মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | CAA: 'কাগজ দেখাব না, আবেদনই করব না', সিএএ নিয়ে ক্ষুব্ধ সীমান্তের গ্রামবাসীরা

Pallabi Ghosh | ১৩ মার্চ ২০২৪ ১৭ : ২৬Pallabi Ghosh


পল্লবী ঘোষ: পিরোজপুর। এপারের শেষ গ্রাম। কাঁটাতারের ওপারে বাংলাদেশ। বহু বছর আগে এত নিয়মের বেড়াজাল ছিল না। তাই ওপার থেকে এপার বাংলায় অবাধ যাতায়াত ছিল মানুষের। দেশভাগের অনেক আগেই এপারে চলে এসেছেন, ভোটার কার্ড, আধার কার্ড থাকতেও কয়েক দশক পর আবার কেন ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হবে? কেন্দ্রের তরফে নাগরিকত্ব সংশোধন আইন লাগু করতেই তীব্র রোষ গ্রামবাসীদের। পিরোজপুরের বাসিন্দা দীপক ঘোষের বক্তব্য, "সিএএ আমরা কোনওভাবেই সমর্থন করছি না। আমরা ভারতবাসী। বিগত ৫০ বছর ধরে ভোট দিচ্ছি। ভোটার কার্ড বড় পরিচয়পত্র। ভোটার কার্ডের জন্যেও একসময় কত আন্দোলন করেছি। আমাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড আছে। আমরা নতুন করে আবার আবেদন করব কেন?"
পিরোজপুরের পাশেই আরেকটি এক গ্রাম খেদাপাড়া। সেখানকার চিত্রটাও এক। নিত্যদিনের কাজের মাঝেই সবার আলোচনায় উঠে আসছে সিএএ প্রসঙ্গ। কারও চোখেমুখে আতঙ্ক, কেউ কেউ আবার বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ। খেদাপাড়ার বাসিন্দা অতনু মণ্ডল বললেন, "কেন্দ্রের সরকার বেইমানি করছে। ভারতের মানুষের ভোটে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েও প্রধানমন্ত্রী মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। সিএএ লাগু করার প্রয়োজন ছিল না। আমাদের সকলের রক্ষাকবচ সংবিধান। সংবিধানকে লঙ্ঘন করে যে সরকার আইন লাগু করে, তা ভবিষ্যতের জন্য বিপদজ্জনক।"
সীমান্তবর্তী আরেকটি গ্রাম মধ্য ছয়ঘরিয়া। ভোটের আবহে বেলার দিকে সরগরম চায়ের ঠেক। সেই গ্রামেরই বাসিন্দা গণেশ ঘোষ বললেন, "এই গ্রামে ওপার বাংলার মানুষের সংখ্যাই বেশি। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে নরেন্দ্র মোদি বহু প্রতিশ্রুতি দিয়েছেন। দিবাস্বপ্ন দেখিয়ে তার বেশিরভাগই পূরণ করেননি। নাগরিকত্ব দেওয়ার নামে অসমের মতো যে বাংলাতেও ডিটেনশন ক্যাম্প করবেন না, তার কোনও গ্যারান্টি নেই। আমাদের গ্রামের অনেকেই কোণঠাসা হয়ে পড়েছেন। অনেকের কাছেই সমস্ত নথি নেই। এসময় একমাত্র ভরসা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।" মঙ্গল ভট্টাচার্যের কথায়, "এতকাল ধরে আমরা ভোট দিয়ে সরকার নির্বাচন করছি। এখন আবার নতুন করে নাগরিক প্রমাণ করার কী প্রয়োজন? কোনও কাগজ দেখাব না।"
ভীত জয়ন্তীপুরের বাসিন্দারা। সীমান্ত লাগোয়া এ গ্রামের অধিকাংশ বাসিন্দা সংখ্যালঘু সম্প্রদায়ের। অনেকে মুখ খুলতেও ভয় পাচ্ছেন। নথি নেই। সে কথা জানাজানি হতেই যদি ভিটে ছাড়া হতে হয়! কেউ কেউ বললেন, "হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান সম্প্রদায়ের শরণার্থীরা নাগরিকত্ব পাবেন। আর মুসলমানরা? আমাদের ভোট তো এতকাল গণ্য করা হয়েছে। আজ কেন দেশ থেকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে? এ আইন সর্বনাশা।"




বিশেষ খবর

নানান খবর

কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন? #hmpvindia #HMPV #aajkaalonline #symptoms

নানান খবর

পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...

কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...

বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...

জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...

শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...

বাড়ি ফিরলেন রবি, সোনার ছেলেকে বরণ করে নিলেন গ্রামবাসীরা, ভালবাসায় আপ্লুত ফুটবলার...

অবশেষে মুক্তি! বাংলাদেশে আটক ৯৫ জন মৎস্যজীবী ফিরলেন দেশে, ভারত থেকে ফেরানো হল ৯০ জনকে...

ভাবাদিঘি বাঁচিয়ে অবিলম্বে হোক রেলপথ, গণ কনভেনশনে মত আন্দোলনকারীদের...

শ্রমিকদের সামাজিক সুরক্ষায় নবজাগরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা, শ্রীরামপুরের সভায় বললেন সাংসদ ঋতব্রত...

এবিটি জঙ্গিদের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের মাস্টার-মাইন্ডের যোগ! এসটিএফ-এর হাতে চাঞ্চল্যকর তথ্য ...

'অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন ক্ষমতালোভী সাংসদ, অশ্লীল ভাষায় কথা বলতে অভ্যস্ত', চড়া সুরে আক্রমণ কল্যাণের ...

ইসরোর ভ্রাম্যমাণ গাড়ি পৌঁছল কোচবিহারের স্কুলে, মহাকাশ সম্পর্কিত প্রদর্শনী দেখে উচ্ছ্বসিত পড়ুয়ারা...

নওদায় প্রকাশ্যে শুটআউট, গুলিবিদ্ধ যুবক, মালদহের পর চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে ...

'খুনের নেপথ্যে বড় মাথা', বিষ্ফোরক দাবি মালদার নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীর ...

আটক বাংলাদেশি মৎস্যজীবীদের ফেরাচ্ছে ভারত, বাংলাদেশ থেকেও ফিরছেন ভারতীয় মৎস্যজীবীরা...



সোশ্যাল মিডিয়া



03 24