শনিবার ২৩ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ এপ্রিল ২০২৪ ১২ : ১৩Pallabi Ghosh
নীলাঞ্জনা সান্যাল: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা শুধু নিত্যকার সংসারের কাজে, সন্তানের পেছনেই খরচ করছেন না, প্রয়োজনে স্বামীদের ব্যবসার কাজেও এই টাকা দিচ্ছেন মেয়েরা। যে কোনও দরকারে এই টাকার সাহায্যে ‘ঢাল’ হয়ে দাঁড়াচ্ছেন তাঁরা।
নিতান্তই ছাপোষা বধূ সুফিয়া। সুফিয়া বেগম। ছেলেমেয়ে আর স্বামী নিয়ে তাঁর সুখের সংসার। স্বামী হাসিবুর রহমানের বাড়ির লাগোয়া জায়গাতেই ছোট্ট দোকান। গত তিন বছর ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান সুফিয়া। সেই টাকা দিয়ে নিজের টুকটাক কেনাকাটা করেন, ছেলেমেয়েদের কিছু কিনে দেন। জানালেন, দোকানের জিনিসপত্র কিনতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনেক সময় কাজে লেগেছে। তবে তাঁর এই টাকা হাসিবুর নিলেও আবার পরে ফেরত দিয়েছেন। সালুফা বেগমের স্বামী লেদ মেশিনের কাজ করেন। ছেলেকে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করেছেন সালুফা। বাউরিয়া লোটাসে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে ছেলের টিউশনের খরচটা তিনিই দেন। নিজেই জানালেন, স্বামীর কাজ সবসময় এক রকম থাকে না। কাজ যখন কম থাকে, তখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে টাকা দেন তিনি। ৫০০ টাকা থেকে তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে হাজার হওয়ায় খুব খুশি সুফিয়া, সালুফা। এ টাকা তাঁদের একান্ত নিজস্ব। এর জন্য কারও কাছে হাত পেতে চাইতে হচ্ছে না। টাকার পরিমাণ বাড়ায় তাই আরও নানা কাজে খরচ করতে পারবেন বলে জানালেন দু’জনই।
লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে কেমন আছেন ‘লক্ষ্মী’রা, তা জানতেই চৈত্রের শেষ দুপুরে হাজির হয়েছিলাম হাওড়ার রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষালচক গ্রামে। গ্রামটি উলুবেড়িয়া লোকসভা আর পূর্ব উলুবেড়িয়া বিধানসভার অন্তর্গত। এলাকাটা সংখ্যালঘু–অধ্যুষিত। কথা হচ্ছিল হাওড়া জেলা গ্রামীণের তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি জুবের আলমের সঙ্গে। জুবের জানালেন, এই গ্রামের প্রায় অধিকাংশ মহিলাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। কয়েক জনের ক্ষেত্রে কিছু ‘টেকনিক্যাল’ সমস্যা রয়েছে। যা মিটে যাবে। লক্ষ্মীর ভাণ্ডারের জমানো টাকা স্বামী শেখ সিরাজুল আলির চিকিৎসায় খরচ করেছেন বলে জানালেন সায়রা বেগম।
মেয়ে সাকিনা খাতুন বাসুদেবপুর স্কুলে ক্লাস ফাইভে পড়ে। প্রতি মাসে মেয়ের টিউশন খরচ–সহ খাতা, পেন, পেন্সিল খরচের টাকা এখন লক্ষ্মীর ভাণ্ডার থেকেই দেন সায়রা। এছাড়াও পঞ্চায়েত থেকে মুরগি দিয়েছে, তা পালন করে কিছু রোজগার হয়। স্বামী বাইরে জরির কাজ করতেন। অসুস্থ হওয়ায় আপাতত বাড়িতে। সায়রা জানালেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে ৫ হাজার টাকা জমিয়েছিলেন কিছু করবেন বলে। এই টাকাই স্বামীর চিকিৎসা করাতে খরচ হল। সংসারে তেমন অভাব নেই নাজিমা বেগমের। নিজেই জানালেন সে কথা। স্বামীর ছোটখাটো ব্যবসা রয়েছে। এক মেয়ে, দুই ছেলে নাজিমার। সংসারে যখন দিতে হয় না, তখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কী করেন? ‘নিজের মতো খরচ করি’ জানালেন নাজিমা। বললেন, ‘দুই বা তিন মাস অন্তর টাকা তুলি। কুটুমবাড়ি গেলে কিছু নিয়ে যাই, সেখানে গিয়ে খরচ করি। কাউকে কিছু দিতে ইচ্ছে হলে দিই।’ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে নিজের ওযুধ কেনেন বলে জানালেন অর্চনা মণ্ডল। তাজপুর যাওয়ার পথে দেখা পূর্ণিমা দত্ত, শোভা দত্তের সঙ্গে। মাঠে কাজ করছিলেন। পূর্ণিমা জানালেন, অনেক ওষুধ লাগে তাঁর। এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে খুব সুবিধে হয়েছে। এই টাকা দিয়ে নিজের ওষুধ কেনেন। ওষুধ, জামাকাপড় কেনার পাশাপাশি এই টাকা সংসার–খরচে লাগান শোভা। এবার এই টাকা বেড়ে এক হাজার হওয়ায় তাঁদের খুব উপকার হয়েছে বলে জানালেন দু’জনেই। সংসারের কাজ ছাড়াও নিজের হাতখরচ, নিজের পছন্দমতো কিছু কিনতে ইচ্ছে হলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা খরচ করেন বলে জানালেন হাজরা বিবি। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সংসার–খরচেই লেগে যায় বলে জানালেন রঞ্জনা পাল।
ফিরে আসার পথে গ্রামের চায়ের দোকানে একটু থামা। সেখানেই আলাপ হল হাসান আলি মোল্লা, আজান শেখ, কার্তিক পালদের সঙ্গে। আগে চাষের কাজ করতেন। বয়স হওয়ায় এখন আর কাজ সেভাবে করতে পারেন না। তাঁরা বার্ধক্য ভাতা পান। যা হোক কিছু করে সংসারের হাল ধরেছে ছেলেরা। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্ন করতেই হাসান আলি বললেন, ‘দিদিভাই, আপনার আর্থিক স্বাধীনতাটা বড়, আর আমাদের ঘরের মেয়েদের আর্থিক স্বাধীনতাটা ছোট— এই যা। মাস গেলে ঘরে বসে ঢুকছে টাকা। এখন আবার হাজার। একটু আরাম, পছন্দমতো বাঁচা, স্বপ্ন দেখা— সবই হচ্ছে এখন এই টাকায়। যে যার মতো করে খরচ করছে। কারও কাছে হাত পাততে হচ্ছে না। তাই জবাব চাওয়ারও কেউ নেই। বাড়ির মেয়ে–বউরা খুব খুশি। দিদিকে (মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি) দু’হাত তুলে আশীর্বাদ করছে সবাই।’ ভোটের আঁচ এখনও লাগেনি দক্ষিণবঙ্গে। বাড়ি–বাড়ি গিয়ে বিভিন্ন দলের কর্মীরা প্রচার শুরু করেছেন। রাজ্যের অনেক কেন্দ্রেই নির্ণায়ক ফ্যাক্টর হতে চলেছেন মেয়েরা। অনেক কেন্দ্রে মহিলা ভোটারের সংখ্যা বেশি। কোথাও আবার পুরুষদের প্রায় সমান তাঁরা। গ্রাম ঘুরে মনে হল, স্বনির্ভরতার পরিসর বাড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এবারের ভোটে তাই লক্ষ্মীর ভাণ্ডারের গুরুত্ব অপরিসীম।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
পর্যটকদের জন্য সুখবর, দিঘায় হোটেলে গুণতে হবে না বাড়তি কড়ি, বড়দিনের আগেই পদক্ষেপ প্রশাসনের...
ভোট যেন বাড়ছে আরও! উপনির্বাচনের ছয় আসনের ফল প্রমাণ করল তৃণমূল এখনও একচ্ছত্র...
মাদারিহাট ছিনিয়ে নিল তৃণমূল, ‘অহঙ্কারের জন্যই বিজেপির হার’, সাফ বার্তা জন বার্লার...
প্রয়াত লাল পাহাড়ির দেশে যা’র স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী...
মুখ থুবড়ে পড়ল আইএসএফ ও বিজেপি, হাড়োয়ায় জয়ী তৃণমূল, বাবার রেকর্ড ভাঙলেন রবিউল...
'ছবি ছড়িয়ে দেওয়া হবে', প্রতিবাদ করায় জুটল মারধর, নাবালিকার পরিণতি শুনলে শিউরে উঠবেন...
কংশাল ছুৎমার্গ ছেড়ে নকশালদের সঙ্গে সিপিএমের জোট, মনে ধরল কি ভোটারদের? উত্তর মিলবে শনিবার...
সরকারি জমিতে লাইন দিয়ে তৈরি হয়েছে দোকানঘর, পঞ্চায়েত প্রধানকে শোকজ করলেন বিডিও...
অর্ডার দিয়েও দেখা নেই খাবারের, জানতে চাইলে দোকানদারের ঘুষিতেই মাথা ফাটল খরিদ্দারের...
হাত বাড়ালেন বিডিও, বিশেষভাবে সক্ষম মহিলাদের স্বনির্ভর করে তুলতে খুলে দেওয়া হল দোকান...
দাউদাউ করে জ্বলছে রিষড়া ওয়েলিংটন জুট মিল, ঘটনাস্থলে দমকল...
বাড়ির ছাদে হঠাৎ বিকট শব্দ! তড়িঘড়ি ছুটে গিয়ে মহিলা দেখলেন রক্তে ভাসছে ছাদ, তারপর যা হল.......
ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার...
শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ...
দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের...