শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | Mohun Bagan: কলিঙ্গ যুদ্ধ জয়ে একনম্বরই লক্ষ্য হাবাসের

Sampurna Chakraborty | ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ : ৩৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: হাবাসের হাতে পড়ে বদলে গিয়েছে মোহনবাগান। বছর শেষের হারের গ্লানি ভুলে জয়ের হ্যাটট্রিকে ফিরেছে। তরতরিয়ে লিগ টেবিলের ওপরের দিকে উঠে পরেছে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সবুজ মেরুন। এক ম্যাচ বেশি খেলে ৩১ পয়েন্টে একনম্বর স্থান ওড়িশা এফসির দখলে। শনিবার ভুবনেশ্বরে এক এবং দুইয়ের লড়াই। জিতলেই টেবিলের মগডালে উঠে পড়ার সুযোগ থাকবে। আগের দিন ঘরের মাঠে পিছিয়ে পড়েও চার গোলের দাপুটে জয় একলাফে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে কাউকো, কামিন্সদের। মাঝমাঠে অনবদ্য ছিলেন ফিনিশ ফুটবলার। গোলের মধ্যে ফিরেছে বিদেশিরাও। তাই বিপক্ষের ডেরায় হলেও তিন পয়েন্টের কথাই ভাবছেন বাগানের বর্ষীয়ান কোচ। হাবাস বলেন, "ওদের ভাল প্লেয়ার, কোচ আছে। আমাদের টার্গেট পজিটিভ। ম্যাচ জিততে হবে। প্রতিপক্ষকে সমীহ করি। বিপক্ষের গতি ভাল। বেশ কয়েকজন প্লেয়ার সমস্যায় ফেলতে পারে। রয় এবং বাকিদের কন্ট্রোল করতে হবে। ওরা ভাল অবস্থায় আছে। উচ্চমানের ফুটবলার।"

অতীতে তাঁর কোচিংয়ে বাগানে ফুল ফোটান‌ রয় কৃষ্ণ। এবার প্রাক্তন ছাত্রকে রোখার চ্যালেঞ্জ। রয় কৃষ্ণর আলাদা উল্লেখ করলেও জানিয়ে রাখলেন, বিপক্ষের কোনও প্লেয়ারকে নিয়ে অতিরিক্ত ভাবতে চান না। প্রথম লেগে ঘরের মাঠে ওড়িশাকে হারাতে পারেনি মোহনবাগান। কিন্তু হাবাসের কাছে অতীতের কোনও গুরুত্ব নেই। নির্দিষ্ট দিনই আসল পরীক্ষা। হাবাস বলেন, "আমি বিপক্ষের কোনও নির্দিষ্ট প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই না। নিজের দল নিয়ে ভাবতে চাই। সেটাই গুরুত্বপূর্ণ। ৯০ মিনিটের ওপর রেজাল্ট নির্ভর করে। আগে কি হয়েছে তার গুরুত্ব নেই। এখন পরপর ম্যাচ, আমাদের খুব সতর্ক থাকতে হবে।" কাল লড়াইটা মূলত দুই স্প্যানিশ মগজাস্ত্রের, সার্জিও লোবেরা‌ এবং আন্তোনিও লোপেজ হাবাস। লিগের দুই অন্যতম সেরা কোচের স্ট্র্যাটেজির ওপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য। তবে বিপক্ষকে সমীহ করলেও তাঁর দল শীর্ষস্থান দখলের জন্যই ঝাঁপাবে, এটা জানাতে দ্বিধা করলেন না পোড়খাওয়া কোচ।‌ এই প্রসঙ্গে হাবাস বলেন, "ওড়িশায় গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে। প্রতিযোগিতামূলক ম্যাচ হবে। ওরা ভাল জায়গায় আছে। ভাল খেলছে। তবে আমরাও পেশাদার দল। সবাই প্রথম হওয়ায় জন্য লড়াই করে। কেউ দ্বিতীয়, তৃতীয় হওয়ায় জন্য খেলে না। একনম্বরের মানসিকতা নিয়েই খেলতে হবে। রোজ এটা মাথায় রেখেই লড়াই করতে হবে। ছেলেদের সেটা বলেছি।" ওড়িশা ম্যাচেও রোটেশন করে খেলানোর ইঙ্গিত দেন বাগানের স্প্যানিশ কোচ। তবে দলের শেপ যাতে ঠিক থাকে, সেদিকে নজর রাখবেন। ওড়িশার বিরুদ্ধে শুরু করতে পারেন আনোয়ার আলি এবং আশিস রাই। শুক্রবার কলকাতায় প্র্যাকটিস করে ভুবনেশ্বর রওনা দেবে মোহনবাগান দল। 




নানান খবর

নানান খবর

কোচের মেয়ের সঙ্গে প্রেম, মাঝে বিচ্ছিন্ন যোগাযোগ, বিশ্বকাপের সময়ে তারকা ক্রিকেটার জানতে পারেন বিয়ে স্থির করে ফেলেছেন মা

ভারত, পাকিস্তান ও বাংলাদেশে তিন ভাই, খেলছেন ক্রিকেট

তীব্র গরমে দুপুরে ম্যাচ, মোদি স্টেডিয়ামে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা করল গুজরাট ফ্রাঞ্চাইজি 

অলিম্পিকে নামতে হবে ব্রিটেন নামেই! স্কটল্যান্ডের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

নায়ারের অপসারণে নাকি গম্ভীরের ভূমিকা রয়েছে!‌ উঠে এল চাঞ্চল্যকর তথ্য

'হয় ওর ইগো আছে, বা সিনিয়রদের থেকে পরামর্শ নিতে লজ্জা পায়', পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নিশানায় বাবর

ভারতসেরা ইস্টবেঙ্গলের মেয়েরা, পুরস্কার তুলে দেওয়া হল ক্রীড়ামন্ত্রীর হাতে

সরাসরি সুপার কাপের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান, বেড়ে গেল ডার্বির সম্ভাবনা

ভারতে অনুষ্ঠিত এই মেগা ইভেন্টের যোগ্যতা অর্জন করল পাকিস্তান, কোথায় হবে ম্যাচ?

অসুস্থ ফুটবলার শুভর পাশে ময়দান, সাহায্যের হাত বাড়ালেন সৌরভও

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম? 

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

সোশ্যাল মিডিয়া