আজকাল ওয়েবডেস্ক: সিডনি টেস্টে মাইলস্টোন ছোঁয়ার মুখে ছিলেন। দ্বিতীয় ইনিংসে প্রসিদ্ধ কৃষ্ণর বল তাঁর ব্যাটে লেগে তৃতীয় স্লিপে যশস্বী জয়েসওয়ালের হাতে যেতেই থমকে দাঁড়িয়ে পড়েন। আউট হয়ে গিয়েছেন, যেন বিশ্বাসই করতে পারছিলেন না। আর মাত্র ১ রান দরকার ছিল। তাহলেই টেস্টে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলতেন। কিন্তু সেটা অধরা থেকে যায়। ৯৯৯৯ রানের মাথায় আউট হওয়ার পাঁচদিন পর নিজের অনুভূতির কথা জানান স্মিথ। তিনি বলেন, 'মাত্র এক রান। তখন বেশ খারাপ লেগেছিল। মেনে নিতে পারছিলাম না। ঘরের মাঠে পরিবার, বন্ধু বান্ধবদের সামনে মাইলস্টোনে পৌঁছতে পারলে আমার ভাল লাগত। আশা করছি গলে এক রান করে ফেলতে পারব। আমার মনে হয় আমি একটু বেশিই চাপ নিয়ে ফেলেছিলাম। সেই কারণেই এক রান বাকি থাকতে আউট হয়ে যাই। আর চাপ নেব না।'
বিশ্বের ১৫তম এবং অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে এই নজির গড়বেন স্মিথ। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনিই দলকে নেতৃত্ব দেবেন। এর আগেও ৯৯৯৯ রানে আউট হওয়ার নজির রয়েছে। মাহেলা জয়বর্ধনেও এক রান দূরে থেমে গিয়েছিলেন। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে আউট হয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক।
