শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১২ : ০০
‘হেমা মালিনী’ ছবির পরিচালক পারমিতা মুন্সী গুপি শুট করেছিলেন। মঙ্গলবার ফেডারেশন এবং গিল্ডের যৌথ বৈঠকে প্রকাশ্যে সেই খবর। খবরে সিলমোহর দিয়েছেন পরিচালকের স্বামী সুদীপ ভট্টাচার্য। যিনি ইন্ডাস্ট্রিতে শিল্প নির্দেশক হিসেবে পরিচিত। একই কথা বলেছেন, প্রোডাকশন ম্যানেজারও। তিনি জানতে পেরেছিলেন বলেই শুটিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। ঘটনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ গিল্ডের সমস্ত বিভাগ। সদস্যরা এককাট্টা হয়ে এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। আজকাল ডট ইনকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছে, ‘‘আগের বৈঠকে সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছিল, যাঁরা এই ধরনের কাজের সঙ্গে জড়িত থাকবেন তাঁদের তিন মাস সাসপেন্ড করা হবে। এবারের বৈঠকেও সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পারমিতাদির শুটের সঙ্গে যে সমস্ত কলাকুশলী যুক্ত তাঁরা আগামী তিন মাস সাসপেন্ড হবেন।’’
স্বরূপ আরও জানান, গত সন্ধের বৈঠকে আরও অনেক ঘটনা প্রকাশ্যে আসে। যেমন, ‘হেমা মালিনী’ প্রথমে ছোট ছবি হওয়ার কথা ছিল। তারপর সেটি বড় ছবি হবে বলে ঠিক হয়। বিষয়টি সেভাবে কেউ জানতেন না। পরিচালনার পাশাপাশি ছবির প্রযোজকও পারমিতা। পাপিয়া রাও এই ছবিতে টাকা ঢেলেছেন। বিনিময়ে তিনি এই ছবিতে অন্যতম প্রধান চরিত্র ‘হেমা মালিনী’। পাশাপাশি, সাউথ সিটি আবাসনে এই মুহূর্তে শুটিং নিষিদ্ধ। কর্তৃপক্ষ আবাসিকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কর্তৃপক্ষকে লুকিয়ে পাপিয়ার সহযোগিতায় পারমিতা সেখানে শুটের ব্যবস্থা করেন। কারণ, পাপিয়া ওই আবাসনের বাসিন্দা। ঘটনার সূত্রপাত তিন দিন আগে। পাপিয়া নিজের দায়িত্ব নিজের আবাসনের ভিতরে শুটের বন্দোবস্ত করে দেন। টিম নিয়ে ঢোকা যাবে না। তাই প্রোডাকশন ম্যানেজারকে পারমিতা কিছু কলাকুশলীর বন্দোবস্ত করে দিতে বলেন। তিনি রাজি না হলেই তখন নিজেই সেই দায়িত্ব নেন। বাছাই কিছু জনকে নিয়ে ক্যামেরায় শুটিং করেন। আগের দিন সবাইকে জানিয়েছিলেন, ছবির রাপ আপ পার্টি আছে।
গল্প আরও। এই ছবির কারণে নাকি একাধিক জনের থেকে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে পারমিতার বিরুদ্ধে। পরিচালককে তাঁর স্বামী গিল্ডের বিরুদ্ধাচারণ করতে নিষেধ করেছিলেন। তিনি শোনেননি। ফলে, ওই দিনের শুটে সুদীপ থাকেননি। পাশাপাশি, পারমিতা রাইটার গিল্ডের সদস্য। তিনি ছবি পরিচালনার আগে গিল্ডকেও সে কথা জানাননি। ফলে, গিল্ডও তাঁর উপরে ক্ষুব্ধ। ফেডারেশন সভাপতির কথায়, ‘‘পারমিতাদি প্রথমে বিষয়টি স্বীকার করতে চাননি। পরে নানা তথ্য প্রকাশ্যে আসতে স্বীকার করতে বাধ্য হন।’’ এই ধরনের অনৈতিক কাজের জন্য পরিচালকের বিরুদ্ধে কি কোনও পদক্ষেপ করছে ফেডারেশন? সভাপতি জানিয়েছেন, আগামী তিন মাস পারমিতাকেও গিল্ডের কেউ আর সহযোগিতা করবে না। তারপরেও তিনি যদি ছবির শুট নিজের মতো করে করে নিতে পারেন, সেটা তাঁর দায়িত্ব।
একই সঙ্গে প্রশ্নও তুলেছেন, ‘‘কড়া নিষেধ চালুর পরে দেব সাউথ সিটিতে শুটিংয়ের অনুরোধ জানিয়েছিলেন। আবাসন কর্তৃপক্ষ তাঁকেও অনুমতি দেয়নি। অথচ পাপিয়া নিজ দায়িত্বে কর্তৃপক্ষকে না জানিয়ে দিব্যি শুটিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন! আবাসন কর্তৃপক্ষ জানতে পেরে কলাকুশলীদের প্রশাসনের হাতে তুলে দিলে তার দায়িত্ব কে নিত?’’ বিষয়টি নিয়ে মতপ্রকাশ করেছেন রাইটার্স গিল্ডের সহ সভাপতি শিবাশিস বন্দ্যোপাধ্যায়ও। তিনি পারমিতার এই কাজে প্রচণ্ড ক্ষুব্ধ। বৈঠকে তিনি জানিয়েছেন, গিল্ডের তরফ থেকে কড়া পদক্ষেপ করা হবে।
নানান খবর
নানান খবর

ফের 'মা'-এর চরিত্রে অরিজিতা, রহস্যময়ী হয়ে কেন ফিরলেন পুরনো মেগায়? কী জানালেন অভিনেত্রী?

'বুলেট সরোজিনী'র জন্য শেষ হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক! পথ চলা ফুরোচ্ছে কোন জুটির?

পালক অতীত, রাশাকে মন দিলেন ইব্রাহিম! কার্তিক নন, 'চন্দু' হওয়ার কথা ছিল সুশান্তের?

কোমরে ব্যথা ও মানসিক চাপের কারণে হাসপাতালে ভর্তি সৃজিত মুখোপাধ্যায়! এখন কেমন আছেন পরিচালক?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?

‘লোক দেখাই না, কাজ করি’— অভিজিতের তোপের জবাবে মুখ খুলে আর কী বললেন রহমান?

গল্প জমজমাট, চরিত্র হাই-প্রোফাইল, তবু কেন উজ্জ্বল নিকমের বায়োপিক ছেড়ে দিলেন আমির খান?

সলমনের গাড়িতে বিস্ফোরণের হুমকির নেপথ্যে যুবক ধৃত! ‘লরেন্স বিষ্ণোই-স্টাইল’-এ খ্যাতি পাওয়ার চেষ্টা কেন করেছিল সে?

নববর্ষেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন রূপসা ও সায়নদীপ! ছোট্ট অগ্নিদেব-কে দেখে কী বলছে নেটপাড়া?

Exclusive: রাপ্পার ছবির পোস্টারে নেই স্রষ্টার নাম, প্রতিবাদে উত্তাল নেটপাড়া! ক্ষুব্ধ সুযোগ বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রাহুল