শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | ‘ছাবা’র বাদ পড়া বিতর্কিত নাচের দৃশ্যের মাধ্যমে কী বার্তা দিতে চেয়েছিলেন? আজকাল ডট ইন-এরর প্রশ্নে অকপট ভিকি!

Rahul Majumder | | Editor: Syamasri Saha ০৭ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ২২Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: কলকাতায় ঝটিকা সফরে হাজির ভিকি কৌশল।  ‘ছাবা’র প্রচারের সুবাদেই। দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় প্রেক্ষাগৃহে এদিন সাংবাদিকদের মুখোমুখি হলেন বলি-নায়ক। নির্ধারিত সময়ের প্রায় দু'ঘন্টা পরে। অনুষ্ঠানে হাজির হয়েই অবশ্য করজোড়ে দেরি হওয়ার জন্য ক্ষমাপ্রার্থনা করলেন ভিকি। সঙ্গে মিষ্টি করে বলে উঠলেন, “আমাকে ক্ষমা করবেন, দেরি হয়ে গেল অনেকটাই। আপনারা এতক্ষণ আমার জন্য অপেক্ষা করে রয়েছেন দেখে আমি অভিভূত।”

এরপর পর্দায় শুরু হল ছবির ঝলক। একমনে সবটা দেখলেন ভিকি। দেখে উঠে এতটুকুও হোঁচট না খেয়ে বাংলায় প্রশ্ন করলেন, “গায়ে কাঁটা দিল?” চমকের বাকি ছিল আরও। ‘ছাবা’র নায়ক জানালেন, তিনি বেশ কিছু বাংলা কথা শিখেছেন।এরপরই ভাঙা ভাঙা বাংলায় একবারও হোঁচট না খেয়ে ভিকি বলে গেলেন, “নমস্কার কলকাতা। কলকাতায় এসে খুব ভাল লাগছে। কেমন আছেন? আমার ছবি আসছে ‘ছাবা’। পরিবার ও বন্ধুদের নিয়ে তাড়াতাড়ি যান। কারণ এ বছর ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবস নয়, ছাবা দিবস!”

 

এরপর ‘ছাবা’ প্রসঙ্গে ভিকি জানান এই ছবির জন্য সাত মাস ধরে প্রস্তুতি সেরেছিলেন। বহুদিন এমনও হয়েছে পরিচালক লক্ষ্মণ উটেকরের সঙ্গে ৪-৫ ঘন্টাধরে তিনি ছত্রপতি শম্ভাজি মহারাজকে নিয়ে আলোচনা করে গিয়েছেন। পড়াশোনা করেছেন সময় পেলেই। বুঝতেন চেষ্টা করেছেন 'ছাবা'কে। মনে গাঁথতে চেয়েছেন সেই সময়কালটাকে। এই চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ২৫ কেজি ওজন বাড়িয়েছেন, সুডৌল করেছেন প্রতিটি মাংসপেশি। আরও বলেন, “মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি মহারাজ, ছত্রপতি শম্ভাজি মহারাজকে ঈশ্বরের তুল্য মানা হয়। তাই প্রথমে এই ছবির প্রস্তাব পেয়ে খানিক ভয়-ই পেয়েছিলাম, তবে এটুকু বলতে পারি নিজের সবটুকু দিয়েছি এই ছড়িটিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে। আর একটা কথা বলি, ছবির সেট তৈরি করা হয়েছিল অবিকল সেই সময়ের প্রাসাদের মতো। দেওয়ালের কারুকার্য থেকে খুঁটিনাটি, টুকিটাকি জিনিস কিচ্ছু বাদ যায়নি। যখন সেটে শম্ভাজি মহারাজ সেজে ওই সিংহাসনে বসতাম, আবেগে কেঁদে ফেলতাম। একটি অদ্ভুত অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই এই মওকায়। ১৬৮১ সালের ১৬ জানুয়ারি ছত্রপতি শম্ভাজি মহারাজের রাজ্যাভিষেক হয়েছিল। ৩৫০ বছর পর ২০২৪-এর ১৬ জানুয়ারির দিনেই 'ছাবা'তে শিডিউল পড়েছিল শম্ভাজি মহারাজের রাজ্যাভিষেকের! ভাবতে পারেন? মনে হয়েছিল, উনি উপর থেকে আমাদের আশীর্বাদ করছেন।”

 

একেবারে শেষে আজকাল ডট ইন-এর তরফে ভিকির উদ্দেশ্যে প্রশ্ন রাখা হয়, ছবিতে একটি নাচের দৃশ্যকে কেন্দ্র করে প্রবল আপত্তি ওঠে শিবাজি মহারাজের বংশধরের পরিবারে। বিতর্কের চোটে ছবি থেকে বাদ পড়ে যায় ছত্রপতি শম্ভাজি মহারাজের সেই লেজিম নাচের দৃশ্য। প্রশ্ন শোনামাত্রই স্মিত হেসে, দৃপ্ত স্বরে ভিকি বলে ওঠেন, “দেখুন, ছবি থেকে এই নাচের দৃশ্য বাদ পড়েছে ঠিক-ই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনওভাবেই এই দৃশ্য ছত্রপতি শম্ভাজি মহারাজের নামের অথবা গাথার সম্মানহানি করত। একটু বুঝিয়ে বলি। লেজিম কিন্তু আসলে কোনও নাচ- নয়। তৎকালীন মারাঠি সৈনিকদের মধ্যে এটি একটি শরীরচর্চার অনুশীলন ছিল। আরও ভাল করে বললে, মজাদার অনুশীলন।” 

 

 

“এদিকে, ছত্রপতি শম্ভাজি মহারাজ ছিলেন আক্ষরিক অর্থে ‘পিপলস চ্যাম্পিয়ন’। সাধারণ মানুষদের মধ্যেই থাকতে পছন্দ করতেন তিনি। এ কথাকে মাথায় রেখেই দৃশ্যটি ছিল, তাঁর প্রজারা যখন অনুরোধ করেছিল তাঁদের প্রিয় মহারাজকে তাঁদের সঙ্গে লেজিম নৃত্যে অংশ নেওয়ার জন্য, তখন তিনি সেই অনুরোধ ফেরাতে পারেননি। যাই হোক, মাথায় রেখেছিলাম যাঁরা দর্শক তাঁদের অনুভূতিতে যেন কোনও আঘাত না লাগে, সে দিকে খেয়াল রেখেছিলাম। তাই ওই দৃশ্য ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর একটা কথা, একটি দৃশ্য বাদ গেলে ছবির তেমন কোনও ক্ষতি হবে না। ওই দৃশ্যের তুলনায় সম্ভাজি মহারাজের বীরগাথা, জীবনের গল্পটি দর্শকের কাছে তুলে ধরা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে।”


# Chhaava# ChhaavaPromotion#VickyKaushal#Kolkata#chhatrapatisambhajimaharaj



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

Exclusive: “ইস্‌, এই ছবি বড়পর্দায় দেখার যদি সুযোগ পেতাম...” ‘নায়ক’- এর পুনর্মুক্তির খবরে উচ্ছ্বসিত ভিকি আর কী বললেন? ...

'মুখের উপর দরজা বন্ধ করে...'! মমতার সঙ্গে 'করণ-অর্জুন'র শুটিং ফ্লোরে কী করেছিলেন শাহরুখ-সলমন? ...

জগন্নাথ বসু এবং ঊর্মিমালা বসুও থাকছেন 'আমার বস'-এ, কেমন লাগল রাখি গুলজারের সঙ্গে অভিনয় করে? শুনল আজকাল ডট ইন...

নন্দিতা- শিবপ্রসাদের হাত ধরে বড়পর্দায় জয় গোস্বামী, প্রচেত গুপ্ত, স্মরণজিৎ চক্রবর্তী, তিলোত্তমা মজুমদার; কেমন ছিল ...

'অল্প সময় ক্যামেরার সামনে থেকেও পারিশ্রমিক পেয়েছি'- নন্দিতা-শিবপ্রসাদের 'আমার বস'-এ অভিনয় করে আর কী ...

ফেডারেশনের তরফে মেলেনি ইতিবাচক সাড়া, টলিপাড়া থেকে স্বেচ্ছা-নির্বাসনের ঘোষণা পরিচালকদের! ...

সলমনের মনমতানো অভিনয়ের গোপন রেসিপি কী জানেন? খোঁজ দিলেন সূরয বারজাতিয়া ...

নৈনিতাল লন্ডভন্ড করে এবার কলকাতায় 'বলরাম কান্ড'! জমজমাট গার্গী-রজতাভর নতুন ছবির ঝলক মুক্তি অনুষ্ঠান...

৬০ বছরে এসে জীবনে নতুন প্রেম! কী নাম আমিরের প্রেমিকার? শরিফুলই দোষী, চিনিয়ে দিলেন সইফের কর্মীরা...

মে মাস মানেই নন্দিতা-শিবপ্রসাদের ধামাকা? মে মাস কেন পছন্দ জানালেন পরিচালক নিজেই...

মিলল না সমাধান, ফেডারেশনের তরফে বৃহস্পতিবারের মধ্যে সাড়া না পেলে শুক্রবার থেকেই কর্মবিরতির ডাক পরিচালক সংগঠনের...

'সিনড্রেলা' এল ঘরে, বাবা হওয়ার আনন্দের মুহূর্ত আজকাল ডট ইনের সঙ্গে ভাগ করে নিলেন সপ্তক সানাই ...

শাহরুখের হাত ধরে বড়পর্দায় রাজকুমার? কোন ছবিতে তাঁর গলায় ফের শোনা যাবে ‘জানি’ সংলাপ? ...

আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ অনিল, তুলনা করলেন কোন কিংবদন্তি বলি-পরিচালকের তুলনা অনিল কাপুরের?...

২২ বছর পার, আরিয়ান ও ইব্রাহিমকে নিয়ে তৈরি হবে ‘কাল হো না হো’র সিক্যুয়েল? ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



02 25