বুধবার ১২ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

বইমেলা | শনিবার পর্যন্ত কত সংখ্যক মানুষ এসেছেন বইমেলায়? বই বিক্রিই বা কত হল? জানাল গিল্ড

RD | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৩৯Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: রবিবার শেষ হচ্ছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। একদিকে ছুটির দিন আর অন্যদিকে বইমেলার শেষ দিক হিসেবে শনিবার সকাল থেকে থিকথিকে ভিড় মেলা চত্বরে। গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানালেন, এখনও পর্যন্ত ২৩ লক্ষ মানুষ এসেছেন বইমেলায়। রবিবার ছুটির দিন এবং বইমেলার শেষ দিন হিসেবে ভিড় আরও বাড়বে। তবে অন্যবারের তুলনায় এবারে ভিড় তুলনামূলক কম হলেও ক্রেতা বেশি হয়েছে বলে জানিয়েছে গিল্ড। বই বিক্রি বেড়েছে এবার গতবারের তুলনায়।

গল্প, গান, কবিতা ছাড়া কি অস্তিত্ব নেই প্রেমের? কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালে জমজমাট আলোচনা সভা

ফেব্রুয়ারি মাসের চলতি সপ্তাহটাকে বলা হয় প্রেমের সপ্তাহ। আর এই সপ্তাহেই কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালে জমজমাট আলোচনা সভা অনুষ্ঠিত হল প্রেম নিয়ে। বিষয় ছিল গল্প, গান, কবিতা ছাড়া কি অস্তিত্ব নেই প্রেমের? অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্পিতা সরকার, প্রচেত গুপ্ত, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, সপ্তক সানাই দাস। অর্পিতা সরকার জানালেন, 'প্রেম কোনও বয়স মানে না। গল্প, কবিতা বলে নয় প্রেম আছে বলেই আমরা আছি।' 

শ্রীজাতর বক্তব্য, 'ভূ-ভারতে প্রেমের থেকে জনপ্রিয় বিষয় নেই। শিল্প হোক বা শিল্পের বাইরে হোক, প্রেমের থেকে বড় কিছু নেই। প্রেম টিকে না থাকলে আমরা কেউ থাকব না।' প্রচেত গুপ্তর কথায়, 'প্রেম জীবনে নানা ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। শুধু প্রোপোজে, গানে, কবিতায় প্রেম আটকে থাকে না। গল্প, কবিতা, গানে প্রেম থাকুক, কিন্তু বাইরে বেশি করে থাকুক।' পাশাপাশি, সপ্তক গানে গানে মাতিয়ে তুললেন এসবিআই অডিটোরিয়ামকে।

আগামী ২ মে মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জির 'যত কাণ্ড কাঠমাণ্ডুতে'

ফেলুদা কি আজও সমান জনপ্রিয়? শনিবার কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালে এই বিষয়েই এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এসবি আই অডিটোরিয়ামে। সেখানেই ফেলুদা ভক্তদের জন্য খুশির খবর দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। জানালেন, যে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যত কাণ্ড কাঠমাণ্ডুতে করার চুক্তি ছিল তাদের কিছু সমস্যার জন্য এতদিন মুক্তি পায়নি। তবে সমস্যা মিটে যাবে আশা করা যাচ্ছে। সব ঠিক থাকলে মে মাসের দু' তারিখে মুক্তি পাবে ফেলুদার এই নতুন ওয়েব সিরিজ। এদিন আলোচনায় সভায় সৃজিত মুখোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা অভিজিৎ গুহ এবং সিদ্ধার্থ চ্যাটার্জি।

আইএফএ স্টলে সঞ্জয় সেন, রবি হাঁসদা

কলকাতা বইমেলায় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের স্টলে গেলেই লক্ষ্য করা যাবে সন্তোষ ট্রফি। সঞ্জয় সেনের হাত ধরে এবার সন্তোষ ট্রফি এসেছে বাংলায়। বাংলা দলের ফুটবলারদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন বইমেলায় আইএফএ স্টলে উপস্থিত ছিলেন সন্তোষ জয়ী বাংলা দলের দুই তারকা ফুটবলার নরহরি শ্রেষ্ঠা এবং রবি হাঁসদা। সঙ্গে উপস্থিত ছিলেন সস্ত্রীক কোচ সঞ্জয় সেনও।


BookFair2025InternationalKolkataBookFair2025

নানান খবর

নানান খবর


সোশ্যাল মিডিয়া