মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০৬ এপ্রিল ২০২৫ ১৯ : ২৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: 'তিন ভাষা নীতি' বিতর্কের মাঝেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সমালোচনায় মুখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন পাম্বান রেল সেতু উদ্বোধনের পর রামেশ্বরমে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি মন্তব্য করেন যে, তিনি নিয়মিত তামিলনাড়ুর নেতাদের কাছ থেকে চিঠি পান, কিন্তু কেউ তামিলে স্বাক্ষর করেন না।
নিজের মাতৃভাষা গ্রহণ এবং প্রচারের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, "মাঝে মাঝে, আমি তামিলনাড়ুর কয়েকজন নেতার কাছ থেকে চিঠি পেলে অবাক হই। তাঁদের কেউ তামিলে স্বাক্ষর করেন না। আমরা যদি তামিলের জন্য সত্যিই গর্বিত হই, তাহলে আমি সবাইকে অন্তত তামিলে স্বাক্ষর করার অনুরোধ করব।"
এই অনুষ্ঠানেই প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী তামিল ভাষা ও সংস্কৃতির প্রচারে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন। বলেন, "আমরা তামিল ভাষা এবং তামিল ঐতিহ্য বিশ্বের প্রতিটি কোণে পৌঁছানোর জন্য নিরন্তর কাজ করছি।"
সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা ছাত্রদের সুবিধায় মাতৃভাষা তামিলে মেডিক্যাল পাঠ্যক্রম চালু করার জন্য তামিলনাড়ু সরকারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। গত ১০ বছরে কেন্দ্রের উদ্যোগে তামিলনাড়ুতে ১১টি নতুন মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে বলেও দাবি করেছেন মোদি।
ডিএমকে-নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকারের অভিযোগ, কেন্দ্র জোর করে 'তিন ভাষা নীতি' হিন্দি ভাষা আরোপ করছে। আঞ্চলিক ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যকে হিন্দির মাধ্যমে দুর্বল করার চেষ্টা বলেও তোপা দাগা হয়েছে। যা নিয়ে তামিলনাড়ুর সাসক দল ডিএমকে এবং বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ চলে। এর মধ্যেই প্রধানমন্ত্রীর কটাক্ষ বেশ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির অন্তর্গত 'তিন ভাষা নীতি'তে বলা হয়েছে, ছাত্রছাত্রীদের তিনটি ভাষা (ইংরেজি, হিন্দি এবং স্থানীয় ভাষা) বাধ্যতামূলক ভাবে শিখতে হবে। অথচ তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের অধিকাংশ রাজ্যেই দু'টি ভাষা (ইংরেজি এবং স্থানীয় ভাষা) শিক্ষা বাধ্যতামূলক। এর পরেই হিন্দি আগ্রাসনের অভিযোগে সরব হন ডিএমকে নেতৃত্ব। সংসদেও সেই উত্তাপ পৌঁছয়। সরব ছিলেন মুখ্যমন্ত্রী এম কে স্যাটালিনও। বাজেটের লোগো থেকে ভারতীয় মুদ্রার প্রতীকচিহ্ন 'রুপি'-র বদলে তামিল শব্দ রুবাই-এর আদ্যক্ষর 'রু' বসিয়ে প্রতিবাদ জানায় তামিলনাড়ু সরকার।
নানান খবর
নানান খবর

ছয় দশক পর গুজরাটে বসছে কংগ্রেসের দু'দিনের অধিবেশন, বড় সিদ্ধান্তের ঘোষণা?

নবরাত্রীর সময় নিরামিষের বদলে এল আমিষ বিরিয়ানি! তারপর যা হল...

মাথার দাম ছিল সাড়ে চার লক্ষ, সেই তিন কমান্ডার-সহ দান্তেওয়াড়ার ২৬ মাওবাদীর আত্মসমর্পণ

মানবিকতার 'উপহার', কুনোর তৃষ্ণার্ত চিতা-শাবকদের জল খাওয়ানোই চাকরি গেল গাড়ি চালকের

ত্রিপুরায় উদ্ধার বাংলাদেশী ড্রোন

ক্যাব চালকের কেরামতিতেই সন্তানের জন্ম দিলেন মহিলা

আরএসএস সংক্রান্ত প্রশ্নে বিতর্ক, মীরাটের অধ্যাপিকা আজীবনের জন্য বরখাস্ত

গাড়িচালককে কুর্নিশ! জল খাওয়াচ্ছেন মা চিতা ও তাঁর সন্তানদের, ভিডিও ভাইরাল হতেই চরম পরিণতি

ভারতে পড়তে এসে নেটমাধ্যমে হাসির পাত্র পড়ুয়া এনআরআই পড়ুয়া, কারণ জানলে অবাক হবেন

সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে মহিলা বৃদ্ধি, তরুণ মুখ হিসেবে উঠে এলেন মীনাক্ষী, নতুন নেতৃত্বে জোর বাংলার

কেন্দ্রের নজিরবিহীন ছাড়পত্র, একই বিমানবন্দর থেকে উড়বে সামরিক ও অসামরিক বিমান

কা-কা ডাক নয়, অবিকল মানুষের মতো কথা বলে কাক, কীর্তি দেখে চমকে উঠলেন স্থানীয়রা

ক্রিকেট খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, ২১ বছরের তরুণের মর্মান্তিক পরিণতি, আঁতকে উঠলেন সকলে

মায়ের চুলের মুঠি ধরে মারধর, স্ত্রীর কীর্তি ফাঁস করে স্বামী বললেন, 'মুসকানের মতো মেরে ফেলবে আমাদের'

আগামিকাল শেষ সিপিএম-এর পার্টি কংগ্রেস, নতুন সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে জল্পনা তুঙ্গে