বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৪ জানুয়ারী ২০২৪ ১৬ : ৩৪Sampurna Chakraborty
ইস্টবেঙ্গল - ২ (হিজাজি, সিভেরিও)
জামশেদপুর - ০
আজকাল ওয়েবডেস্ক: সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল। বুধবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে ট্রফির দিকে আরও একধাপ এগিয়ে গেল লাল হলুদ। গোল করেন হিজাজি এবং সিভেরিও। কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে এক দশকেরও বেশি সময় পর আবার সর্বভারতীয় ট্রফি জয়ের হাতছানি ইস্টবেঙ্গলের সামনে। কুয়াদ্রাতের কোচিংয়ে পুরো বদলে গিয়েছে লাল হলুদ। মাত্র কয়েক মাসের ব্যবধানে ডুরান্ডের পর দলকে সুপার কাপের ফাইনালে তুললেন স্প্যানিশ কোচ। তিনটের মধ্যে জোড়া ডার্বি জয়। ট্রেভর মর্গ্যান জামানার পর ইস্টবেঙ্গলের সবচেয়ে সফল অধ্যায়ের শুরু। লাল হলুদের প্রাক্তনী খালেদ জামিলের তুকতাক আটকাতে পারল না ক্লেইটনদের। ডার্বি জয়ের পর কুয়াদ্রাত জানিয়েছিলেন, আরও ১৮০ মিনিট পার করতে হবে তাঁদের। তার প্রথম ৯০ মিনিট দাপটের সঙ্গে অতিক্রম করল ইস্টবেঙ্গল।
এদিন দলে একটি পরিবর্তন করেন কুয়াদ্রাত। কার্ডের জন্য ছিলেন না বোরহা। তাঁর পরিবর্তে প্রথম একাদশে ফেরেন বিষ্ণু। ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ক্রেসপোর পাস থেকে সুপার কাপে নিজের দ্বিতীয় গোল করেন হিজাজি। ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও জামশেদপুরের সেই ক্ষিপ্রতা ছিল না। তবে প্রশংসা করতে হবে প্রভসুখন গিলের। গোলের নীচে অনবদ্য ছিলেন লাল হলুদ কিপার। বেশ কয়েকটা নিশ্চিত গোল রোখেন। যার ফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। কুয়াদ্রাত আগেই জানিয়েছিলেন, এক গোলের মার্জিন নিরাপদ নয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই কোচকে স্বস্তি দেন সিভেরিও। ম্যাচের ৪৭ মিনিটে নিশুকুমারের ক্রস থেকে গোল করে ব্যবধান বাড়ান সিভেরিও। এরপর দু"দলই সুযোগ তৈরি করেছিল। কিন্তু গোলমুখ খুলতে পারেনি। ম্যাচের ৮১ মিনিটে বক্সের মধ্যে পরিবর্ত ফুটবলার সায়ন ব্যানার্জিকে ফাউল করা হয়। পেনাল্টি দেন রেফারি। সরাসরি ক্রসপিসে মারেন ক্লেইটন। ডার্বির নায়কের পেনাল্টি মিস। সুপার কাপে নিজের পঞ্চম গোল তুলে নিতে ব্যর্থ ব্রাজিলীয়। তার এক মিনিটের মধ্যে ব্যবধান কমানোর সুযোগ ছিল জামশেদপুরের সামনে। কিন্তু ক্রসপিসে মারেন প্রতীক। ম্যাচ শেষে কুয়াদ্রাতে মাতেন লাল হলুদ সমর্থকরা। তাঁর মস্তিষ্কে ট্রফি দেখছে ইস্টবেঙ্গল সাপোর্টাররা।
নানান খবর
নানান খবর

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

কলকাতা পুলিশ কোয়ার্টারে স্বাস্থ্য শিবির: টেকনো ইন্ডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগে জনসেবার নতুন দিশা

গ্যাগরিনের মহাকাশ যাত্রার স্মরণে কলকাতায় কসমোনটিক্স ডে উদযাপন, রাশিয়ান কনসুলেটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

সমাধানের জন্য নেওয়া হচ্ছে আইনি পরামর্শ, আলোচনা থেকে বেরিয়ে জানালেন ব্রাত্য

'আমাদের অফিসারকে ভয়ঙ্কর ভাবে মারা হয়েছে', কসবা ঘটনা নিয়ে কমিশনার মনোজ ভার্মা

খোলা আকাশের নিচে সেলুলয়েড: নাকতলার ওপেন এয়ার সিনেমা উৎসবের এক ব্যতিক্রমী গল্প

টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনে শুরু হল IncubES 2025, জাতীয় ইনভেস্টর-স্টার্টআপ সম্মেলন

কসবায় শিক্ষকদের আন্দোলনে ভাঙচুরের ঘটনায় কলকাতা পুলিশের স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ, কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ!

মাত্র ১০ মিনিটের আনন্দ, অবশেষ পরিণতি মৃত্যু! কতটা সতর্ক জনগণ, কী বলছেন বিশেষজ্ঞরা

একদিনে মিছিল একাধিক, হয়রান সাধারণ মানুষ, কোথায় পরিস্থিতি কেমন? সোশ্যাল মিডিয়ায় আপডেট ট্রাফিক পুলিশের