সোমবার ২৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Riya Patra | ০২ এপ্রিল ২০২৫ ১৮ : ১৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার, ১ এপ্রিল থেকে অতি প্রয়োজনীয় এবং স্বাস্থ্যে অতি গুরুত্বপূর্ণ ৭৪৮টি ওষুধের দাম বেড়েছে। দাম বাড়িয়েছে কেন্দ্রের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। তালিকায় জ্বর, কাশি, সুগার, বাতের মতো রোগের ওষুধ। এই দাম বৃদ্ধিতে বিপাকে পড়বেন সাধারণ মানুষ, যাঁদের কোটি কোটি টাকা খরচ করার সামর্থ্য নেই, কিংবা নেই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর, বুধবার তাঁদের পাশে দাঁড়িয়ে বড় বার্তা বাংলার মুখ্যমন্ত্রী, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মমতা ব্যানার্জির। জানালেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতায় পথে নামবে তাঁর দল।
নিজের সময়কালে বারবার এ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিয়েছেন মমতা। সাধারণ মানুষের জন্য প্রকল্প এনেছে তাঁর সরকার। ওষুধের দাম বৃদ্ধিতে এবার কেন্দ্রকে তোপ বাংলার মুখ্যমন্ত্রীর। এদিন মমতা বলেন, ‘ন্যাশনাল ফার্মিসিটিক্যাল প্রাইসিং অথরিটি, যারা এই ওষুধের দাম নিয়ন্ত্রণ করে কেন্দ্রের এই সংস্থা ৭৪৮টি ওষুধের দাম যা গরীব মানুষ কেনে, ৮০টি নন সিডিউল ড্রাগের দাম ১ এপ্রিল ২০২৫ থেকে বাড়িয়েছে।‘ তথ্য তুলে ধরেই মমতা মনে করালেন, কারা এসব ওষুধ কেনে? ‘গরীব, সাধারণ মানুষ, যাঁদের ক্ষমতা নেই বড় বড় বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা করানো, বিদেশে গিয়ে কোটি কোটি খরচে চিকিৎসা করানোর, তাঁদের জন্য এই ওষুধগুলো কাজে লাগে।‘
কেন্দ্রকে তীব্র কটাক্ষ করে বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন, ‘চিকিৎসা করবে কোথা থেকে মানুষ?’ মা-মাটি-মানুষের সরকারের প্রধান এদিন তাঁদের হয়েই পরপর প্রশ্ন করে গেলেন কেন্দ্র সরকারকে। ক্ষুব্ধ মমতার প্রশ্ন, কেন্দ্র সরকার তাহলে কাদের জন্য? সাধারণ মানুষের জন্য, না কি সমাজের একটি বিশেষ অংশের জন্য। এদিন তিনি বলেন, ‘এটা কি ঠিক, এটা কি শুধু একটা অংশের মানুষের জন্য? যাঁরা সাধারণ মানুষের মধ্যে পড়ে না, যাঁদের কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা খরচে চিকিৎসা করাতে পারে, শুধু কি তাঁদের জন্য সরকার চলবে? নাকি মধ্যবিত্ত, সাধারণের জন্য?’
ওষুধের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদে, দাম বৃদ্ধির সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়ার, অর্থাৎ সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানান। একই সঙ্গে মনে করিয়ে দেন, যেহেতু এই রাজ্যের স্বাস্থ্য বিভাগ তাঁকেই দেখতে হয়, তাই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নামবে তাঁর দল। মমতা জানান, ৪-৫ এপ্রিল, শুক্র-শনিবার বেলা ৪টা থেকে ৫টা প্রতি ব্লকে-ব্লকে, প্রতি ওয়ার্ডে-ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস। তাতে প্রশ্ন উঠবে, ‘ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য?' এলাকায় এলাকায় মিটিং মিছিল করবে তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘নিজেদের মতো করে প্রতিবাদ করুন। যদি না করেন আগামিদিনে মনে রাখবেন রোগী অসুস্থ হলেও, কেন্দ্রীয় সরকারের এক তরফা সিদ্ধান্তে স্বাস্থ্য বিপাকে পড়বে।‘
নানান খবর

নানান খবর

ডগ-স্কোয়াড: তদন্তকারি আধিকারিকরা কীভাবে শিখছেন তদন্তপ্রক্রিয়া, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় তাঁদের

কসবায় সিপিএমের পার্টি অফিসে তুমুল মারামারি, কামড়াকামড়ি, রক্তাক্ত হল বৈঠক

রক্ত ও চামড়ার মাধ্যমে অ্যালার্জি পরীক্ষা, রাজ্যে প্রথম গবেষণামূলক পরীক্ষাকেন্দ্র চালু হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজে

হ্যাকফেস্ট ২০২৫: টেকনো ইন্ডিয়া গ্রুপ ও সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনের এক মহোৎসব

ধাপায় আগুন, কালো ধোঁয়াতে ঢাকল গোটা এলাকা

এক মাস ধরে প্রতিদিন সাত ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল, কবে থেকে কোন বিকল্প পথে যান চলাচল?

দিঘাগামী পুণ্যার্থীদের জন্য সুখবর, কলকাতা থেকে চলবে একগুচ্ছ ট্রেন

শিশু থেকে কৈশোর 'রক্তাল্পতা' রোগে আক্রান্তের কারণ কি খাদ্যাভ্যাস, না কি এর নেপথ্যে বড় কোনও সমস্যা?

খাস কলকাতায় পাল্লা দিয়ে বেড়েছে বাইক চুরি, তদন্তে নেমেই চরম পদক্ষেপ গোয়েন্দা বিভাগের

বিবাহ বহির্ভূত প্রেম! সন্দেহের বশে স্ত্রীকে খুন করলেন স্বামী, খাস কলকাতায় ভয়াবহ ঘটনা

কলকাতার কম্যান্ড হাসপাতালে নার্সিং ক্যাডার নিযুক্তিকরণ অনুষ্ঠান

সপ্তাহান্তে চলবে না ইস্ট-ওয়েস্ট মেট্রো, সোমবারেও বন্ধ পরিষেবা, কারণ কী?

যুবকের দেহ উদ্ধারে সাতসকালে চাঞ্চল্য ছড়াল কলকাতায়

পহেলগাঁওয়ে নিহত কলকাতার পর্যটক,পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, আশ্বস্ত করে বললেন ব্রাত্য

মুখে সেলোটেপ, খাস কলকাতার রাস্তায় ট্রলির ভিতর মহিলার দেহ