শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ০২ মে ২০২৪ ১৩ : ৫৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে চলছে তীব্র তাপপ্রবাহ। তেলেঙ্গানায় ভোটের সময়সীমা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। তেলেঙ্গানায় ভোট হবে ১৩ মে। সাধারণ নির্বাচনের সময়সীমা সকাল ৭টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত। তবে ভোটারদের কথা ভেবে সেই সময়সীমা বাড়ানো হল ১ ঘন্টা। অর্থাৎ সন্ধে ৬ টার পরিবর্তে ৭ টা পর্যন্ত ভোট দেওয়া যাবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যেভাবে দেশের বিভিন্ন অংশে গরমের বাড়বাড়ন্ত চলছে। সেদিক থেকে বিচার করে যাতে সমস্ত ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারেন তাই এই ব্যবস্থা করা হল। তেলেঙ্গানায় ১৭ টি আসনেই ভোটের সময়সীমা বাড়ানো হল। সাতদফার নির্বাচনে তেলেঙ্গানায় ভোট হবে ১৩ মে চতুর্থ দফায়। হাওয়া অফিসের সতর্কবার্তার পরই এই ব্যবস্থা গ্রহণ করল নির্বাচন কমিশন। বেশিরভাগ দলই এখন তাঁদের নির্বাচনী প্রচার, জনসংযোগ বিকেলের দিকে করছেন। সেদিকেও নজর রয়েছে নির্বাচন কমিশনের। প্রসঙ্গত, ২০১৯ নির্বাচনে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ৯ টি আসন জিতেছিল। বিজেপি জেতে ৪ টি আসন এবং কংগ্রেসের হাতে আসে ৩ টি আসন।