বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ৩০ এপ্রিল ২০২৪ ১২ : ৪৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কংগ্রেস শাসিত সরকারকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি এবং এনডিএ প্রার্থী প্রজ্বল রেভান্নর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগের ভিডিও ভাইরাল হয়েছে। অমিত শাহ বলেন, বিজেপি এই ঘটনার নিন্দা করেছে। এই ধরণের ঘটনা মেনে নেওয়া যায় না। কংগ্রেস সরকার কেন এখনও এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি ? এটা নিয়ে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারে না। এটা রাজ্যের বিষয়। রাজ্য এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অমিত শাহ আরও বলেন, এই ঘটনাকে এড়িয়ে যাওয়া না। কেন কংগ্রেস শাসিত সরকার এবিষয়ে পদক্ষেপ গ্রহণ করেনি। প্রিয়াঙ্কা গান্ধীর উচিত কংগ্রেসর শাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপ মুখ্যমন্ত্রীকে এবিষয়ে প্রশ্ন করা। প্রজ্বল রেভান্ন কর্ণাটকের সাংসদ ছিলেন। চলতি লোকসভা নির্বাচনেও তিনি নির্বাচনে লড়ছেন। তবে কেন তাঁকে ছাড় দেওয়া হচ্ছে, প্রশ্ন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। যদিও কর্ণাটক সরকার সিট গঠন করে এবিষয়ে তদন্ত শুরু করেছে। বর্তমানে প্রজ্বল ভারতের বাইরে রেয়েছেন। তাঁকে অবিলম্বে দেশে ফেরার বিষয়টি দেখা হচ্ছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে প্রজ্বল রেভান্ন।