শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

Vicky Kaushal expresses his enthusiasm on satyajit ray s movie nayak s re release while promoting his upcoming movie chhaava in Kolkata

বিনোদন | Exclusive: “ইস্‌, এই ছবি বড়পর্দায় দেখার যদি সুযোগ পেতাম...” ‘নায়ক’- এর পুনর্মুক্তির খবরে উচ্ছ্বসিত ভিকি আর কী বললেন?

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ৩০Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: প্রায় ছয় দশক পর এবার ফের একবার বড়পর্দায় পা রাখতে চলেছেন 'নায়ক'! ছবির পুনরুদ্ধার করা ঝকঝকে সংস্করণটি দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহ 'প্রিয়া'তে ইংরেজি সাবটাইটেল সহ প্রদর্শিত হবে। আগামী ২১ ফেব্রুয়ারি ফের মুক্তি পাবে সত্যজিৎ-উত্তম জুটির এই বিখ্যাত ছবি। তার পরের এক সপ্তাহ জুড়ে প্রতিদিন প্রদর্শিত হবে ‘নায়ক’।  বাংলার তো বটেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আলোচিত সত্যজিতের এই কাজ। ছবির মুখ্য চরিত্রে ছিলেন উত্তমকুমার এবং শর্মিলা ঠাকুর। ‘নায়ক’-কে অনেকেই সত্যজিৎ রায়ের সেরা ছবির তালিকায় রাখেন। ‘ছাবা’র প্রচারের সুবাদে কলকাতায় ঝটিকা সফরে এসে সে খবর কানে পৌঁছল ভিকি কৌশলের। একান্ত আড্ডায় আজকাল ডট ইন-কে ভিকি কৌশল কথা বললেন নায়ক ও সত্যজিৎ রায়কে নিয়ে। 

 

 

বড়পর্দায় 'নায়ক'-এর ফের মুক্তি পাওয়া নিয়ে তিনি যে বেশ উচ্ছ্বসিত, তা লুকোনোর কোনও চেষ্টাই করলেন না ভিকি। জানালেন, এই ছবি তিনি দেখেছেন একাধিকবার। ‘ছাবা’ নায়কের কথায়, “সত্যজিৎ রায় আমাদের দেশের চলচ্চিত্র জগতের প্রাণপুরুষ। এই দেশে যেকোনও পরিচালক থেকে অভিনেতা সবার চেতনে হোক অথবা অবচেতনে ‘রে’ বিরাজ করেন। তাঁর পরিচালিত এই ছবির সেই টাকার পাহাড়ের মধ্যে নায়কের তলিয়ে যাওয়ার বিখ্যাত দৃশ্য তো এই কয়েক বছর আগেও সুপারম্যানের ‘ম্যান অফ স্টিল’ ছবিতেও একটু এদিক ওদিক করে ব্যবহৃত হয়েছে। সাধে কী আর বলা হয়, রে-এর তৈরি সব ছবি কেন এত কালজয়ী। জানেন, ‘নায়ক’ আমি বেশ কয়েকবার দেখেছি। আমার অন্যতম প্রিয় ছবি। তার উপর উত্তম কুমারের ওই অভিনয়! শর্মিলা ম্যাম-ও কী অদ্ভুত ভাল কাজ করেছিলেন। 

 

" ‘মাসান’ ছবির শুটিংয়ে ছবির পরিচালক নীরজ ঘেওয়ান ও আমি পাশাপাশি বসে ‘নায়ক’ যেমন দেখেছিলাম, তেমনই দেখেছিলাম সত্যজিতের অন্যান্য ছবি-ও । অনেকেই জানেন না, সত্যজিৎ রায় বলতে নীরজ ঘেওয়ান একেবারে অজ্ঞান।” এরপরেই তাঁর গলায় উঠে আসে খানিক আফসোস, “ইস্‌, এই ছবি বড়পর্দায় দেখার যদি সুযোগ পেতাম...”  অল্প দীর্ঘশ্বাস ফেলেই হাসি খেলে যায় বলি-নায়কের মুখে –“যাই হোক, খুব আনন্দের খবর সত্যজিতের এই ছবি বড়পর্দায় আবার সুযোগ পাবেন কলকাতার মানুষ। আপনাদের জন্য হিংসেও হচ্ছে, আবার আনন্দও।” কথা শেষে প্রতিবেদকের উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন ভিকি, “আপনি নিশ্চয়ই দেখবেন বড়পর্দায় দেখবেন ‘নায়ক’?” ‘হ্যাঁ’ জবাব পেতেই একগাল দুষ্টু হাসি হেসে ভিকি বলে ওঠেন, “আমিও তাহলে টুক করে চলে আসি দেখতে? কী বলেন?”

 

 

‘প্রিয়া’র কর্ণধার অরিজিৎ দত্ত আজকাল ডট ইন-কে জানালেন, শুধু ‘নায়ক’ নয়, বরং সত্যজিতের অরণ্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী এবং গুপী গাইন বাঘা বাইন- এর ঝকঝকে সংস্করণ দেখানো হবে।  এও জানালেন, অরণ্যের দিনরাত্রি-র সেই নয়া সংস্করণ ইতিমধ্যেই চলে এসেছে, তাঁর হাতে। চলতি বছরে বিভিন্ন সময়ে পুনর্মুক্তি পাবে সত্যজিতের তৈরি এইসব ছবি। ২১ ফেব্রুয়ারি 'নায়ক'-এর পুনর্মুক্তির দিন সন্দীপ রায়, ললিতা রায় সহ গোটা রায় পরিবারকে আমন্ত্রণ জানানোর যে পরিকল্পনা রয়েছে তাঁর, জানালেন সেকথাও। 

 


‘নায়ক’-এর গল্প আবর্তিত হয় একজন প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র অভিনেতা অরিন্দম মুখোপাধ্যায় (উত্তমকুমার) এবং সাংবাদিক অদিতি সেনগুপ্তকে (শর্মিলা ঠাকুর) কেন্দ্র করে। জাতীয় পুরস্কার গ্রহণ করার জন্য কলকাতা থেকে দিল্লির ট্রেনে ওঠেন অরিন্দম। সেই ট্রেন যাত্রায় তাঁর সঙ্গে দেখা অদিতির। তরুণ সাংবাদিকের কাছে তাঁর জীবনের নানান ঘটনার কথা বলার সময় একে একে তাঁর ভুল, নিরাপত্তাহীনতা এবং পরবর্তী সময় হওয়া নিজের অনুশোচনা প্রকাশ করে ফেলে অরিন্দম। ট্রেন যত এগোয়, পেঁয়াজের খোসার মতো একে একে খুলে পড়তে থাকে নায়কের জৌলুসভরা 'ইমেজ'।  ধীরে ধীরে ফুটে ওঠে তাঁর দুঃখ, স্বপ্ন, কষ্ট, হাহাকার-এককথায় মানবিক দিকগুলো। ছবি জুড়ে অরিন্দমের জীবনের টুকরো ঘটনা ফ্ল্যাশব্যাক এবং স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায় অদিতির পাশাপাশি দর্শকের কাছেও। দিল্লিগামী ট্রেন প্রান্তিক প্ল্যাটফর্ম ছুঁয়ে ফেলার আগে অদিতি বুঝতে পারে বাংলার জনপ্রিয়তম এবং সবথেকে বড় চলচ্চিত্র নায়কের মুখোশের পিছনে অরিন্দম একজন সাধারণ মানুষ, সহজ মানুষ। খানিক দুঃখী-ও।


#NayakMovie# SatyajitRay#VickyKAushal#NayakReRealese#Chhaava#Kolkata



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

‘ছাবা’র বাদ পড়া বিতর্কিত নাচের দৃশ্যের মাধ্যমে কী বার্তা দিতে চেয়েছিলেন? আজকাল ডট ইন-এরর প্রশ্নে অকপট ভিকি! ...

'মুখের উপর দরজা বন্ধ করে...'! মমতার সঙ্গে 'করণ-অর্জুন'র শুটিং ফ্লোরে কী করেছিলেন শাহরুখ-সলমন? ...

জগন্নাথ বসু এবং ঊর্মিমালা বসুও থাকছেন 'আমার বস'-এ, কেমন লাগল রাখি গুলজারের সঙ্গে অভিনয় করে? শুনল আজকাল ডট ইন...

নন্দিতা- শিবপ্রসাদের হাত ধরে বড়পর্দায় জয় গোস্বামী, প্রচেত গুপ্ত, স্মরণজিৎ চক্রবর্তী, তিলোত্তমা মজুমদার; কেমন ছিল ...

'অল্প সময় ক্যামেরার সামনে থেকেও পারিশ্রমিক পেয়েছি'- নন্দিতা-শিবপ্রসাদের 'আমার বস'-এ অভিনয় করে আর কী ...

ফেডারেশনের তরফে মেলেনি ইতিবাচক সাড়া, টলিপাড়া থেকে স্বেচ্ছা-নির্বাসনের ঘোষণা পরিচালকদের! ...

সলমনের মনমতানো অভিনয়ের গোপন রেসিপি কী জানেন? খোঁজ দিলেন সূরয বারজাতিয়া ...

নৈনিতাল লন্ডভন্ড করে এবার কলকাতায় 'বলরাম কান্ড'! জমজমাট গার্গী-রজতাভর নতুন ছবির ঝলক মুক্তি অনুষ্ঠান...

৬০ বছরে এসে জীবনে নতুন প্রেম! কী নাম আমিরের প্রেমিকার? শরিফুলই দোষী, চিনিয়ে দিলেন সইফের কর্মীরা...

মে মাস মানেই নন্দিতা-শিবপ্রসাদের ধামাকা? মে মাস কেন পছন্দ জানালেন পরিচালক নিজেই...

মিলল না সমাধান, ফেডারেশনের তরফে বৃহস্পতিবারের মধ্যে সাড়া না পেলে শুক্রবার থেকেই কর্মবিরতির ডাক পরিচালক সংগঠনের...

'সিনড্রেলা' এল ঘরে, বাবা হওয়ার আনন্দের মুহূর্ত আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন সপ্তক সানাই ...

শাহরুখের হাত ধরে বড়পর্দায় রাজকুমার? কোন ছবিতে তাঁর গলায় ফের শোনা যাবে ‘জানি’ সংলাপ? ...

আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ অনিল, তুলনা করলেন কোন কিংবদন্তি বলি-পরিচালকের তুলনা অনিল কাপুরের?...

২২ বছর পার, আরিয়ান ও ইব্রাহিমকে নিয়ে তৈরি হবে ‘কাল হো না হো’র সিক্যুয়েল? ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



02 25