শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | ডার্বির আগে ম্যাকলারেনের ক্রিকেট যোগ, দুই অজি ক্রিকেটার বন্ধুর থেকে কী টিপস পেলেন?

Sampurna Chakraborty | ১০ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪২Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: সবুজ মেরুন জার্সিতে প্রথম ডার্বিতে গোল করেছিলেন। শনিবার আরও একটা ডার্বি। আবার গোলের জন্য তাঁর দিকে তাকিয়ে বাগান জনতা। তবে এবার ভেন্যু বদলেছে। বদলাতে পারে পার্টনারও। তবে দিমিত্রি পেত্রাতোস হোক বা জেসন কামিন্স বা গ্রেগ স্টুয়ার্ট, কোনও সমস্যা নেই জেমি ম্যাকলারেনের। পাশে যেই খেলুক না কেন, দলের গোল পাওয়াকেই প্রাধান্য দিচ্ছেন। ম্যাকলারেন বলেন, 'চারজনই খেলতে পারলে ভাল হত। কিন্তু সেটা সম্ভব নয়। গ্রেগ খেলুক, বা দিমি, একই ব্যাপার। আমাদের দলে গভীরতা আছে। আমাদের দলের সুবিধা হল, পরে যে দু'জন পরিবর্ত হিসেবে নামবে, তাঁরাও ভয়ঙ্কর।‌' 

প্রথম ডার্বি বাগানের কাছে 'কেকওয়াক' ছিল। ভাঙাচোরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামতে হয়েছিল। ডার্বির ভোরে কলকাতায় পা রেখেই লাল হলুদের ডাগআউটে বসেন অস্কার ব্রুজো। কিন্তু এবার তাঁর কোচিংয়ে দল ঘুরে দাঁড়িয়েছে। শেষ দুটো ম্যাচ বাদ দিলে বাকিগুলোতে ভালই খেলেছে ইস্টবেঙ্গল। তাই এবারের ডার্বির আগে কি তিনি কিছুটা হলেও চাপে আছেন? ম্যাকলারেন বলেন, 'এই জার্সির একটা চাপ থাকেই। একইসঙ্গে গর্বের। ভাল মানের ফুটবল খেলার একটা চাপ থাকে। আমরা শীর্ষে আছি। ছোটবেলায় সেরা ক্লাবে খেলার স্বপ্ন ছিল। ভারতে এটাই সেরা দল। মোহনবাগান আমাকে এনেছে আরও সাফল্য দিতে। অবশ্যই আমি আরও গোল করতে চাই। তবে অন্য কেউ গোল করলেও আমার সমান আনন্দ হয়। কারণ ফুটবল টিমগেম। ব্যক্তির থেকে বড় প্রতিষ্ঠান।'

কলকাতায় পা রাখার পর একবার আরপিজি হাউজে সাংবাদিকদের মুখোমুখি হন অজি বিশ্বকাপার। তবে সেদিন বেশি বাক্যালাপের সুযোগ হয়নি। আনুষ্ঠানিকভাবে এটাই জেমির প্রথম সাংবাদিক সম্মেলন। খুব ভাল কথা বলেন। বর্তমানে তিন প্রধান মিলিয়ে যত ফুটবলার রয়েছে, তারমধ্যে কথায় সেরা বললে বোধহয় খুব একটা ভুল হবে না। তবে মাঠে এখনও সেরাটা দিতে পারেননি। এই মানের একজন ফুটবলারের থেকে প্রত্যাশা আকাশছোঁয়া। এদিন নিজেও সেটা মেনে নেন। ম্যাকলারেন বলেন, 'আমারও মনে হয় সেরাটা এখনও আসেনি। অবশ্যই আমি আরও গোল করতে চাই, অ্যাসিস্ট করতে চাই। আমি এখনও আইএসএলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে আমাদের দলের ডিফেন্ডাররা, মিডফিল্ডারাও গোল করছে। তাই আমার ওপর বাড়তি চাপ পড়ছে না। তবে অবশ্যই আমাকে আরও উন্নতি করতে হবে। আগের ম্যাচে শট পোস্টে লাগে। ভাগ্য সঙ্গ দেয়নি। তবে জেসনকে গোলের পাস বাড়ানো, গোল করার সমতুল্য।'

বাগান শিবিরে অজি ত্রয়ীকে নিয়ে বরাবরই আলোচনা বেশি। এদিন ম্যাকলারেনের ক্রিকেট যোগের কথা উঠে এল। মাস খানেক আগে একদিন মোহনবাগানের প্র্যাকটিসে ক্রিকেট অস্ট্রেলিয়ার জার্সি পরে এসেছিলেন। এদিন জানা গেল, মার্কাস স্টোইনিস তাঁর ছোটবেলার বন্ধু। কলকাতায় আসার আগে অজি ক্রিকেটারের থেকে টিপস পেয়েছিলেন জেমি। ম্যাকলারেন বলেন, 'ও আমার ছোটবেলার বন্ধু। আমাদের প্রায়ই কথা হয়। ভারতে আসার আগে ওর সঙ্গে কথা হয়েছিল। বলেছিল, ভারতীয়রা আবেগপ্রবণ। কলকাতায় খেলতে আমার ভাল লাগবে। আমরা একে অপরের সাফল্য কামনা করি। আগের ডার্বিতে গোল করার পর জাস্টিন ল্যাঙ্গার ফোন করে শুভেচ্ছা জানিয়েছিল।' মেলবোর্ন ডার্বি, স্কটল্যান্ড ডার্বিতেও খেলেছেন। কিন্তু কলকাতার ডার্বিকে সবার ওপরে রাখলেন বিশ্বকাপার। 


#Jamie MacLaren#Kolkata Derby#Mohun Bagan#ISL



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ইনস্টাগ্রামে রহস্যময় ছবি পোস্ট, ভক্তদের চিন্তায় ফেলে দিলেন জাদেজা...

আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, নাম লেখালেন এই তালিকায়...

ডার্বির আগে বড় ধাক্কা, দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না আনোয়ার ...

ডার্বির আগে বড় ধাক্কা, দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না আনোয়ার ...

অস্ট্রেলিয়া থেকে ফিরেই বৃন্দাবনে বিরাট-অনুষ্কা, শেষবার বৃন্দাবন থেকে ঘুরে আসার পর কোহলির কী হয়েছিল জানেন?...

বিবাহবিচ্ছেদের পথে চাহাল? অবশেষে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন তারকা স্পিনার...

দেশে ফিরলেন নীতীশ রেড্ডি, বিমানবন্দরে উপচে পড়ল জনতার ভিড়...

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল বেছে নিলেন প্রাক্তন ভারতীয় তারকারা, বাদ পড়লেন কে? ...

পিএসজির বিশাল টাকার অঙ্ক শুনে স্পেন ছাড়ছেন ইয়ামাল? বার্সা ফুটবলারের উত্তরে তোলপাড় ফুটবল দুনিয়া...

ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে...

ইস্টবেঙ্গলকে অস্তমিত সূর্যের সঙ্গে তুলনা টুটু বসুর, পাল্টা দিলেন লাল হলুদ কর্তা ...

দ্রোণাচার্যের কাছে পাঠ নিতে দক্ষিণ আফ্রিকা থেকে মুম্বই, প্রোটিয়াদের ক্রিকেটেও অবদান রোহিতের কোচ দীনেশ লাডের ...

দলে বারংবার আসা-যাওয়া, আকাশ দীপের টেস্ট কেরিয়ার নিয়ে সন্দিহান বোর্ড কর্তা...

'মাত্র তিনটি দল খেলে, এমন বিশ্ব কোথায়', দ্বিস্তরীয় টেস্ট ক্রিকেট নিয়ে প্রশ্ন স্মিথের ...

সন্তোষ জয়ীদের সংবর্ধনা ভবানীপুর ক্লাবের, দেওয়া হল তিন লক্ষ টাকার আর্থিক পুরস্কার ...



সোশ্যাল মিডিয়া



01 25