শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Students demonstrated against the transfer of their teachers

রাজ্য | 'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১০ জানুয়ারী ২০২৫ ১৭ : ১৮Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: জল ভরা চোখে ছোট ছোট হাত উঁচিয়ে ‘মানছি না মানব না’ স্লোগানে বিক্ষোভে সামিল খুদে পড়ুয়ারা। স্কুলের তিন শিক্ষকের অন্য স্কুলে বদলির প্রতিবাদে বিক্ষোভ দেখাল তারা। শুক্রবার তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি -১ গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট কার্জিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের গেটের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিদ্যালয় 'ভিলেজ এডুকেশন কমিটি'র সভাপতি সমীর গুহ। তাঁর হাতে ডেপুটেশন তুলে দেয় ছাত্র-ছাত্রীরা।

জানা গিয়েছে, তুফানগঞ্জের নাগুরহাট কার্জিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী ২০৮ জন। এত দিন এই স্কুলের শিক্ষক ছিলেন ৫ জন। তাঁদের মধ্যে ভারপ্রাপ্ত শিক্ষক নীতিকুমার সাহা রায় ২৫ বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। সহকারি দুই শিক্ষক সাধন প্রধান ও খগেশ্বর রায় ১৯ বছর ও ৫ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। পড়ুয়া ও স্থানীয়দের সঙ্গে তাঁদের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই স্কুলের তিন শিক্ষক অন্য স্কুলে শিক্ষকের নিয়োগপত্র হাতে পেয়েছেন। আর এই খবর চাউর হতেই গুঞ্জন শুরু হয় স্থানীয় মহলে। এদিন সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমায় পড়ুয়ারা। প্রশাসনিক এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে তারা।

এদিন বিক্ষোভ দেখানোর সময় ছাত্রছাত্রীদের সকলের চোখ ছলছল করছিল। তাদের মধ্যে চতুর্থ শ্রেণীর পড়ুয়া রাখি ব্যাপারী বলে, প্রিয় স্যারদের আমরা কোথাও যেতে দেব না। তৃতীয় শ্রেণীর পড়ুয়া প্রীতি রায় বলে, আমাদের স্কুল থেকে তিনজন স্যার অন্যত্র চলে যাচ্ছেন। তাতে আমাদের পড়াশোনার ক্ষতি হবে। তাই আমরা প্রিয় স্যারদের কোনমতেই স্কুল থেকে যেতে দেব না। সেজন্যই আমরা আন্দোলনে নেমেছি।

যদিও এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীতিকুমার সাহা রায় জানান, প্রায় ২৫ বছর ধরে পড়ুয়া ও স্থানীয়দের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। সিনিয়ারিটি হিসেবে প্রধান শিক্ষকের আবেদন করি। পড়ুয়ারা না যাওয়ার দাবি করছে। তবে প্রশাসনিক সিদ্ধান্তে মান্যতা দিতেই হবে। একই কথা জানিয়েছেন অন্য দুই শিক্ষক সাধন প্রধান ও খগেশ্বর দাস। পুরো বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত তথা বিদ্যালয়ের ভিলেজ এডুকেশন কমিটির সভাপতি সমীর গুহ বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে যাই। শিক্ষকদের বদলি রুখতে পড়ুয়ার আন্দোলন করছে। তাদের আন্দোলনের বিষয়টি উপর মহলে জানিয়েছি।


TufanganjSchoolStudent

নানান খবর

নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?

সোশ্যাল মিডিয়া