শুক্রবার ২২ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২২ ফেব্রুয়ারী ২০২৪ ১৬ : ৩৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: হাবাসের হাতে পড়ে বদলে গিয়েছে মোহনবাগান। বছর শেষের হারের গ্লানি ভুলে জয়ের হ্যাটট্রিকে ফিরেছে। তরতরিয়ে লিগ টেবিলের ওপরের দিকে উঠে পরেছে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সবুজ মেরুন। এক ম্যাচ বেশি খেলে ৩১ পয়েন্টে একনম্বর স্থান ওড়িশা এফসির দখলে। শনিবার ভুবনেশ্বরে এক এবং দুইয়ের লড়াই। জিতলেই টেবিলের মগডালে উঠে পড়ার সুযোগ থাকবে। আগের দিন ঘরের মাঠে পিছিয়ে পড়েও চার গোলের দাপুটে জয় একলাফে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে কাউকো, কামিন্সদের। মাঝমাঠে অনবদ্য ছিলেন ফিনিশ ফুটবলার। গোলের মধ্যে ফিরেছে বিদেশিরাও। তাই বিপক্ষের ডেরায় হলেও তিন পয়েন্টের কথাই ভাবছেন বাগানের বর্ষীয়ান কোচ। হাবাস বলেন, "ওদের ভাল প্লেয়ার, কোচ আছে। আমাদের টার্গেট পজিটিভ। ম্যাচ জিততে হবে। প্রতিপক্ষকে সমীহ করি। বিপক্ষের গতি ভাল। বেশ কয়েকজন প্লেয়ার সমস্যায় ফেলতে পারে। রয় এবং বাকিদের কন্ট্রোল করতে হবে। ওরা ভাল অবস্থায় আছে। উচ্চমানের ফুটবলার।"
অতীতে তাঁর কোচিংয়ে বাগানে ফুল ফোটান রয় কৃষ্ণ। এবার প্রাক্তন ছাত্রকে রোখার চ্যালেঞ্জ। রয় কৃষ্ণর আলাদা উল্লেখ করলেও জানিয়ে রাখলেন, বিপক্ষের কোনও প্লেয়ারকে নিয়ে অতিরিক্ত ভাবতে চান না। প্রথম লেগে ঘরের মাঠে ওড়িশাকে হারাতে পারেনি মোহনবাগান। কিন্তু হাবাসের কাছে অতীতের কোনও গুরুত্ব নেই। নির্দিষ্ট দিনই আসল পরীক্ষা। হাবাস বলেন, "আমি বিপক্ষের কোনও নির্দিষ্ট প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই না। নিজের দল নিয়ে ভাবতে চাই। সেটাই গুরুত্বপূর্ণ। ৯০ মিনিটের ওপর রেজাল্ট নির্ভর করে। আগে কি হয়েছে তার গুরুত্ব নেই। এখন পরপর ম্যাচ, আমাদের খুব সতর্ক থাকতে হবে।" কাল লড়াইটা মূলত দুই স্প্যানিশ মগজাস্ত্রের, সার্জিও লোবেরা এবং আন্তোনিও লোপেজ হাবাস। লিগের দুই অন্যতম সেরা কোচের স্ট্র্যাটেজির ওপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য। তবে বিপক্ষকে সমীহ করলেও তাঁর দল শীর্ষস্থান দখলের জন্যই ঝাঁপাবে, এটা জানাতে দ্বিধা করলেন না পোড়খাওয়া কোচ। এই প্রসঙ্গে হাবাস বলেন, "ওড়িশায় গুরুত্বপূর্ণ প্লেয়ার আছে। প্রতিযোগিতামূলক ম্যাচ হবে। ওরা ভাল জায়গায় আছে। ভাল খেলছে। তবে আমরাও পেশাদার দল। সবাই প্রথম হওয়ায় জন্য লড়াই করে। কেউ দ্বিতীয়, তৃতীয় হওয়ায় জন্য খেলে না। একনম্বরের মানসিকতা নিয়েই খেলতে হবে। রোজ এটা মাথায় রেখেই লড়াই করতে হবে। ছেলেদের সেটা বলেছি।" ওড়িশা ম্যাচেও রোটেশন করে খেলানোর ইঙ্গিত দেন বাগানের স্প্যানিশ কোচ। তবে দলের শেপ যাতে ঠিক থাকে, সেদিকে নজর রাখবেন। ওড়িশার বিরুদ্ধে শুরু করতে পারেন আনোয়ার আলি এবং আশিস রাই। শুক্রবার কলকাতায় প্র্যাকটিস করে ভুবনেশ্বর রওনা দেবে মোহনবাগান দল।
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের ওপর চাপ বাড়াচ্ছে পাকিস্তান...
আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
আবির্ভাবেই রেকর্ড, চ্যাম্পিয়ন হয়ে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব...
কলকাতা ফুটবলের আকাশে নতুন নাম ইউকেএসসি
এই আম্পায়ার মাঠে থাকলেই কপাল খারাপ ভারতের! প্রকাশ্যে পারথ টেস্টের আম্পায়ার এবং ধারাভাষ্যকারদের তালিকা...
পারথে অগ্নিপরীক্ষা, কপিলের উদাহরণ দিয়ে বুমরাকে তাতালেন বিশ্বজয়ী দলের সদস্য...
মুম্বই-আহমেদাবাদ নয়, ২০৩৬ অলিম্পিকের ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে এই দুই শহর ...
ভারতীয় ক্রিকেটের ব্যাড বয়ের জন্য নিলামে ঝাঁপাতে পারে একাধিক দল, ২০ কোটিতে বিকোতে পারেন তারকা ...
কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিলেন রিঙ্কু, সেই যশকেই পাঠানো হল পারথে, কিন্তু কেন? ...
টেনশনের ম্যাচে চীনকে হারাল ভারত, তৃতীয়বার এশিয়াসেরা ভারতের মেয়েরা ...
ফেয়ারওয়েল ম্যাচে কোর্টে নেমেই আবেগে ভাসলেন নাদাল, কান্নায় ভিজল চোখ...
ওরা পারে, আমরা পারি না, ইন্দোনেশিয়ার সৌদি-জয় দেখিয়ে দিল গুরপ্রীতরা আইএসএলেই সুন্দর!...
নিউজিল্যান্ড সিরিজের ভরাডুবি ভুলে, নিজেদের প্রতি বিশ্বাস রাখার বার্তা রোহিতের ডেপুটির...
ভারতীয় দলের আত্মবিশ্বাসের অভাব রয়েছে, বর্ডার-গাভাসকর ট্রফির আগে খোঁচা অজি তারকার...
আরসিবির অধিনায়ক কে হবে? তরুণ ক্রিকেটারের নাম প্রস্তাব উথাপ্পার, শুনলে চমকে যাবেন...