আজকাল ওয়েবডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে একাধিক মিম তৈরি হয়েছে। নেটিজনেরা মজা এই জুটির নাম দিয়েছে মেলোডি। সম্প্রতি নিখিল কামাথের সঙ্গে একটি পডকাস্টে মেলোডি মিম নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই রাষ্ট্রনেতার একটি মিম ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভারতের প্রধানমন্ত্রী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে মজাও করেছিলেন নেটিজেনরা। ‘পিপল’ সিরিজের একটি পডকাস্টে কামাথ প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালির সম্পর্ক নিয়ে মজার ছলে বলেন, ‘আমার প্রিয় খাবার পিৎজা। আর পিৎজা তো ইতালির খাবার। সবাই বলে আপনি ইতালির বিষয়ে অনেক কিছু জানেন। আপনি কিছু বলতে চান’?

 

এর পাশাপাশি কামাথ প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন তিনি মেলোডি সংক্রান্ত মিমগুলো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিনা। প্রধানমন্ত্রী মোদি হাসিমুখে জানান, ‘ও তো চলতেই থাকে। আমি এসব করে আমার সময় নষ্ট করি না’। ‘মেলোডি’ মিমটি গত বছরের সেপ্টেম্বরে ইতালিতে জি-৭ সামিটের একটি ভিডিওর পর ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদি এবং জর্জিয়া মেলোনি হাসি-ঠাট্টায় মেতে আছেন। সামিটের পর মেলোনি একটি সেলফি ভিডিও শেয়ার করে লেখেন, ‘মেলোডি টিমের পক্ষ থেকে শুভেচ্ছা’। প্রধানমন্ত্রী মোদি সেই পোস্টে উত্তর দিয়ে লিখেছিলেন, ‘ভারত-ইতালির বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’। তবে এই মেলোডি মিমের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে এসেছে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল।