শনিবার ১১ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৯ মে ২০২৪ ১৫ : ৩২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালির ঘটনা আসলে বিজেপির চক্রান্ত। এই ঘটনা বিশদে তুলে ধরতে এবার নির্বাচনে কমিশনে গেল তৃণমূল। দিল্লিতে কমিশনের সদর দপ্তরে গেলেন তৃণমূলের রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ। কিছুদিন আগেই সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের একটি স্টিং ভিডিও ভাইরাল হয়। এর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
এখানে বলতে শোনা যায়, সন্দেশখালির ঘটনা আসলে শুভেন্দু অধিকারীর পরিকল্পনা ছিল। এই ঘটনার পর থেকেই কার্যত ব্যাকফুটে বিজেপি। তাদের তরফে বলা হয়, এই ভিডিও সাজানো। তবে তা ধোপে টেকেনি। নির্বাচনী প্রচারে এই ভিডিওকে ইস্যু করেছে তৃণমূল। আর এবার এই প্রসঙ্গেই কমিশনে গেল রাজ্যের শাসক দল। পাশাপাশি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও কমিশনের দ্বারস্থ হতে পারে তৃণমূল। তাঁর বিরুদ্ধে অশালীন শব্দ প্রয়োগ করার অভিযোগ উঠেছে।