শুক্রবার ০৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | Delhi: ইজরায়েল দূতাবাস সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনায় এফআইআর দায়ের

Pallabi Ghosh | ৩০ ডিসেম্বর ২০২৩ ১৪ : ০৭Pallabi Ghosh


বীরেন ভট্টাচার্য, দিল্লি: দিল্লির চাণক্যপুরীতে ইজরায়েল দূতাবাস সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। তুঘলক রোড থানায় এই এফআইআর করা হয়েছে। গত মঙ্গলবার দিল্লির চাণক্যপুরীতে ইজরায়েল দূতাবাস সংলগ্ন এলাকায় হাল্কা বিস্ফোরণ হয়। পরদিনই ঘটনাস্থলে যায় এনএসজি, এনআইএ এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল।
ঘটনাস্থল থেকে গাছের পাতা, গাছ, মাটির নমুনা সংগ্রহ করা হয়। বিস্ফোরণের ধরণ খতিয়ে দেখছে পুলিশ এবং অন্যান্য তদন্তরকারী দল। খুব দ্রুতই বিস্ফোরণ নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিতে চলেছে এনএসজি। ইজরায়েল দূতাবাসের দাবি অনুযায়ী, তাঁদের দপ্তর থেকে মাত্র ২৫০ মিটার দূরে নন্দা হাউসের সামনে বিস্ফোরণ ঘটে বিকেল পৌনে ৬টা নাগাদ। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ইজরায়েল রাষ্ট্রদূতের উদ্দেশে লেখা চিঠি পাওয়া যায়। ইজরায়েল এবং হামাসের যুদ্ধের প্রেক্ষিতে এই বিস্ফোরণের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলি। বিস্ফোরণস্থল থেকে দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। তাদের গতিবিধি নজরে রাখা হচ্ছে। ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার চেষ্টায় রয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। শুক্রবার বিদেশমন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, তদন্ত সংস্থাগুলি বিষয়টি দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুখ খুলতে নারাজ বিদেশমন্ত্রক।
এদিকে, এই বিস্ফোরণের ঘটনার পরেই ইজরায়েল দূতাবাসের সামনে মোতায়েন করা হয়েছে বিএসএফ, সিআরপিএফ সহ অন্যান্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। তীব্র ঠাণ্ডায় সেই সমস্ত বাহিনীর জওয়ানদের দিনরাত কর্তব্যরত অবস্থায় থাকতে হচ্ছে ফাঁকা রাস্তায়। এমনকী, তাঁদের দূতাবাসের শৌচালয়ও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। বিষয়টি জানতে পেরেই দিল্লি পুলিশ, দিল্লি পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। জওয়ানদের জন্য তাঁবু এবং দূতাবাসের শৌচালয় ব্যবহার যাতে তাঁরা করতে পারেন তার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষি লেখিকে দূতাবাসের সঙ্গে আলোচনা করার অনুরোধ জানিয়েছেন সাকেত। একইসঙ্গে তাঁর বক্তব্য, "সমস্ত সমস্যার মধ্যে নিজেদের কর্তব্য পালন করা সাহসী, বীর জওয়ানদের প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত।"




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

'রাখে হরি মারে কে', শ্মশানে যাওয়ার পথে স্পিডব্রেকারে গাড়ি ধাক্কা খেতেই মৃত হয়ে উঠলেন জীবন্ত! ...

‘দশ মিনিট সময় দিচ্ছি’, ভাইরাল ভিডিওতে মনিকার হুমকি সামনে, ভিডিওতে বিস্ফোরক পুনীতও!...

এই অনলাইন ডেলিভারি অ্যাপে এবার ১০ মিনিটেই বাড়ির দরজায় অ্যাম্বুলেন্স, কীভাবে করবেন?...

রিল বানাতে গিয়ে চরম পরিণতি! উল্টে গেল ৭ কিশোর বোঝাই নৌকা, মৃত ১...

অবশেষে মুক্তি, ৪০ বছর পর ভোপাল থেকে সরানো হল গ্যাস দুর্ঘটনার বর্জ্য...

১০ দিন পর ৭০০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার তিন বছরের শিশু...

১২৪ বছরের হিসেবে শীর্ষে ২০২৪-ই, বছর শেষ হতেই সামনে এল তথ্য, কোন বিষয়ে জানেন?...

দাউদের সম্পত্তি! ছোট্ট একফালি দোকানের জন্য ২৩ বছর লড়াই করলেন ব্যক্তি ...

রান্না করা থেকে বাসন মাজা, সব পারে বাঁদর! 'রানি'কে দেখতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা...

বিমানে উঠলেই জীবন হবে মজার, কোন চমক নিয়ে এল এয়ার ইন্ডিয়া...

নিজের জিভ কেটে ভগবান শিবকে উৎসর্গ করল একাদশ শ্রেণির ছাত্রী, তারপর কী হল ...

সিট কভার ছিঁড়ে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলছেন যাত্রী! এ কেমন রিলের নেশা? ...

নতুন বছরে এসবিআই ফিক্সড ডিপোজিটে বাম্পার সুদ দেবে, জেনে নিন এখনই...

চাই বিমার টাকা, ভাইকে খুন করে জ্বালিয়ে দিল আরেক ভাই, ঘটনার কথা জানলে শিউরে উঠবেন আপনিও...

হাত-সাফাইয়ের গ্যাং নাকি কর্পোরেট সংস্থা? চোরেদের জন্য স্থায়ী বেতন-নিখরচায় খাবার-যাতায়াতের ভাড়া!...



সোশ্যাল মিডিয়া



12 23