আজকাল ওয়েবডেস্ক: মানুষ স্বপ্ন দেখে। এবার সেই স্বপ্ন দেখেই এক মহিলা লটারিতে জিতলেন ৪০ লক্ষ টাকারও বেশি। ঘটনাটি মেরিল্যান্ডের।মজার বিষয়, ওই মহিলা প্রকাশ করেছেন, জেতা টিকিটের নম্বরগুলি টিকিট কেনার আগেই স্বপ্নে তার কাছে উপস্থিত হয়েছিল। বিষয়টি শুনে চোখ কপালে উঠলেও বাস্তবে ঘটেছে এমনটাই। ওই মহিলা লটারি কর্তৃপক্ষকে জানিয়েছেন, তিনি মাঝেমধ্যেই স্বপ্ন দেখেন। ডিসেম্বরে তিনি স্বপ্ন দেখেন নির্দিষ্ট কিছু নম্বরের টিকিট কাটার। সেই নম্বরগুলি ব্যবহার করেই তিনি লটারির দোকান থেকে পাঁচটি টিকিট কাটেন। খেলার ফল বেরোলে দেখা যায় তাতেই মিলেছে পুরস্কার।
সেই পুরস্কার জেতার অনুভূতি কেমন ছিল? মহিলার স্বামী শেয়ার করেছেন সেকথাও। তিনি জানিয়েছেন, প্রথমে তিনি বিশ্বাসই করেননি। পরে তাঁর স্ত্রী লটারি জিতলে তিনি অবাক হয়ে যান। তবে এই বিপুল পরিমাণ টাকা জেতার পর ওই ভদ্রমহিলা তাঁর নাতি নাতনিকে বড়দিনের উপহার দেন। জানা গিয়েছে, তিনি প্রথম নন, এর আগে এরকম একই ঘটনা ঘটেছে সিঙ্গাপুরেই। সেখানকার একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি গত ২৪ নভেম্বর একটি লাকি ড্র-তে এক মিলিয়ন ডলার জিতেছিলেন। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা প্রায় ৮.৪৫ কোটি টাকা। রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি।
তবে এভাবে স্বপ্নাদেশ পেয়ে লটারি জেতা এই প্রথম। অনেকেই বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে লটারির টিকিট কাটেন। কারও ভাগ্যে শিকে ছেঁড়ে, কারও ভাগ্যে নয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই আলোড়ন ফেলেছে একাধিক মহলে।
