কলকাতায় পা রাখার পর একবার আরপিজি হাউজে সাংবাদিকদের মুখোমুখি হন অজি বিশ্বকাপার। তবে সেদিন বেশি বাক্যালাপের সুযোগ হয়নি। আনুষ্ঠানিকভাবে এটাই জেমির প্রথম সাংবাদিক সম্মেলন। খুব ভাল কথা বলেন। বর্তমানে তিন প্রধান মিলিয়ে যত ফুটবলার রয়েছে, তারমধ্যে কথায় সেরা বললে বোধহয় খুব একটা ভুল হবে না। তবে মাঠে এখনও সেরাটা দিতে পারেননি। এই মানের একজন ফুটবলারের থেকে প্রত্যাশা আকাশছোঁয়া। এদিন নিজেও সেটা মেনে নেন। ম্যাকলারেন বলেন, 'আমারও মনে হয় সেরাটা এখনও আসেনি। অবশ্যই আমি আরও গোল করতে চাই, অ্যাসিস্ট করতে চাই। আমি এখনও আইএসএলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে আমাদের দলের ডিফেন্ডাররা, মিডফিল্ডারাও গোল করছে। তাই আমার ওপর বাড়তি চাপ পড়ছে না। তবে অবশ্যই আমাকে আরও উন্নতি করতে হবে। আগের ম্যাচে শট পোস্টে লাগে। ভাগ্য সঙ্গ দেয়নি। তবে জেসনকে গোলের পাস বাড়ানো, গোল করার সমতুল্য।'

বাগান শিবিরে অজি ত্রয়ীকে নিয়ে বরাবরই আলোচনা বেশি। এদিন ম্যাকলারেনের ক্রিকেট যোগের কথা উঠে এল। মাস খানেক আগে একদিন মোহনবাগানের প্র্যাকটিসে ক্রিকেট অস্ট্রেলিয়ার জার্সি পরে এসেছিলেন। এদিন জানা গেল, মার্কাস স্টোইনিস তাঁর ছোটবেলার বন্ধু। কলকাতায় আসার আগে অজি ক্রিকেটারের থেকে টিপস পেয়েছিলেন জেমি। ম্যাকলারেন বলেন, 'ও আমার ছোটবেলার বন্ধু। আমাদের প্রায়ই কথা হয়। ভারতে আসার আগে ওর সঙ্গে কথা হয়েছিল। বলেছিল, ভারতীয়রা আবেগপ্রবণ। কলকাতায় খেলতে আমার ভাল লাগবে। আমরা একে অপরের সাফল্য কামনা করি। আগের ডার্বিতে গোল করার পর জাস্টিন ল্যাঙ্গার ফোন করে শুভেচ্ছা জানিয়েছিল।' মেলবোর্ন ডার্বি, স্কটল্যান্ড ডার্বিতেও খেলেছেন। কিন্তু কলকাতার ডার্বিকে সবার ওপরে রাখলেন বিশ্বকাপার। 


Jamie MacLarenKolkata DerbyMohun BaganISL

নানান খবর

নানান খবর

স্টার্ক নন, ভাল আবেশ খান হয়েই থাকতে চান, ম্যাচ জিতিয়ে স্বীকারোক্তি লখনউয়ের তারকা বোলারের

ঝলসে উঠল সূর্যর তেজ, সূর্যবংশীর স্বপ্নের অভিষেক দেখতে জেবে বসে ছিলেন গুগল সিইও

মেসির ম্যাচে উপচে পড়া ভিড় মাঠে, ম্যাচে জিতে ইন্টার মায়ামি সেই অপরাজিতই

আইপিএলের এল ক্লাসিকো, চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই পাচ্ছে না ৩৭ বছরের তারকাকে

পিছিয়ে পড়ে অবিশ্বাস্য জয় বার্সার, শেষ ল্যাপে এসে মরিয়া কামড় রাফিনিয়াদের

মেয়েদের বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান দল, জানিয়ে দিলেন পিসিবির চেয়ারম্যান

শুরুতেই বাজিমাত, আই লিগ টু-তে অপরাজিত চ্যাম্পিয়ন ডায়মন্ড হারবার

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

সোশ্যাল মিডিয়া