শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪

সম্পূর্ণ খবর

খেলা | Mohun Bagan: কলিঙ্গ যুদ্ধ জয়ে একনম্বরই লক্ষ্য হাবাসের

Sampurna Chakraborty | ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ : ৩৫Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: হাবাসের হাতে পড়ে বদলে গিয়েছে মোহনবাগান। বছর শেষের হারের গ্লানি ভুলে জয়ের হ্যাটট্রিকে ফিরেছে। তরতরিয়ে লিগ টেবিলের ওপরের দিকে উঠে পরেছে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সবুজ মেরুন। এক ম্যাচ বেশি খেলে ৩১ পয়েন্টে একনম্বর স্থান ওড়িশা এফসির দখলে। শনিবার ভুবনেশ্বরে এক এবং দুইয়ের লড়াই। জিতলেই টেবিলের মগডালে উঠে পড়ার সুযোগ থাকবে। আগের দিন ঘরের মাঠে পিছিয়ে পড়েও চার গোলের দাপুটে জয় একলাফে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে কাউকো, কামিন্সদের। মাঝমাঠে অনবদ্য ছিলেন ফিনিশ ফুটবলার। গোলের মধ্যে ফিরেছে বিদেশিরাও। তাই বিপক্ষের ডেরায় হলেও তিন পয়েন্টের কথাই ভাবছেন বাগানের বর্ষীয়ান কোচ। হাবাস বলেন, "ওদের ভাল প্লেয়ার, কোচ আছে। আমাদের টার্গেট পজিটিভ। ম্যাচ জিততে হবে। প্রতিপক্ষকে সমীহ করি। বিপক্ষের গতি ভাল। বেশ কয়েকজন প্লেয়ার সমস্যায় ফেলতে পারে। রয় এবং বাকিদের কন্ট্রোল করতে হবে। ওরা ভাল অবস্থায় আছে। উচ্চমানের ফুটবলার।"

অতীতে তাঁর কোচিংয়ে বাগানে ফুল ফোটান‌ রয় কৃষ্ণ। এবার প্রাক্তন ছাত্রকে রোখার চ্যালেঞ্জ। রয় কৃষ্ণর আলাদা উল্লেখ করলেও জানিয়ে রাখলেন, বিপক্ষের কোনও প্লেয়ারকে নিয়ে অতিরিক্ত ভাবতে চান না। প্রথম লেগে ঘরের মাঠে ওড়িশাকে হারাতে পারেনি মোহনবাগান। কিন্তু হাবাসের কাছে অতীতের কোনও গুরুত্ব নেই। নির্দিষ্ট দিনই আসল পরীক্ষা। হাবাস বলেন, "আমি বিপক্ষের কোনও নির্দিষ্ট প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই না। নিজের দল নিয়ে ভাবতে চাই। সেটাই গুরুত্বপূর্ণ। ৯০ মিনিটের ওপর রেজাল্ট নির্ভর করে। আগে কি হয়েছে তার গুরুত্ব নেই। এখন পরপর ম্যাচ, আমাদের খুব সতর্ক থাকতে হবে।" কাল লড়াইটা মূলত দুই স্প্যানিশ মগজাস্ত্রের, সার্জিও লোবেরা‌ এবং আন্তোনিও লোপেজ হাবাস। লিগের দুই অন্যতম সেরা কোচের স্ট্র্যাটেজির ওপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য। তবে বিপক্ষকে সমীহ করলেও তাঁর দল শীর্ষস্থান দখলের জন্যই ঝাঁপাবে, এটা জানাতে দ্বিধা করলেন না পোড়খাওয়া কোচ।‌ এই প্রসঙ্গে হাবাস বলেন, "ওড়িশায় গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে। প্রতিযোগিতামূলক ম্যাচ হবে। ওরা ভাল জায়গায় আছে। ভাল খেলছে। তবে আমরাও পেশাদার দল। সবাই প্রথম হওয়ায় জন্য লড়াই করে। কেউ দ্বিতীয়, তৃতীয় হওয়ায় জন্য খেলে না। একনম্বরের মানসিকতা নিয়েই খেলতে হবে। রোজ এটা মাথায় রেখেই লড়াই করতে হবে। ছেলেদের সেটা বলেছি।" ওড়িশা ম্যাচেও রোটেশন করে খেলানোর ইঙ্গিত দেন বাগানের স্প্যানিশ কোচ। তবে দলের শেপ যাতে ঠিক থাকে, সেদিকে নজর রাখবেন। ওড়িশার বিরুদ্ধে শুরু করতে পারেন আনোয়ার আলি এবং আশিস রাই। শুক্রবার কলকাতায় প্র্যাকটিস করে ভুবনেশ্বর রওনা দেবে মোহনবাগান দল। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

নেতৃত্ব বদলের পথে হাঁটলেন না নির্বাচকরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হরমনপ্রীতই অধিনায়ক ...

টস জিতে কেন প্রথমে ব্যাটিং? রোহিত বললেন, 'পিচের চরিত্র বুঝতেই পারিনি'...

ঢাকায় না আসার পরামর্শ শাকিবকে, মিরপুরে নামা হচ্ছে না তারকা অলরাউন্ডারের...

কলকাতা ডার্বিতে ডাগ আউটে পরিবর্তন? ম্যাচের আগে সুখবর লাল হলুদ সমর্থকদের জন্য...

দিল্লি ক্যাপিটালসের কোচ হেমাঙ্গ বাদানি, ডিরেক্টর অফ ক্রিকেট বেণুগোপাল রাও, কোন পদ দেওয়া হল সৌরভকে?...

বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে অবসর নিয়ে মুখ খুললেন মেসি, কী বললেন আর্জেন্টাইন তারকা? ...

জীবনের সেরা রেটিং রুটের, টেস্ট ব্যাটারদের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ইংরেজ তারকা ...

'ওদের থেকে এখনও আমি ভাল বক্সার', নিখাত-লভলিনাদের একহাত নিলেন মেরি ...

সাজিদ খানের ঘূর্ণিতে বেসামাল স্টোকসরা, ১২৭ রানে পিছিয়ে ইংল্যান্ড ...

ভারত নিয়ে কথাবার্তা নিষিদ্ধ পাক সাজঘরে, বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন পাকিস্তান এ দলের অধিনায়ক...

ব়্যাম্পে হেঁটে সমালোচনার মুখে, থোতা মুখ ভোঁতা করলেন মানু ভাকের...

ব়্যাম্পে হেঁটে সমালোচনার মুখে, থোতা মুখ ভোঁতা করলেন মানু ভাকের...

আবার ফিরছেন ঘরোয়া ক্রিকেটে, কেরলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলবেন ভারতের তারকা ক্রিকেটার...

লক্ষ্যের লক্ষ্যভ্রষ্ট! প্রথম রাউন্ড থেকেই বিদায়, এগোলেন সিন্ধু...

'অস্কারকে সময় দিন, ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে', ডার্বির আগে একসময়ের গুরুর পাশে প্রাক্তন বাগান তারকা সনি ...



সোশ্যাল মিডিয়া



02 24