শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৩ মার্চ ২০২৪ ২২ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রিয়েলিটি শো। সেখানে উপস্থিত খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। যেমন মজা করলেন, তেমন মজার ছলেই বললেন রাজনীতির জটিল কথা। গত কয়েকদিন ধরে ট্রেলর, টিজার দেখে নজর ছিল রবিবারের দিকে। যিনি রাজ্য চালান, রিয়েলিটি শোতে গিয়ে, রাজনীতির কঠিন কথার বাইরে তিনি কী কথা বলেন সেদিকেই। রবিবার, ৩ মার্চ, রাত ৮টা থেকে রিয়েলিটি শো "দিদি নং ১"- এর বিশেষ পর্ব সম্প্রচারিত হয়। যেখানে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল তাঁর বড় হওয়া কথা, একই সঙ্গে শোনা গেল রাজনীতি বলতে, তাঁর ভাবনার কথা।
মুখ্যমন্ত্রী হিসেবে বারবার প্রকল্প, প্রশাসন, বিরোধীদের নিয়েই কথা শোনা যায় তাঁর মুখে। তার বাইরে রিয়েলিটি শোতে মুখ্যমন্ত্রীকে বেশ কিছুটা হালকা মেজাজেই দেখা গেলেও, সজাগ মুখ্যমন্ত্রী বার্তা দিলেন লড়াকু মেয়েদের জন্য। অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা ব্যানার্জিকে তিনি জানান, যে সমস্ত মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে চান, তাঁদের সাহায্যার্থে ৫ লক্ষ করে দেবে রাজ্য সরকার। ২ লক্ষ মানুষ এই সুযোগ পাবেন, দিদি নং ১- এর মাধ্যমে এই বার্তা আরও অনেকের মাঝেই ছড়িয়ে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, চাইলে "দিদি নং ১" এই বিষয়ে কো-অর্ডিনেট করতে পারে। তাঁর মতে, অনেকেই এতে উপকৃত হবেন। বাংলার দ্রব্য যাতে বিশ্বের দরবারে পৌঁছে যায় সেটাই লক্ষ্য। মুখ্যমন্ত্রী জানান বাংলার ব্যাগ, শাড়ি নিয়ে বৃহত্তর লক্ষ্যের কথা, দেউচা পচামি, রাজ্যের মানুষের কর্মসংস্থান নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানের সঞ্চালিকা মুখ্যমন্ত্রীর ছোটবেলা সম্পর্কে জানতে চাইলে, তিনি ফেলে আসা দিনের কথা বলেন। এক কথায় বলেন, "হারিয়ে গেছে" তাঁর ছোটবেলা। বাবার মৃত্যুর পর থেকে পড়াশোনা, সংসার চালানো, কাঁধে দায়িত্ব তুলে নেওয়া, রাত ৩টায় উঠে রান্না করা, স্কুলে পড়ানো, মায়ের হাতে রোজগারের টাকা তুলে দেওয়া, একে একে সব কথা ভাগ করে নিন সকলের সঙ্গে। মুখ্যমন্ত্রীর জন্মদিন দিয়ে বেশ ধোঁয়াশা ছিল, এদিন মুখ্যমন্ত্রী জানান, তাঁর জন্মদিন আসলে দুর্গাষ্টমীর দিন। পরিবার প্রসঙ্গে জানান, তাঁর প্রজন্মে তিনি যেমন তাঁর পরিবার ধরে রেখেছিলেন, পরবর্তী প্রজন্মে তেমন সেই দায়িত্ব পালন করছেন অভিষেক। মমতা ব্যানার্জি বলেন, "আমার প্রজন্মকে আমি ধরে রেখেছিলাম, এখনকার প্রজন্মকে ধরে রেখেছে অভিষেক।" নিজের রাজনীতির ধারণা নিয়েও কথা বলেন। সাফ জানান, "আমার রাজনীতি এখনকার রাজনীতি নয়। আমার রাজনীতি মনে সমাজনীতি।" অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান প্রজন্মকে সমাজ মাধ্যমকে সচেতনভাবে ব্যবহারের বার্তা দিয়েছেন। নিজের অনশন, ধর্নার কথাও তুলে ধরেন কথার মাঝে।
একের পর এক রাউন্ডে মুখ্যমন্ত্রী সহ চার প্রতিযোগী প্রশ্নের উত্তর দেন, কখনও রুটি বেলতেও দেখা গেল। যিনি কড়া ভাষায় বিরোধীদের সমালোচনা করেন, রাজ্য চালান, তাঁকে এই অনুষ্ঠানের মাধ্যমে একেবারে ঘরোয়া মেজাজে রুটি বেলতেও দেখা গিয়েছে। তাঁর ডায়েট কী? প্রশ্নে তিনি শরীরচর্চা, প্রাণায়ামের কথা বলেন। নিজের লেখা কবিতা পাঠ করে শোনান। ছবি আঁকেন ক্যানভাসে। গানের তালে পা মেলান, বাজান ধামসা।
২ ঘন্টার অনুষ্ঠানের শেষে এসে বলেন, অনুষ্ঠান নিয়ে নিজের অভিজ্ঞতার কথা। এদিনের পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, রূপঙ্কর বাগচী, অদিতি মুন্সী সহ বিশিষ্ট সংগীতশিল্পীরা। ট্রেলর, টিজারের পর রবিবাসরীয় সন্ধেয় দেখা মিলল হুল্লোড়ে, হালকা মেজাজে থাকা মুখ্যমন্ত্রীর। এই অনুষ্ঠানে এসে তিনি "আনন্দিত" বলেও জানান। অনুষ্ঠানের প্রথমভাগে গাওয়া হয় রাজ্য সঙ্গীত "বাংলার মাটি, বাংলার জল", শেষ হয় "বাংলায় গান গাই" দিয়ে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
নিউটাউন বইমেলার পথচলা শুরু রক্তকরবীর হাত ধরে
জেলায় জেলায় হবে শপিং মল, থাকবে সিনেমা হল-ক্যাফেটেরিয়া, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর...
ফের মেট্রো বিভ্রাট, আধঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হলেও যাত্রী ভোগান্তি চরমে...
বর্ষশেষ ও বর্ষবরণে শীত ফিরবে নিজের মেজাজে? জানুন হাওয়া অফিসের আপডেট...
কলকাতা বিমানবন্দরেই মিলবে সস্তার খাবার, কোন ক্যাফেতে যাবেন জেনে নিন এখনই ...
সপ্তাহান্তে আবার বৃষ্টির সম্ভাবনা, ফের জাঁকিয়ে শীত কবে? ...
ধুমধাম করে ক্রিসমাস কার্নিভাল পালন করল চেতলা অগ্রণী...
সোয়েটার, জ্যাকেট গায়ে রাখাই দায়, এ কেমন বড়দিন দেখল কলকাতা!...
বড়দিনের আগেই বেসামাল কলকাতা, কেস খেলেন কত জন জানলে ভিরমি খাবেন...
বুধবার বড়দিন, বন্ধ থাকবে শহরের একাধিক রাস্তা, পার্ক স্ট্রিট যেতে চাইলে কোন রাস্তা ধরবেন জানুন ...
স্কুটি নিয়েই সোজা বাসের তলায়, বিবাদীবাগে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির...
শীত আসছে না বড়দিনেও, উলটে বঙ্গে দাপট দেখাবে পশ্চিমী ঝঞ্ঝা! ফের তছনছের আশঙ্কা...
বড়দিনে বড় ঘোষণা কলকাতা মেট্রোর, ক্রিসমাসের রাতে ঘুরুন নিশ্চিন্তে...
মদ্যপ অবস্থায় স্ত্রীকে মারধর, শ্বাসরোধ করে খুন! বাগুইআটিতে স্বামী সহ পাঁচজনকে গ্রেপ্তার পুলিশের ...
নতুন প্রজন্মের উৎসাহ কম, সময়ের সঙ্গে কি হারিয়ে যাবে বো ব্যারাকের বড়দিনের আমেজ!...
শহরে ফের অগ্নিকাণ্ড, টালিগঞ্জে বাড়িতে আগুন, দমকলের দু'টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...
শোভাবাজারে মেট্রোর লাইনে ঝাঁপ যাত্রীর, সাময়িক ব্যাহত পরিষেবা...
ফের বেপরোয়া গতির বলি শহরে, মা ফ্লাইওভার থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু দুই যুবকের ...