শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ২০ মে ২০২৪ ১৪ : ৩৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার নতুন ওসি হলেন বীরভূমের সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস এবং পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার নতুন ওসি হলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে সাব ইন্সপেক্টর পদে কর্মরত রনজিৎ বিশ্বাস। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, সোমবার দুপুর একটা থেকে নতুন পদে বহাল হলেন জয়ন্ত দাস এবং রনজিৎ বিশ্বাস।
উল্লেখ্য, রবিবারই ভোটের মধ্যে অপসারিত হন চার পুলিশ অফিসার। কমিশনের নির্দেশ অনুযায়ী সরানো হয় পুরুলিয়ার পুলিশ সুপার আইপিএস অভিজিৎ ব্যানার্জিকে। সরানো হয় পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ের এসডিপিও দিবাকর দাসকে এবং পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক ও পূর্ব মেদিনীপুরের পটাশপুর থানার ওসি রাজু কুন্ডুকে।
এদের প্রত্যেককে আপাতত নির্বাচন সংশ্লিষ্ট কাজ থেকে দূরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে।