আজকাল ওয়েবডেস্ক: সদ্য বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হয়েছে। সিরিজ চলাকালীন রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছেন। রোহিত শর্মার অবসর নিয়ে চর্চা চলছে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্র জাদেজার একটি পোস্ট আলোড়ন ফেলে দিয়েছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জার্সির একটি স্টোরি শেয়ার করেছেন ভারতীয় অলরাউন্ডার। সেই পোস্ট এক্সেও ছড়িয়ে পড়ছে। এই পোস্টে ফ্যানরা অবাক। অনেকেই জাড্ডুকে পাল্টা প্রশ্ন করছেন। অনেকেই আবার ধরেই নিয়েছেন, তিনি টেস্টে থেকে অবসর ঘোষণা করছেন। একজন ভক্ত লেখেন, 'এটা কিসের ইঙ্গিত?' আরেকজন সরাসরি তাঁকে অবসরজীবনের শুভেচ্ছা জানান। বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গেই টি-২০ ক্রিকেট থেকে অবসর নেন জাদেজা। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ জয়ের পর অবসর ঘোষণা করেন। তবে টেস্ট ক্রিকেট এবং একদিনের ক্রিকেটে খেলছেন।
বিরাট, রোহিতের মতোই অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হন জাদেজা। অলরাউন্ডার হিসেবে সাফল্য পাননি। তিন টেস্টে মাত্র ৪ উইকেট নেন। ব্যাট হাতে মাত্র ১৩৫ রান করেন। গড় ২৭। তাঁর পারফরম্যান্সও আতসকাঁচের নীচে। বোর্ডের নির্বাচক কমিটি তাঁর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে। এখন থেকেই ২০২৭ বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরি করা হবে। শক্তিশালী ভীত গড়তে চান গৌতম গম্ভীর। কয়েকজন নতুন প্লেয়ারকে সুযোগ দিতে চান টিম ইন্ডিয়ার হেড কোচ। চলতি মাসের তৃতীয় সপ্তাহে শুরু ইংল্যান্ড সিরিজ। মোট আট ম্যাচের একদিনের এবং টি-২০ সিরিজ খেলবে ভারত। এরপর দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে টিম ইন্ডিয়া। এরমধ্যেই ঘোষণা করা হবে ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল।
