বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: পরিচালকদের ফোন করে বলেছি, দু’মিনিটের জন্য দেখা করতে চাই, কেউ দেখা করেননি

শ্যামশ্রী সাহা | | Editor: উপালি মুখোপাধ্যায় ২৩ এপ্রিল ২০২৪ ০৮ : ৩২


কাজ না পেয়ে বসে থাকা। ব্যক্তিগত জীবনেও টালমাটাল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ‘ফিনিক্স পাখি’ সৌরভ চক্রবর্তী। ‘আবার রাজনীতি’তে ফিরতেই মুখোমুখি শ্যামশ্রী সাহা

প্রশ্ন: ‘আবার রাজনীতি’তে ফিরলেন?
সৌরভ: (হাসি) এই রাজনীতির সুবিধা আছে। আক্ষরিক রাজনীতির চাপানউতোর বা টেনশন এখানে নেই। এই রাজনীতি সমাজ বা মানুষকে ধ্বংস করে না। এখানে বিনোদন জড়িয়ে। 

প্রশ্ন: বাংলায় পলিটিক্যাল থ্রিলার কম, প্রথমে কি একটু চাপ ছিল?
সৌরভ: একটু টেনশনে ছিলাম। মনে হয়েছিল মানুষ কি আদৌ পছন্দ করবেন? সারাক্ষণ তো নিউজ চ্যানেলে পলিটিক্যাল খবর দেখছেন। তাই বিনোদনে রাজনীতি ঢুকলে বাতিল করবেন না তো! দর্শকের ভাল লেগেছে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা লিখছেন। তাই ‘আবার রাজনীতি’তে ফেরা। 

প্রশ্ন: ছাত্রাবস্থায় সক্রিয় রাজনীতি করেছেন?
সৌরভ: আমি পলিটিক্যাল পার্সন। দেশ, পৃথিবী কীভাবে চলছে তার খবর রাখি। তবে সক্রিয় রাজনীতি কখনও করিনি।

প্রশ্ন: প্রথম সিজনে রথীন ব্যানার্জি(কৌশিক গঙ্গোপাধ্যায়) মারা গিয়েছিলেন, ‘আবার রাজনীতি’তে প্রতীম ব্যানার্জি হয়ে ফিরছেন। এটা আগে থেকেই ঠিক ছিল?
সৌরভ: গল্পটা এভাবেই লেখা হয়েছিল। তিনটে সিজন করার ইচ্ছে আছে। দর্শক যদি পছন্দ না করতেন তাহলে হয়তো হত না। প্রতীম ব্যানার্জির ফিরে আসাটাই বড় চমক। দ্বিতীয় সিজনের শেষেও কিছু প্রশ্ন থাকবে। দর্শক পছন্দ করলে তৃতীয় সিজন হবে।

প্রশ্ন: কৌশিক গঙ্গোপাধ্যায়কে রাজি করানো সহজ ছিল?
সৌরভ: স্ক্রিপ্টটা ওঁর ভাল লেগেছিল, তাই অসুবিধা হয়নি। বয়সের নিরিখে কৌশিকদা তিনটে চরিত্রে অভিনয় করছেন। ‘রাজনীতি’তে অভিনয়ের পর যেখানেই দেখা হত কৌশিকদা জিজ্ঞেস করতেন, পার্ট ২ হচ্ছে তো? খুব মজার মানুষ। কখনও মনে হয় না সেটে কৌশিক গঙ্গোপাধ্যায় বসে আছেন। মনে আছে, ওড়িশার থেকে ৩০ কিলোমিটার ভিতরে প্রত্যন্ত একটা জায়গায় শুট করছিলাম। প্রচণ্ড গরম। বসার জায়গাও ছিল না। কৌশিকদাকে নিয়ে বেশ টেনশন হচ্ছিল। হেভি মেকআপ নিয়ে অভিনয় করছিলেন। বারবার জিজ্ঞেস করছিলাম, দাদা তুমি ঠিক আছ তো? দাদা হেসে উত্তর দিয়েছিলেন, ‘‘আমি চরিত্রে আছি।’’

প্রশ্ন: ভোটবাজারে ‘আবার রাজনীতি’, পুরোটাই পরিকল্পিত?
সৌরভ: শ্রীকান্তদাকে (মোহতা) যখন আমি আর ঈশিতা (ক্রিয়েটিভ ডিরেক্টর) গল্প শোনাচ্ছিলাম উনি গল্পটা শুনে বেশ এক্সাইটেড হয়ে পড়েছিলেন। তখনই বলেছিলেন, মে মাসে ভোটের আবহে রিলিজ করব। ভোটের বাজারে শুধু সমাজ নয় হইচইও গরম থাকবে।




প্রশ্ন: এবারেও টালিগঞ্জ তারকারা ভোটের মুখ, কী বলবেন?
সৌরভ: সমাজ সচেতন মানুষ রাজনীতিতে আসতেই পারেন। ইউক্রেনের প্রেসিডেন্টও কমেডিয়ান ছিলেন। তাঁর সিরিজ জনপ্রিয়ও ছিল। তবে এটা জানা জরুরি, তিনি কি আদৌ সমাজ সচেতন? 

প্রশ্ন: ‘কেমিস্ট্রি মাসি’-তে দেবশ্রী রায়কে পেতে চাপ হয়েছে? 
সৌরভ: উনি ‘না’ বলবেন, এই মানসিকতা নিয়েই গিয়েছিলাম। একটা ক্লাবে বসে ওঁকে গল্পটা শোনাই। আমি আর ঈশিতা ঠিক করেছিলাম কেমিস্ট্রি নিয়ে বেশি কিছু বলব না। তাতে উনি বোর হতে পারেন। অন্তত দশ মিনিট যেন গল্পটা শোনাতে পারি। আমরা এক ঘন্টা পনেরো মিনিট গল্পটা নিয়ে কথা বলি! উনি মন দিয়ে শোনেন। তারপর হ্যাঁ বলেন। 

প্রশ্ন: ‘রাজনীতি’র মতো ‘কেমিস্ট্রি মাসি’তেও পলিটিক্স-দুর্নীতি, এই বিষয়গুলোতে বেশি সচেতন থাকতে হয়?
সৌরভ: না কোনও চাপ থাকে না। কারণ, আমার মাথায় কোনও এজেন্ডা নেই। আমার গল্পে প্রোপাগাণ্ডাও নেই। 

প্রশ্ন: দেবশ্রীদির অভিযোগ, আপনি সেটে খুব গম্ভীর! কথা বলেন না, চাপে থাকেন?
সৌরভ: কথাটা সত্যি। একটা টেনশন থাকে। যে বাজেটে কাজ করি তাতে কাজটাকে ঠিকঠাক করতে অক্লান্ত পরিশ্রম করতে হয়। তখন আর কথা বলার বা মজা করার ফুরসত থাকে না। শুটিং শেষে একটা ক্লান্তি নিয়ে বাড়ি ফিরি। তবে এটা ‘সুইট পেন’।

প্রশ্ন: আপনি পরিচালনা উপভোগ করছেন, এতে ‘অভিনেতা’ সৌরভ হারিয়ে যাচ্ছে?
সৌরভ: প্রশ্নটা নিজেকে করেছি। আমি ভীষণভাবে অভিনয় করতে চাই। ডিরেক্টর বা প্রোডাকশন হাউজ আমাকে কম ডাকে। সামনেই সিরিজ ‘গুটিপোকা’ আসছে। সিরিজের রেসপন্স দেখার জন্য আমিও মুখিয়ে।

প্রশ্ন: পাওলির সঙ্গে কাজ করে কেমন লাগল?
সৌরভ: খুব ভাল অভিজ্ঞতা। খুব সিরিয়াস। ওর সঙ্গে শুট করা বড় পাওনা। 

প্রশ্ন: পরিচালক সৌরভ কি এখন চরিত্র বাছার আগে বেশি ভাবেন?
সৌরভ: এটা দেখি এই চরিত্রে কিছু করতে পারব কিনা। ক’টা সিনে আছি সেটা ম্যাটার করে না। চরিত্রটা কতটা অপরিহার্য সেটা দেখি।

প্রশ্ন: অভিনেতা, পরিচালক, প্রযোজক— কোন ক্ষেত্রে বেশি স্ট্রাগল করলেন?
সৌরভ: সব ক্ষেত্রেই। সিলভার স্পুন নিয়ে জন্মাইনি। মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। তাই স্ট্রাগল নিয়ে খুব একটা কথা বলি না। তবে এখনও ভাবায় সেই সব দিনগুলো। কীভাবে প্রত্যাখ্যান সামলেছি। সব লেভেল থেকে প্রত্যাখ্যাত হয়েছি। তখন একটা ধারাবাহিক করতাম ‘বঁধূ কোন আলো লাগল চোখে’। জনপ্রিয় ছিল। ফোন নাম্বার জোগাড় করে পরিচালকদের বলেছি, দাদা দু’মিনিটের জন্য দেখা করতে চাই। কেউ দেখা করেননি। কাজ ছিল না। বসে থেকেছি। এখন তাঁদের সঙ্গে দেখা হয়, কাজও হয়।

প্রশ্ন: খবর, ছবি পরিচালনার দিকে এগিয়েছেন, অনেকটা সময় লাগল...
সৌরভ: এগিয়েছি কিনা সেটা এখনও বলতে পারছি না। যতক্ষণ সবকিছু ফাইনাল না হচ্ছে বলা কঠিন।

প্রশ্ন: ছবিতে রজত কপূর থাকছেন?
সৌরভ: এরকম কিছু তো জানি না। তবে শুনে ভাল লাগল। 

প্রশ্ন: ছবির বিষয়?
সৌরভ: প্রেমের গল্প নিয়ে ছবি পরিচালনায় আসতে চাই। পিওর লাভ স্টোরি।



প্রশ্ন: আপনার ছবি বা সিরিজে মধুমিতাকে ভাববেন?
সৌরভ: (একটু ভেবে) হয়তো। ওর সঙ্গে অনেকগুলো বছর কাটিয়েছি। অভিনয় নিয়ে ও খুব সিরিয়াস।

প্রশ্ন: সৌরভের এখন প্রেমজীবন কোথায় দাঁড়িয়ে?
সৌরভ: বয়স বেড়ে গিয়েছে। বয়স বাড়লে প্রেমে পড়া যায় না। এখন বেঁচে থাকাটাই আসল। আমার জীবনে কাজই বেঁচে থাকা। প্রেমের অবকাশ নেই।

প্রশ্ন: আপনি কবিতা ভালবাসেন, লেখেন। এই মুহূর্তে কবিতার কোন লাইন আপনার জীবনে প্রাসঙ্গিক?
সৌরভ: সৌরভ: যখন মানসিকভাবে খুব অস্থির থাকি, কোনটা ঠিক কোনটা ভুল বুঝে উঠতে পারি না, কবিতা শক্তি দেয়। নোঙরের কাজ করে। একটা লাইন মনে পড়ছে... তুষার রায়ের লেখা, ‘গনগনে আঁচের মধ্যে শুয়ে এই শিখার রুমাল নাড়া, নিভে গেলে ছাই ঘেঁটে দেখে নেবেন পাপ ছিল কিনা’... 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

গোয়াতে গ্রেফতার জানি মাস্টার, তামান্নার 'আজ কি রাত'র নৃত্য পরিচালকের বিরুদ্ধে কী অভিযোগ?...

দিনদুপুরে সেলিম খানকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের! ঘোমটার আড়ালে 'স্ত্রী'-এর চরিত্রে ছিলেন কোন অভিনেত্রী...

সমাজমাধ্যমে এ কী 'নোংরা' ভুল করলেন অমিতাভ বচ্চন! জানতে পেরেই প্রায় হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা ...

জলের তলায় ডুব থেকে নৌকাভ্রমণ, কলকাতার কোলাহল থেকে দূরে ছেলের সঙ্গে অলস দুপুরে হইচই প্রিয়াঙ্কার...

১২ বছর পর ফের জুটিতে সইফ-করিনা! ফ্যামিলি ড্রামা না থ্রিলার? কোন গল্প ফুটিয়ে তুলবেন?...

হৃদয়ের ক্যালেন্ডারে 'শ্রাবণ' চিরস্থায়ী, তাই আশ্বিনে আসছে 'দেখেছি তোমাকে শ্রাবণে'...

'দুই শালিক'-এ নয়া অবতারে ফিরলেন সায়ন, বড় চমক নিয়ে হাজির 'যমুনা ঢাকি' খ্যাত চাঁদনি ...

আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন বলিউড তারকারা? বিস্ফোরক দাবি অনন্যা পাণ্ডের...

কোনও সন্তানের মা কেন হননি শাবানা আজমি? নেপথ্যের আসল কারণ প্রথমবার ফাঁস বর্ষীয়ান অভিনেত্রীর...

'সিংহম এগেইন' পিছোনোর কাতর অনুরোধ কার্তিকের, মন কি গললো অজয় দেবগণ-রোহিত শেঠির?...

বিচ্ছেদের বছর ঘুরতেই বড় ঘোষণা সোশ্যাল মিডিয়ায়! কোন ভালবাসায় বাঁধা পড়লেন পরীমণি?...

অভিনয় জীবনে ২৫ বছর পার করতেই বড়সড় চ্যালেঞ্জের মুখে করিনা! কী হতে চলেছে অভিনেত্রীর সঙ্গে?...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

পতৌদি প্যালেসের সব হিসাব দেখেন শর্মিলা ঠাকুর! খরচ বাঁচাতে কী কাণ্ড করেছেন সইফ? মুখ খুললেন সোহা...

বলিউডের প্রায় সব ছবি কেন ব্যর্থ হচ্ছে? চমকে ওঠার মতো কারণ খুঁজে বের করলেন সঞ্জয় গুপ্তা! ...



সোশ্যাল মিডিয়া



04 24