বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৪ জানুয়ারী ২০২৪ ১৭ : ২৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল ২ (হিজাজি, সিভেরিও) - শ্রীনিধি ১ (উইলিয়াম, পেনাল্টি)। সুপার কাপে গ্রুপ পর্বের টানা দু’ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। রবিবার শ্রীনিধি এফসি–কে ইস্টবেঙ্গল হারাল ২–১ গোলে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন হিজাজি মাহের এবং সিভেরিও। শেষ মুহূর্তে শ্রীনিধির হয়ে ব্যবধান কমান উইলিয়াম। রবিবারের পরে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পয়েন্ট এবং গোল পার্থক্য সমান। তবে বেশি গোল দেওয়ার সুবাদে ইস্টবেঙ্গল গ্রুপের শীর্ষে। অর্থাৎ বড় ম্যাচে ড্র করলেই তারা সেমিফাইনালে চলে যাবে। কিন্তু মোহনবাগানকে জিততেই হবে। হায়দরাবাদের বিরুদ্ধে রক্ষণ নড়বড়ে থাকলেও, শ্রীনিধি ম্যাচে সেই সমস্যা দেখা গেল না। বেশ পরিচ্ছন্ন ফুটবল উপহার দিল লাল–হলুদ।
মাঠে নামার আগেই মোহনবাগান–হায়দরাবাদ ম্যাচের ফল জেনে গিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। বুঝেই গিয়েছিলেন বড় ম্যাচে সুবিধাজনক জায়গায় থেকে নামতে হলে, শ্রীনিধিকে হারাতেই হবে। সঙ্গে খেয়াল রাখতে হবে গোলপার্থক্য। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ছকেই মাঠে নামেন কার্লেস। প্রথম একাদশে একসঙ্গে ছয় বিদেশি। ক্লেইটনের সঙ্গে আক্রমণভাগে সিভেরিও। টানা খেলে যাওয়া সৌভিকের জায়গায় অজয় ছেত্রি। দুই স্টপার পার্ডো এবং হিজাজি।
প্রথমার্ধের একটা সিংহভাগ সময় ইস্টবেঙ্গল একাধিপত্য নিয়ে খেলে গেল। এই মরশুমের শুরু থেকেই সেটপিসে বৈচিত্র আনার চেষ্টা করেছেন কার্লেস কুয়াদ্রাত। তবে তাঁর দল যে তা ম্যাচে দারুণভাবে প্রয়োগ করতে পেরেছে তা নয়। তবে এদিন ইস্টবেঙ্গলের প্রথম গোল এল বুদ্ধিদীপ্ত ফ্রিকিকে। ছোট ফ্রিকিক থেকে বল পেয়ে মাপা সেন্টার নিশু কুমারের। হিজাজি মাহের যেন জানতেন বল তাঁর কাছেই আসবে। দীর্ঘকায় ডিফেন্ডারের জোরালো হেড জালে জড়িয়ে গেল। ইনসিওরেন্স গোল এল ৩২ মিনিটে। গোল করলেন, বিদায়ের দরজায় দাঁড়িয়ে থাকা সিভেরিও। তাঁর পরিবর্ত ইয়াগো ফালকে দ্রুত দলে যোগ দেবেন। সেক্ষেত্রে সুপার কাপের পর আর তাঁকে ইস্টবেঙ্গল জার্সিতে দেখা যাবে না। সেই সিভেরিও এদিন বক্সের অনেকটা দূর থেকে গোল করলেন। ক্লেইটনের হেড ধরে সিভেরিওর শট শ্রীনিধির এক ফুটবলারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ৪৩ মিনিটে শ্রীনিধির ডেভিড ক্যাসানেডার হেড জালে জড়ালেও তা অফসাইডের জন্য বাতিল হয়। যদিও এই সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিবাদ জানায় শ্রীনিধি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় শ্রীনিধি। তবে গত ম্যাচের থেকে একটা বড় পার্থক্য লক্ষ করা যায় রবিবার ইস্টবেঙ্গলের খেলায়। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গল রক্ষণের যে সমস্যা ভীষণভাবে চোখে পড়েছিল সেই রোগ শেষ কয়েক দিনে অনেকটাই সারিয়ে ফেলেছেন কার্লেস কুয়াদ্রাত। আইএসএলের শেষ কয়েকটা ম্যাচের মতো এদিন আবার ইস্টবেঙ্গল রক্ষণকে অনবদ্য নেতৃত্ব দিলেন ‘নিখুঁত’ হিজাজি। দুরন্ত ফুটবল খেলে, গোল করে তিনিই ম্যাচের সেরা। ইস্টবেঙ্গল তৃতীয় গোলের যথেষ্ট সুযোগ পেয়েছিল। ৮৭ মিনিটে প্রায় গোল পেয়েই যাচ্ছিল তারা। বাধা হয়ে দাঁড়ান শ্রীনিধি গোলরক্ষক আরিয়ান এবং পোস্ট। প্রথমে ক্লেইটনের ফ্রিকিক এবং ফিরতি বলে নন্দকুমারের দুরন্ত শট বাঁচিয়ে দেন আরিয়ান। ফলো আপে হিজাজির শরীর ছুড়ে করা হেড পোস্টে লেগে ফিরে আসে। ৯০ মিনিটের মাথায় অজয় ছেত্রির ভুলে পেনাল্টি পায় শ্রীনিধি। ব্যবধান কমান উইলিয়াম। নষ্ট হয় ইস্টবেঙ্গলের ক্লিনশিট। যদিও শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল : গিল, রাকিপ, পার্ডো, হিজাজি, নিশু, সল, অজয়, নন্দকুমার, বোরহা (বিষ্ণু), সিভারিও (সৌভিক), ক্লেইটন।
নানান খবর
নানান খবর

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?

মোহনবাগানে ট্রফির মেলা, নববর্ষে জমজমাট ময়দান, মিলে গেল ফুটবল-ক্রিকেট

এই রোগে আক্রান্ত পাঞ্জাব অধিনায়ক শ্রেয়সও! টসের সময়ে জেনে ফেলল গোটা দেশ

'নেটে বলই করতে চায় না', কলকাতার এই নাইট তারকা সম্পর্কে অজানা কাহিনি শোনালেন প্রাক্তন নাইট

রোহিতকে রানে ফেরার দাওয়াই দিলেন এই প্রাক্তন ক্রিকেটার

'ফর্ম হারানো অপরাধ তো নয়', খারাপ সময়ে এই মহিলা ক্রিকেটারকে পাশে পেলেন রোহিত

কাল সকালে সবুজ মেরুন তাঁবুতে আইএসএল ট্রফি, পতাকা উত্তোলন

আবার সাফল্য, বাংলার প্রথম ক্লাব হিসেবে ইউথ ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

‘অসাধারণ কৃতিত্ব’, মোহনবাগানের আইএসএল ডাবলের পর ক্লাবকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

গোল করতে ব্যর্থ মেসি, জয়ের মুখ দেখল না ইন্টার মায়ামিও

আইপিএলে বিরল দৃশ্য, ম্যাচ চলাকালীন ব্যাট পরীক্ষা করে দেখলেন আম্পায়াররা