শনিবার ১৫ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৮ ফেব্রুয়ারী ২০২৫ ২১ : ৪৩Sampurna Chakraborty
ইস্টবেঙ্গল - ০
চেন্নাইন - ৩ (নিশু কুমার-আত্মঘাতী, জর্ডন, চিমা)
আজকাল ওয়েবডেস্ক: খেলল ইস্টবেঙ্গল, জিতল চেন্নাই। শনিবাসরীয় রাতে নব্বই মিনিটের শেষে এই ক্যাচলাইন হতেই পারে। গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করে, গোলে শটের পর শট নিয়েও ভাড়ার শূন্য। আবারও গোল করতে ব্যর্থ অস্কার ব্রুজোর দল। যুবভারতীতে চেন্নাইন এফসির কাছে ০-২ গোলে হেরে সুপার সিক্সের আশা বিশ বাঁও জলে। ১৯ ম্যাচে ১৮ পয়েন্টেই আটকে থাকল ইস্টবেঙ্গল। বাকি মাত্র পাঁচ ম্যাচ। খাতায় কলমে এখনও সম্ভাবনা থাকলেও সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন কার্যত শেষ বললে ভুল হবে না। মুড়ি মুড়কির মতো সুযোগ নষ্ট করেন ডিয়ামানটাকোস, ক্রেসপো, সেলিসরা। পাঞ্জাব ম্যাচ ছাড়া বাকি ম্যাচে শুরুতে জোড়া গোল হজম করে প্রত্যাবর্তন করতে পারেনি লাল হলুদ। এদিনও তাই হল। তবে দ্বিতীয়ার্ধে যেভাবে খেলেছে ইস্টবেঙ্গল, কোনওভাবেই এই স্কোরলাইন হওয়া উচিত নয়। তিন পয়েন্ট মাঠে ফেলে এল ইস্টবেঙ্গল। হাত কামড়াবেন অস্কার ব্রুজো। তবে চেন্নাইয়ের রক্ষণে অনবদ্য ইরফান ইয়াদওয়াদ। আগের দিন সাংবাদিক সম্মেলনে ব্রুজো জানিয়েছিলেন, সুযোগগুলো গোলে কনভার্ট করতে হবে। কিন্তু এদিনও মাঠে তার প্রতিফলন ঘটল না। গত বছরের সর্বোচ্চ স্কোরার ডিয়ামানটাকোস ব্যর্থ। সেলিস, ক্রেসপোরা যে সুযোগ নষ্ট করলেন, ক্ষমার অযোগ্য।
দলে বেশ কয়েকটা পরিবর্তন করেন অস্কার ব্রুজো। চোট সারিয়ে দীর্ঘদিন পর প্রথম একাদশে ফেরেন সল ক্রেসপো। কিন্তু তিনি এখনও সম্পূর্ণ ফিট নয়। ডিয়ামানটাকোসের সঙ্গে রিচার্ড সেলিসকে জুড়ে দেন ইস্টবেঙ্গল কোচ। ঘরের মাঠে গোল তুলে নেওয়ার তাগিদে সরাসরি ৪-৪-২ ফরমেশনে চলে যান। কিন্তু সেই নৈপুণ্যের অভাব। অ্যাটাকিং থার্ডে ব্যর্থতা। বিরতিতে ০-২ গোলে পিছিয়ে থাকলেও, গোলের সুযোগ বেশি পায় ইস্টবেঙ্গল। কিন্তু ফিনিশিং নেই। বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা যায় ডিয়ামানটাকোসকে। বার দুয়েক পেনাল্টির দাবিও করেন। কিন্তু কর্ণপাত করেননি রেফারি। ম্যাচের ১৩ মিনিটে নিশু কুমারের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। মাঝমাঠের ভুলের জন্য কাউন্টার অ্যাটাকে উঠে আসার সুযোগ পায় চেন্নাই। জর্ডানের পাস থেকে কোনর শিল্ডের ব্যাক হিল। ক্লিয়ার করতে গিয়ে নিশুর পায়ে লেগে বল গোলে ঢুকে যায়। আইএসএলে এর আগেও একাধিকবার আত্মঘাতী গোল আছে লাল হলুদের।
ইস্টবেঙ্গল ম্যাচে ফেরার আগেই ব্যবধান বাড়ে। ২১ মিনিটে ২-০। ইরফানের মাইনাস থেকে আলতো টোকায় গোল জর্ডনের। তারপর বুক চাপড়ে অভিনব সেলিব্রেশন। মাত্র আট মিনিটের মধ্যে জোড়া গোল হজম। জর্ডনের সঙ্গে ছিলেন চুংনুঙ্গা। কিন্তু বড় চেহারার বিদেশির কাছে হার মানেন। ড্রিঙ্কস ব্রেকের পর আক্রমণ বাড়ায় অস্কার ব্রুজোর দল। বেশ কয়েকবার বক্সে ঢুকে পড়েন ডিয়ামানটাকোস। কিন্তু চেন্নাইয়ের পায়ের জঙ্গল ভাঙতে পারেননি। ম্যাচের ৪৩ মিনিটে সল ক্রেসপোর ফ্রিকিক লক্ষ্যভ্রষ্ট হয়। প্রশংসা করতে হবে ইরফানের। মোহনবাগান ম্যাচেও নজর কেড়েছিলেন। আরও একবার অনবদ্য। ডিয়ামানটাকোস, সেলিসদের আটকে দেন। দ্বিতীয়ার্ধে কিছু পরিবর্তন করেন অস্কার। বিরতির পর হেক্টর ইউস্তেকে তুলে প্রভাত লাকরাকে নামান। তাতে খেলার গতি বাড়ে। দুই প্রান্ত থেকে আক্রমণের ঝড় তোলে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটে ম্যাচে সমতা ফিরতে পারত। কিন্তু সেই গোল মিসের রোগ।
ম্যাচের ৫৫ মিনিটে সবচেয়ে সহজতম সুযোগ নষ্ট। নিশুর ফ্রিকিক থেকে বাইরে মারেন সল ক্রেসপো। তিন মিনিট পর আবার সিটার মিস। ৫৮ মিনিটে নিশ্চিত গোল মিস সেলিসের। মাঝমাঠ থেকে চুংনুঙ্গার একটা লম্বা বল ধরে সামনে একা চেন্নাইয়ের গোলকিপার মহম্মদ নওয়াজকে পেয়েও তেকাঠিতে রাখতে পারেননি ভেনেজুয়েলান স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে যেভাবে শুরু করে ইস্টবেঙ্গল, বিরতির প্রথম ১০ মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরা উচিত ছিল। মরিয়া হয়ে ম্যাচের ৬০ মিনিটে মেসি বাউলিকে নামান অস্কার। সবে শুক্রবার কলকাতায় এসেছেন। কোনও বিশ্রাম ছাড়াই এদিন তাঁকে নামিয়ে দেওয়া হয়। প্রথম কয়েকটা টাচ দেখে খারাপ লাগেনি। গোলে শটও নেন। তবে ক্লান্তির ছাপ ছিল। ম্যাচের ৭০ মিনিটের মাথায় আবার গোলের সুযোগ পায় ইস্টবেঙ্গল। কিন্তু জটলার মধ্যে বল পায়ের জঙ্গলে আটকে যায়। তার মিনিট পাঁচেক পর সেলিসের দূরপাল্লার জোরাল শট বাঁচান চেন্নাইয়ের কিপার নওয়াজ। আগের দিন অস্কার জানিয়েছিলেন, আনোয়ারের খেলার সম্ভাবনা কম। কিন্তু এদিন ম্যাচের ৭২ মিনিটে দেশের সেরা ডিফেন্ডারকে নামিয়ে দেন। দীর্ঘদিন পর মাঠে নেমেই কার্যকরী ভূমিকা নেন আনোয়ার। ম্যাচের শেষলগ্নে জোড়া হলুদ, অর্থাৎ লালকার্ড দেখে মাঠ ছাড়েন চুংনুঙ্গা। চলতি মরশুমে তাঁর দ্বিতীয় লালকার্ড। একেবারে শেষ মিনিটে ৩-০। পুরোনো দলের বিরুদ্ধে গোল করলেন চিমা চুকু। আইএসএলে নিজের একশোতম ম্যাচ স্মরণীয় করে রাখলেন ওয়েন কোয়েল।
নানান খবর

নানান খবর

নয়া নজির, সুপার ওভারে উঠল না এক রানও! শূন্য রানে শেষ ইনিংস

আইএসএলের প্লে অফের দিন ঘোষণা, কবে নামবে মোহনবাগান? ফাইনাল কোথায়?

বুমরার পর অনিশ্চিত স্যামসনও, পারবেন আইপিএলে উইকেটকিপিং করতে?

ইংল্যান্ড সিরিজেও রোহিতই অধিনায়ক থাকছেন? বোর্ড নিল বড় সিদ্ধান্ত

আইপিএল খেলতে পারবেন বুমরা? এল বড় আপডেট

সপরিবারে ছুটি কাটাতে মালদ্বীপে রোহিত, ছবিতে ভরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় লক্ষ্যের

শচীনের থেকে হোলি সারপ্রাইজ পেলেন যুবি, কী হল তারপর?

রোহিত বা বিরাট নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য কাকে কৃতিত্ব দিলেন পন্টিং?

রোহিত বা বিরাট নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য কাকে কৃতিত্ব দিলেন পন্টিং?

খারাপ সময় যেন কাটছেই না, কেরিয়ারে এবার বিরাট ধাক্কা, দু’বছরের জন্য ব্যান হ্যারি ব্রুক

কে বলল যুবরাজ অবসরে গিয়েছেন! অজিদের বিরুদ্ধে মাস্টার্স লিগে ফিরে এলেন সেই পুরনো যুবি, রইল তাঁর তাণ্ডবের ভিডিও

হাঁটুর অস্ত্রোপচার, চার মাস মাঠের বাইরে তারকা বোলার

হাঁটুর অস্ত্রোপচার, চার মাস মাঠের বাইরে তারকা বোলার

বড় ধাক্কা খেল পন্থের লখনউ, আইপিএলে বলই করতে পারবেন না ৩.৪ কোটির তারকা