রবিবার ১৯ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Students demonstrated against the transfer of their teachers

রাজ্য | 'যেতে নাহি দিব', তিন শিক্ষকের বদলি আটকাতে সজল চোখে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ খুদে পড়ুয়াদের

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১০ জানুয়ারী ২০২৫ ১৭ : ১৮Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: জল ভরা চোখে ছোট ছোট হাত উঁচিয়ে ‘মানছি না মানব না’ স্লোগানে বিক্ষোভে সামিল খুদে পড়ুয়ারা। স্কুলের তিন শিক্ষকের অন্য স্কুলে বদলির প্রতিবাদে বিক্ষোভ দেখাল তারা। শুক্রবার তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি -১ গ্রাম পঞ্চায়েতের নাগুরহাট কার্জিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের গেটের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিদ্যালয় 'ভিলেজ এডুকেশন কমিটি'র সভাপতি সমীর গুহ। তাঁর হাতে ডেপুটেশন তুলে দেয় ছাত্র-ছাত্রীরা।

জানা গিয়েছে, তুফানগঞ্জের নাগুরহাট কার্জিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রী ২০৮ জন। এত দিন এই স্কুলের শিক্ষক ছিলেন ৫ জন। তাঁদের মধ্যে ভারপ্রাপ্ত শিক্ষক নীতিকুমার সাহা রায় ২৫ বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। সহকারি দুই শিক্ষক সাধন প্রধান ও খগেশ্বর রায় ১৯ বছর ও ৫ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। পড়ুয়া ও স্থানীয়দের সঙ্গে তাঁদের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই স্কুলের তিন শিক্ষক অন্য স্কুলে শিক্ষকের নিয়োগপত্র হাতে পেয়েছেন। আর এই খবর চাউর হতেই গুঞ্জন শুরু হয় স্থানীয় মহলে। এদিন সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমায় পড়ুয়ারা। প্রশাসনিক এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে তারা।

এদিন বিক্ষোভ দেখানোর সময় ছাত্রছাত্রীদের সকলের চোখ ছলছল করছিল। তাদের মধ্যে চতুর্থ শ্রেণীর পড়ুয়া রাখি ব্যাপারী বলে, প্রিয় স্যারদের আমরা কোথাও যেতে দেব না। তৃতীয় শ্রেণীর পড়ুয়া প্রীতি রায় বলে, আমাদের স্কুল থেকে তিনজন স্যার অন্যত্র চলে যাচ্ছেন। তাতে আমাদের পড়াশোনার ক্ষতি হবে। তাই আমরা প্রিয় স্যারদের কোনমতেই স্কুল থেকে যেতে দেব না। সেজন্যই আমরা আন্দোলনে নেমেছি।

যদিও এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নীতিকুমার সাহা রায় জানান, প্রায় ২৫ বছর ধরে পড়ুয়া ও স্থানীয়দের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। সিনিয়ারিটি হিসেবে প্রধান শিক্ষকের আবেদন করি। পড়ুয়ারা না যাওয়ার দাবি করছে। তবে প্রশাসনিক সিদ্ধান্তে মান্যতা দিতেই হবে। একই কথা জানিয়েছেন অন্য দুই শিক্ষক সাধন প্রধান ও খগেশ্বর দাস। পুরো বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত তথা বিদ্যালয়ের ভিলেজ এডুকেশন কমিটির সভাপতি সমীর গুহ বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে যাই। শিক্ষকদের বদলি রুখতে পড়ুয়ার আন্দোলন করছে। তাদের আন্দোলনের বিষয়টি উপর মহলে জানিয়েছি।


#Tufanganj#School#Student



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

মক ফায়ার ড্রিলের আয়োজন করল আইওসিএল, সচেতনতা তৈরি করতে উদ্যোগ...

মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, চলছে জোর তৎপরতা...

গাড়ির মধ্যে লুকিয়ে ছিনতাই না অপহরণের ছক? যুবককে আটক করে তদন্ত শুরু পুলিশের ...

বাড়ির মধ্যেই গর্তে পড়ল শিশু, অনেক পরে নজরে পড়ল পরিবারের, খুদের মর্মান্তিক পরিণতি জানলে আঁতকে উঠবেন...

ভারতীয় ভুখণ্ডে ঢুকে বাংলাদেশি লুটেরাদের ফসল লুঠের চেষ্টা, বিএসএফকে লক্ষ্য করে বোমা, তারপর?...

অতর্কিতে ঢুকে স্বাস্থ্যকর্মীর গলায় কোপ, হইহই কাণ্ড হাসপাতালজুড়ে...

ভাসুরের নাবালক ছেলেকে নিয়ে দিনের পর দিন উদ্দাম যৌনক্রিয়া, গ্রেপ্তার কাকিমা...

গঙ্গাসাগরে লক্ষ্মীলাভ পূর্ব রেলেরও, মেলার পাঁচ দিনে কত আয় হল? জানলে চমকাবেন...

কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে ৭২ ঘণ্টা পর পুলিশের জালে এক, পরিত্যক্ত বাড়ি থেকে গ্রেপ্তার জাকির...

কাঁটাতারের বেড়ায় ঠনঠন করে কাচের বোতলের আওয়াজ, সীমান্তে বড় পদক্ষেপ বিএসএফের ...

সজোরে গাড়ির ধাক্কা, জাতীয় সড়কে লুটিয়ে পড়ল চিতাবাঘ! ফাঁসিদেওয়ায় হাড়-হিম কাণ্ড...

পোষ্য কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করতে গিয়ে বাজারে গ্রেপ্তার এক...

জাল নোট ছাপার কারিগর গ্রেপ্তার দুবরাজপুরে, উদ্ধার বিভিন্ন সংস্থার লটারির টিকিট...

বিধায়ককে সেভাবে দেখা যায় না, বলাগড়ে গঙ্গা ভাঙন পরিদর্শনে গিয়ে বললেন সাংসদ রচনা ব্যানার্জি...

খবরের দাম ২ লক্ষ, গুলি কাণ্ডের 'খলনায়ক' সাজ্জাক-এর বিষয়ে পুরস্কার ঘোষণা পুলিশের ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



01 25