শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ৩০ এপ্রিল ২০২৪ ১৪ : ৫১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত শক্তিপুরে বিজেপি প্রার্থী ডাঃ নির্মল সাহার সমর্থনে মঙ্গলবার একটি জনসভা করতে এসে রামনবমীর সময় রাজ্যে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ার জন্য তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি তারকা প্রচারক তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রামনবমীর দিন একটি শোভাযাত্রাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদের শক্তিপুর, রেজিনগর এবং বেলডাঙা এলাকা। শক্তিপুরে দুষ্কৃতীদের হামলায় আহত হন অনেকে। এদিন জনসভায় যোগী সেই ঘটনার কথা টেনে এনে বলেন, ‘উত্তরপ্রদেশে রামনবমী এবং নবরাত্রিতে কোনও অশান্তি হয় না। কিন্তু বাংলায় রামনবমীর সময় হিংসা ছড়াল কেন? পশ্চিমবঙ্গের সরকারের কাছে আমার এই প্রশ্ন রইল।’
যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘দুষ্কৃতীদের বিরুদ্ধে বাংলার সরকার কোনও ব্যবস্থা নেয়নি। এই ঘটনা উত্তরপ্রদেশে হলে দুষ্কৃতীদের উল্টো করে টাঙিয়ে ঠিক করে দিতাম। এমন হাল করতাম যাতে এদের সাত প্রজন্ম ভুলে যেত অশান্তি কেমন করে করতে হয়।’
বিজেপির তারকা প্রচারক যোগী অভিযোগ করেন, ‘বাংলাকে হিন্দুবিহীন করার ষড়যন্ত্র চলছে। এই রাজ্যে পরিকল্পিতভাবে অনুপ্রবেশকারী ঢুকিয়ে হিন্দুদের সংখ্যা কমানোর চেষ্টা চলছে। তৃণমূল এবং কংগ্রেস জোট মাফিয়া এবং অপরাধীদের পশ্চিমবঙ্গে সংরক্ষণ দিচ্ছে।’ সন্দেশখালি প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, ‘বাংলা একসময় ভারতবর্ষকে সংস্কৃতিতে, নবজাগরণে দিশা দেখিয়েছিল। এই রাজ্য এখন দিশাহীন, রক্তাক্ত। এই বাংলাকে এখন হিংসার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’
তাঁর কথায়, ‘সাত বছর আগে উত্তরপ্রদেশেরও বাংলার মতো হাল ছিল। কিন্তু গত সাত বছরে উত্তরপ্রদেশে কোনও হিংসা হয়নি। কারফিউ জারি করা হয়নি। সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা সকলে পাচ্ছেন। কিন্তু মোদিজির কোনও প্রকল্প এখানে চালু করতে দেওয়া হয় না।’ যোগীর দাবি, ‘এবছর লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনেই বিজেপি জিতবে।’
এদিকে, যোগী আদিত্যনাথের তোলা অভিযোগের জবাবে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, ‘উত্তরপ্রদেশ থেকে ১০ জন যোগী এলেও এখানে হিন্দু–মুসলিম সম্প্রীতি নষ্ট করতে পারবে না।’ তাঁর কথায়, ‘বিজেপি এই রাজ্যে কোনওদিনই ক্ষমতায় আসতে পারবে না। মমতা ব্যানার্জির পর এই রাজ্যে যদি কেউ মুখ্যমন্ত্রী হন তিনি অভিষেক ব্যানার্জি। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে অর্ধেকের বেশি আসনে বিজেপি এবার জিততে পারবে না।’
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
বছর শেষের আগে ধেয়ে আসছে হাড়কাঁপানো শীত? বড়সড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর...
নতুন বছরের ছুটিতে ঘুরে আসতে পারেন এই গ্রামে, মন যাবে জুড়িয়ে...
প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন, একাধিক রদবদলের কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্যদ...
নাগাল মিলছে না জিনাতের, পুরুলিয়ার মানুষ শিউরে উঠছেন ২০১৫-এর কথা মনে করে ...
নেই চিকিৎসক, কম্পাউন্ডারই রোগী দেখেন সাহেবখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ...
কীরকম ছিল সুলতানি আমলের স্নানাগার? উত্তর পেতে যেতে হবে মালদায়...
অনুপ্রবেশ হতে পারে সীমান্তের এই ১০টি গ্রাম দিয়ে, আশঙ্কায় মুড়ে দেওয়া হল সিসিটিভি ক্যামেরায়...
অভিষেক ব্যানার্জির নাম করে কালনার পুর-চেয়ারম্যানকে ফোনে হুমকি! ৫ লাখ দাবি, গ্রেফতার ৩ ...
কেমন আছেন স্নাতকোত্তর চিকিৎসকরা? খোঁজ নিতে হাসপাতালে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি ...
নিজের বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান, মাথাভাঙার ঘটনা...
বর্ষ শেষে দু'দিন বন্ধ থাকবে যশোর রোড, ভোগান্তির আশঙ্কা...
মুর্শিদাবাদে রেল লাইনে 'নাশকতার' ছক! ধৃত ২ যুবক ...
বড়দিনের রাতে বেপরোয়া গাড়ি, দোকান ভেঙে পরপর ধাক্কা বাইক-সাইকেলে, গতির বলি দুই...
আদিবাসী সংস্কৃতিকে তুলে ধরতে ফ্যাশন শো, র্যাম্পে হাঁটলেন রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি...
বড়দিনে ছাড়িয়ে গেল এবছরের সব রেকর্ড, আলিপুর থেকে দার্জিলিংয়ের চিড়িয়াখানা, কত ভিড় হল জানেন?...
বড়দিনে ঘরে মোবাইল ফোনের সঙ্গে নয়, সময় কাটুক মাঠে ,অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের ...
অশান্তি-উত্তেজনার মাঝেই বড়দিনের শুভেচ্ছা বিনিময় ভারত-বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর...