মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Review: চেনা ছকে নতুন কেমিস্ট্রি ছড়িয়ে দিলেন সৌরভ চক্রবর্তী! দেবশ্রী রায়ের রসায়ন জমজমাট?

পরমা দাশগুপ্ত | | Editor: উপালি মুখোপাধ্যায় ২১ ফেব্রুয়ারী ২০২৪ ০৭ : ৫৫


ওটিটি-তে দেবশ্রী রায়। কেমন হল তাঁর প্রথম সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’? লিখছেন পরমা দাশগুপ্ত 

বোর্ডের পরীক্ষা। পড়ুয়াদের উপর পাহাড়প্রমাণ প্রত্যাশার চাপ। তা সামলানোর অছিলায় কোচিং ক্লাসের বাড়বাড়ন্ত। সেই রমরমার আড়ালে লুকিয়ে শিক্ষা-দুর্নীতির শিকড়। ইঁদুর-দৌড়নো জীবনযাপনে যা ঘোর বাস্তব। সমাজের এই চেনা কাহিনি এর আগে পর্দায় আসেনি, এমনটা নয়। বড়পর্দা থেকে ওটিটি, এই বিষয়বস্তু ঘিরে কাহিনিও কম নেই। দেবশ্রী রায়ের অভিষেক-সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’ তবে আলাদা কী?
আলাদা, কারণ সমাজের এই ঘুণ ধরা শিক্ষাব্যবস্থার কাহিনিতে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ অনায়াসে বুনে দিয়েছে অন্য স্বাদ। শিক্ষা-দুর্নীতির চেনা গল্পে অবলীলায় মিশেছে একালের ক্রেজ, ‘ভ্লগার’ হিসেবে ভাইরাল হওয়ার কাহিনি। মিশেছে পরিবারের পুরুষতন্ত্র, টক্সিক মানসিকতার সঙ্গে পরিবারের মেয়েদের বুক চিতিয়ে লড়া। সম্পর্কের সাবেক সমীকরণ থেকে বেরিয়ে সমকামিতার ‘দুঃসাহস’। জড়িয়ে গিয়েছে সাম্প্রতিক বাস্তবের চেনা দুর্নীতিও। সব মিলিয়ে দর্শকের সামনে যা এনে দাঁড় করিয়েছেন পরিচালক সৌরভ চক্রবর্তী, তাতে দর্শক মজে যেতে বাধ্য। 

৩৫ বছর গৃহবধূর জীবন পেরিয়ে আচমকা নিজের পায়ে দাঁড়াতে চেয়েই রীতিমতো সাহস দেখিয়েছিলেন সুচরিতা লাহিড়ী (দেবশ্রী রায়)। এককালে কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস ফার্স্ট সুচরিতা পড়াতে চেয়েছিলেন। আর মুখ ফুটে তা বলতে গিয়ে জুটল তাচ্ছিল্য। খানিকটা জেদের বশে আর কিছুটা কৌতূহলে সদ্য পরিচিত দুই ভ্লগার ছেলেমেয়ের সাহায্যে সোশ্যাল মিডিয়া চ্যানেল খুলে পড়ানো শুরু। পাশে পেলেন পুত্রবধূ মৌ (শ্রেয়া ভট্টাচার্য) এবং মেয়ে পুলুকে (ঋত্বিকা পাল)। কে জানত ‘কেমিস্ট্রি মাসি’ হয়ে সোশ্যাল মিডিয়ায় আসা, রোজকার জীবন থেকেই রসায়ন খুঁজে সহজ-সরল, অনায়াস কেমিস্ট্রি পড়ানোই ওলটপালট করে দেবে তাঁর জীবন! গ্রেফতার হতে হবে এনট্রান্স পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে। অসম লড়াইয়ে নামতে হবে নামী কোচিং সেন্টার থেকে শিক্ষা দফতর, সবার সঙ্গেই! শুধু তাই নয়। সুচরিতার ধারণাই ছিল না, তাঁর স্বামী সুশোভন লাহিড়ী (শঙ্কর চক্রবর্তী) কিংবা ছেলে ঋভুই (সপ্তর্ষি মৌলিক) হয়ে উঠবেন তাঁর প্রথম প্রতিপক্ষ। বেরিয়ে যেতে হবে এত বছরের সংসার ছেড়ে! এতদিনের চেনা মানুষগুলোর উদারমনস্কতার আড়াল থেকে বেরিয়ে পড়বে পুরুষতন্ত্রের দাঁত-নখ! 

‘কেমিস্ট্রি মাসি’ হয়ে ওটিটিতে এসেই স্বমহিমায় দেবশ্রী রায়। প্রথম ক্যামেরার মুখোমুখি হয়ে ভয়ে কাঁটা, অনলাইন দুনিয়ায় একেবারে অনভ্যস্ত পা রেখে অল্প দিনেই আত্মবিশ্বাসে ঝকঝকে হয়ে ওঠা থেকে স্বামী-ছেলের অচেনা চেহারার সঙ্গে যুদ্ধ কিংবা মেয়ের লড়াইয়ে কাঁধে কাঁধ মেলানো— প্রতি মুহূর্তে, প্রতি আবেগে মিশে গিয়েছেন চরিত্রে। স্ত্রীর নিজের পায়ে দাঁড়ানোর বাধা হয়ে ওঠা স্বামী থেকে নিজের ভুল বুঝতে পেরে শুধরে নিতে চাওয়া ‘সুশোভন’কে রক্তমাংসে গড়েছেন শঙ্করও। প্রথমে মা, তারপর স্ত্রী, শেষে বোন— প্রত্যেকেই যখন নিজেদের অধিকারের দাবি নিয়ে সামনে এসে দাঁড়ায়, বেসামাল হয়ে বিপক্ষে চলে যাওয়া ‘ঋভু’কে বিশ্বাসযোগ্য লাগে সপ্তর্ষিকে। স্বল্প পরিসরে ভীষণ নজর কেড়েছেন শ্রেয়াও। শীর্ষস্থানীয় কোচিং সেন্টারের ‘সুপার বস’, এক হাতে শিক্ষা দফতরকেই টলিয়ে দিতে পারা ক্ষমতাধর মোহিত আগরওয়ালের ক্লাসিক ‘ব্যাডম্যান’ চরিত্রে বিনয় শর্মাকে বেশ লাগে। সেই কোচিং সেন্টারেরই কর্মী, শিক্ষা দফতরের উচ্চপদস্থ কর্তার ছেলে এবং পুলুর প্রেমিকের চরিত্রে নজর কেড়েছেন সৌম্য মুখোপাধ্যায়। যদিও সিরিজের শেষ পর্বের কিছু দৃশ্যে চড়া দাগে হেঁটেছে তাঁর অভিনয়। এই সিরিজের প্রাপ্তি ঋত্বিকা। সিরিজ জুড়ে এতটাই স্বতঃস্ফূর্ত তাঁর অভিনয়, মনে হয় যেন পর্দা নয়, বাস্তবে এ সব ঘটছে তাঁর জীবনে। 


টানটান গল্প, বলিষ্ঠ অভিনয়ে জমজমাট ছয় পর্ব। তবু একেবারে নিখুঁত বলা যায় কি? গল্পে এত বড় একটা বিষয়কে ধরার পাশাপাশি মানসিকতার, সম্পর্কের সমস্যার বুনোট— এত কিছু একসঙ্গে আধ ঘণ্টার ছ’টি পর্বে কুলিয়ে নিতে গিয়ে কোথাও যেন তাড়াহুড়োর ছাপ। বিশেষত সম্পর্কের টানাপোড়েন থেকে পেশার টানাটানি, এক অনুভূতি থেকে অন্য অনুভূতিতে যাতায়াতের ক্ষেত্রে। মা-বাবার প্রত্যাশার চাপে পড়ুয়ার আত্মহত্যার প্লট না দিলেও চলত। একেবারে শেষ পাতের টুইস্টটাও ক্লিশে। চেনা ছক ধরেও কতটা আলাদা হয়ে উঠতে পারে পরের সিজন, আপাতত সেটাই দেখার।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

পর্দার জন্য নয়, বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন 'মেম বউ' সিরিয়ালের অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায় ...

'আমার সামনে দাঁড়াতেই...', অমিতাভকে দেখে বদলে গিয়েছিল রেখার নাচ! কোন গোপন কথা ফাঁস করলেন 'উমরাও জান'?...

অন্তর্বাস না পরা থেকে পাজামা খুলে যাওয়া, ‘জগন’-এর কথা বলতে গিয়ে আবেগে ভেসে আর কী বললেন সুব্রত?...

অভিনয়ের পাশাপাশি এবার পরিচালনায় রেজওয়ান! অ্যান্টনি ফিরিঙ্গি থেকে পুরনো কলকাতা ছুঁয়ে তৈরি করলেন ‘কালী কথা কলিকাতা’...

‘অ্যানিম্যাল’ নিয়ে রিয়্যালিটি শো-এর প্রতিযোগীর সঙ্গে তর্কে জড়ালেন পরিচালক, কটাক্ষ জাভেদ আখতারকেও!...

‘নর্মদা বাঁচাও আন্দোলন’-এর সঙ্গে এক বিন্দুতে মা হারা-কিশোরের যন্ত্রণাকে মেলায় গৌতমের ‘পরিক্রমা’ ...

গ্লোবের পাঁচ টাকার টিকিট, উথালপাথাল প্রেম এবং ‘গডফাদার’...

জন্মদিনে শর্মিলাকে ‘গ্যাংস্টার’ তকমা! শাশুড়ি-বউমার কেমন রসায়ন বোঝাতে চাইলেন করিনা?...

পুষ্পা ২’র বাজিমাত! সব রেকর্ড ভেঙে চুরমার, তৃতীয় দিনে অল্লু অর্জুনের ছবির ঝুলিতে কত আয়? ...

‘আমি বিন্দুমাত্র লজ্জিত নই, দুঃখিত-ও নই! বাংলা ভাষা আমার গর্ব ’, অকপট ইমন চক্রবর্তী ...

ক্ষুরধার বুদ্ধি অথচ ভাল খাবার পেলেই বাকি সব ভুল বিলকুল! কবে পর্দায় আসছে গোয়েন্দা ‘ফেলুবক্সী’?...

‘ছোট্ট মনে কষ্ট চেপে...’, মেয়ের জন্মদিনে আবেগঘন শ্রীলেখা, প্রাক্তন স্বামীকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী? ...

‘রাঙামতি তিরন্দাজ’ থেকে সরলেন মাধুরিমা! এবার বৃন্দা চরিত্রে দেখা যাবে কোন জনপ্রিয় অভিনেত্রীকে?...

মায়ের ‘সমান’ আরাধ্যা! প্রিমিয়ারে মৃত মহিলার পরিবারকে কত টাকা অর্থসাহায্য ‘পুষ্পা’র? ...

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘অহনা’, প্রতিযোগিতায় জায়গা করে নিল প্রমিতা ভৌমিকের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি...



সোশ্যাল মিডিয়া



02 24