সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১২ : ০০
‘হেমা মালিনী’ ছবির পরিচালক পারমিতা মুন্সী গুপি শুট করেছিলেন। মঙ্গলবার ফেডারেশন এবং গিল্ডের যৌথ বৈঠকে প্রকাশ্যে সেই খবর। খবরে সিলমোহর দিয়েছেন পরিচালকের স্বামী সুদীপ ভট্টাচার্য। যিনি ইন্ডাস্ট্রিতে শিল্প নির্দেশক হিসেবে পরিচিত। একই কথা বলেছেন, প্রোডাকশন ম্যানেজারও। তিনি জানতে পেরেছিলেন বলেই শুটিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। ঘটনা প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ গিল্ডের সমস্ত বিভাগ। সদস্যরা এককাট্টা হয়ে এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। আজকাল ডট ইনকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছে, ‘‘আগের বৈঠকে সর্বসম্মতিক্রমে ঠিক হয়েছিল, যাঁরা এই ধরনের কাজের সঙ্গে জড়িত থাকবেন তাঁদের তিন মাস সাসপেন্ড করা হবে। এবারের বৈঠকেও সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পারমিতাদির শুটের সঙ্গে যে সমস্ত কলাকুশলী যুক্ত তাঁরা আগামী তিন মাস সাসপেন্ড হবেন।’’
স্বরূপ আরও জানান, গত সন্ধের বৈঠকে আরও অনেক ঘটনা প্রকাশ্যে আসে। যেমন, ‘হেমা মালিনী’ প্রথমে ছোট ছবি হওয়ার কথা ছিল। তারপর সেটি বড় ছবি হবে বলে ঠিক হয়। বিষয়টি সেভাবে কেউ জানতেন না। পরিচালনার পাশাপাশি ছবির প্রযোজকও পারমিতা। পাপিয়া রাও এই ছবিতে টাকা ঢেলেছেন। বিনিময়ে তিনি এই ছবিতে অন্যতম প্রধান চরিত্র ‘হেমা মালিনী’। পাশাপাশি, সাউথ সিটি আবাসনে এই মুহূর্তে শুটিং নিষিদ্ধ। কর্তৃপক্ষ আবাসিকদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কর্তৃপক্ষকে লুকিয়ে পাপিয়ার সহযোগিতায় পারমিতা সেখানে শুটের ব্যবস্থা করেন। কারণ, পাপিয়া ওই আবাসনের বাসিন্দা। ঘটনার সূত্রপাত তিন দিন আগে। পাপিয়া নিজের দায়িত্ব নিজের আবাসনের ভিতরে শুটের বন্দোবস্ত করে দেন। টিম নিয়ে ঢোকা যাবে না। তাই প্রোডাকশন ম্যানেজারকে পারমিতা কিছু কলাকুশলীর বন্দোবস্ত করে দিতে বলেন। তিনি রাজি না হলেই তখন নিজেই সেই দায়িত্ব নেন। বাছাই কিছু জনকে নিয়ে ক্যামেরায় শুটিং করেন। আগের দিন সবাইকে জানিয়েছিলেন, ছবির রাপ আপ পার্টি আছে।
গল্প আরও। এই ছবির কারণে নাকি একাধিক জনের থেকে টাকা নেওয়ার অভিযোগও উঠেছে পারমিতার বিরুদ্ধে। পরিচালককে তাঁর স্বামী গিল্ডের বিরুদ্ধাচারণ করতে নিষেধ করেছিলেন। তিনি শোনেননি। ফলে, ওই দিনের শুটে সুদীপ থাকেননি। পাশাপাশি, পারমিতা রাইটার গিল্ডের সদস্য। তিনি ছবি পরিচালনার আগে গিল্ডকেও সে কথা জানাননি। ফলে, গিল্ডও তাঁর উপরে ক্ষুব্ধ। ফেডারেশন সভাপতির কথায়, ‘‘পারমিতাদি প্রথমে বিষয়টি স্বীকার করতে চাননি। পরে নানা তথ্য প্রকাশ্যে আসতে স্বীকার করতে বাধ্য হন।’’ এই ধরনের অনৈতিক কাজের জন্য পরিচালকের বিরুদ্ধে কি কোনও পদক্ষেপ করছে ফেডারেশন? সভাপতি জানিয়েছেন, আগামী তিন মাস পারমিতাকেও গিল্ডের কেউ আর সহযোগিতা করবে না। তারপরেও তিনি যদি ছবির শুট নিজের মতো করে করে নিতে পারেন, সেটা তাঁর দায়িত্ব।
একই সঙ্গে প্রশ্নও তুলেছেন, ‘‘কড়া নিষেধ চালুর পরে দেব সাউথ সিটিতে শুটিংয়ের অনুরোধ জানিয়েছিলেন। আবাসন কর্তৃপক্ষ তাঁকেও অনুমতি দেয়নি। অথচ পাপিয়া নিজ দায়িত্বে কর্তৃপক্ষকে না জানিয়ে দিব্যি শুটিংয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন! আবাসন কর্তৃপক্ষ জানতে পেরে কলাকুশলীদের প্রশাসনের হাতে তুলে দিলে তার দায়িত্ব কে নিত?’’ বিষয়টি নিয়ে মতপ্রকাশ করেছেন রাইটার্স গিল্ডের সহ সভাপতি শিবাশিস বন্দ্যোপাধ্যায়ও। তিনি পারমিতার এই কাজে প্রচণ্ড ক্ষুব্ধ। বৈঠকে তিনি জানিয়েছেন, গিল্ডের তরফ থেকে কড়া পদক্ষেপ করা হবে।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
নিজের জন্মদিন উদ্যাপন করতে ভক্তদের নিষেধ করলেন ‘কেজিএফ’ তারকা যশ, জমায়েতও না! নেপথ্য কারণ কী?...
২০২৫-এ ৫১র চৌকাঠ পেরোচ্ছেন হৃতিক, জন্মদিন উদ্যাপনের বিশেষ পরিকল্পনা ফাঁস!...
'এতগুলো বছর কেটে গেলেও আজও ওকে ভুলতে পারিনি'-প্রয়াত অভিনেতা ইরফান খানের স্মৃতিচারণায় স্ত্রী সুতপা; আর কী বলল...
‘পুষ্পা ২’ থেকে ‘কল্কি ২৮৯৮ এডি’- ২০২৪ এর বক্স অফিস সেরা ৫ ভারতীয় ছবি...
সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় ফের 'রাউডি' হবেন অক্ষয়! বিপরীতে কোন বলি নায়িকা?...
'ভেড়িয়া'র প্রচারের সময়ে মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটেছিল! হাউহাউ করে কেঁদেছিলেন কৃতি! নেপথ্যে লুকিয়ে কোন ...
'টম অ্যান্ড জেরি' থেকেই টোকা 'পুষ্পা'র হাবভাব থেকে নাচ? মিল পেতেই তোলপাড় নেটপাড়া!...
'করণ-বিপাশা মহা ঝামেলাবাজ'! অভিনেতা-দম্পতির সঙ্গে 'ভয়ঙ্কর' কাজের অভিজ্ঞতা ভাগ মিকার!...
অঙ্কিতার জায়গায় আসছে নতুন নায়িকা! বহু বছর এগিয়ে 'জগদ্ধাত্রী'র গল্পে শুরু হচ্ছে কোন নতুন মোড়?...
এবার হিন্দি ধারাবাহিকে দেবজ্যোতি মিশ্রের সুর, সঙ্গ দিল প্রান্তিক-শালিনীর কন্ঠ ...
গোবিন্দাকে নাচ শিখেছিলেন সুনীতা! 'হিরো নং ১'-এর অর্ধাঙ্গিনীর বেফাঁস মন্তব্যে তোলপাড় নেট দুনিয়া...
৫৯ বছরে এসেও 'ভাইজান'-এর কামাল! বন্দুক হাতে একাই একশো সলমন, ভরপুর অ্যাকশনে কেমন জমলো 'সিকান্দর'-এর ট...
রহস্যে পরীমণি! মধুমিতার সঙ্গে আতস কাচে চোখ সোহমের, ভরপুর অ্যাকশনে কেমন জমলো 'ফেলুবক্সী'র টিজার?...
Breaking: ছোটপর্দায় ফিরছেন রূপাঞ্জনা! 'লাবণ্য সেনগুপ্ত'র ইমেজ সরিয়ে এবার কোন চরিত্রে অভিনেত্রী?...
সাদামাটা প্রেমে বিক্রম-দেবলীনা, পাকা চুলে মিষ্টি হাসি অনসূয়া মজুমদারের! 'রাস' প্রথম ঝলকে নজর কাড়লেন কারা?...