বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩০ ডিসেম্বর ২০২৩ ১৪ : ০৭Pallabi Ghosh
বীরেন ভট্টাচার্য, দিল্লি: দিল্লির চাণক্যপুরীতে ইজরায়েল দূতাবাস সংলগ্ন এলাকায় বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। তুঘলক রোড থানায় এই এফআইআর করা হয়েছে। গত মঙ্গলবার দিল্লির চাণক্যপুরীতে ইজরায়েল দূতাবাস সংলগ্ন এলাকায় হাল্কা বিস্ফোরণ হয়। পরদিনই ঘটনাস্থলে যায় এনএসজি, এনআইএ এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল।
ঘটনাস্থল থেকে গাছের পাতা, গাছ, মাটির নমুনা সংগ্রহ করা হয়। বিস্ফোরণের ধরণ খতিয়ে দেখছে পুলিশ এবং অন্যান্য তদন্তরকারী দল। খুব দ্রুতই বিস্ফোরণ নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিতে চলেছে এনএসজি। ইজরায়েল দূতাবাসের দাবি অনুযায়ী, তাঁদের দপ্তর থেকে মাত্র ২৫০ মিটার দূরে নন্দা হাউসের সামনে বিস্ফোরণ ঘটে বিকেল পৌনে ৬টা নাগাদ। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ইজরায়েল রাষ্ট্রদূতের উদ্দেশে লেখা চিঠি পাওয়া যায়। ইজরায়েল এবং হামাসের যুদ্ধের প্রেক্ষিতে এই বিস্ফোরণের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ এবং তদন্তকারী সংস্থাগুলি। বিস্ফোরণস্থল থেকে দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলে সূত্রের খবর। তাদের গতিবিধি নজরে রাখা হচ্ছে। ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার চেষ্টায় রয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। শুক্রবার বিদেশমন্ত্রকের সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, তদন্ত সংস্থাগুলি বিষয়টি দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুখ খুলতে নারাজ বিদেশমন্ত্রক।
এদিকে, এই বিস্ফোরণের ঘটনার পরেই ইজরায়েল দূতাবাসের সামনে মোতায়েন করা হয়েছে বিএসএফ, সিআরপিএফ সহ অন্যান্য কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। তীব্র ঠাণ্ডায় সেই সমস্ত বাহিনীর জওয়ানদের দিনরাত কর্তব্যরত অবস্থায় থাকতে হচ্ছে ফাঁকা রাস্তায়। এমনকী, তাঁদের দূতাবাসের শৌচালয়ও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। বিষয়টি জানতে পেরেই দিল্লি পুলিশ, দিল্লি পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। জওয়ানদের জন্য তাঁবু এবং দূতাবাসের শৌচালয় ব্যবহার যাতে তাঁরা করতে পারেন তার ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষি লেখিকে দূতাবাসের সঙ্গে আলোচনা করার অনুরোধ জানিয়েছেন সাকেত। একইসঙ্গে তাঁর বক্তব্য, "সমস্ত সমস্যার মধ্যে নিজেদের কর্তব্য পালন করা সাহসী, বীর জওয়ানদের প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত।"
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
সরগরম রাজধানী, দিল্লি ভোটের আগে কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর ...
ডাকাতির টাকায় বান্ধবীর জন্য কলকাতায় ৩ কোটির বাড়ি, অবশেষে পুলিশের জালে অভিযুক্ত ...
দিল্লি বিধানসভা ভোট ২০২৫: ঝাড়ু-পদ্ম-হাত শিবিরের জোর টক্কর, গেম-চেঞ্জার হতে পারে কোন বিষয়গুলি?...
কাল থেকে দিল্লির ভোট, বাজল যুদ্ধের দামামা
ভারতরত্নের সঙ্গে কলকাতার একটি যোগ রয়েছে, আপনি কী জানেন ...
লিখিত পরীক্ষা ছাড়াই NTPC-তে চাকরির সুবর্ণ সুযোগ, বেতন ১ লাখ ৪০ হাজার টাকা...
দুই মদ্যপের বিবাদ, বন্ধুর গলার নলি কেটে খুন করল যুবক, গ্রেপ্তার ২ ...
ফের রক্তাক্ত উপত্যকা, বাড়িতে ঢুকে প্রাক্তন সেনাকর্মীকে হত্যা করল জঙ্গিরা...
অতি লোভের মাসুল, হোয়াটসঅ্যাপ মেসেজে প্রতারণা! গায়েব ৫১ লাখের-ও বেশি...
আরও স্বস্তি মধ্যবিত্তের! এবার কমতে পারে সুদের হার, বড় ঘোষণার সম্ভাবনা কবে? ...
কাজে অনীহা? 'ফক্সডাক্টিভিটি' হয়নি তো? মারণ রোগ বাসা বাঁধছে শরীরে!...
এসি চালিয়ে বেমালুম ঘুরছেন! গাড়ির কতো পেট্রোল পোড়ে জানেন! শুনলে মাথায় হাত পড়বে আপনার! ...
৪০ হাজার টাকা ঋণ নিয়ে শ্যালিকাকে খুন ও গণধর্ষণ, কিন্তু শেষরক্ষা হল না, পুলিশের জালে জামাইবাবু...
বাজাটে বিহারকে ঢালাও 'উপহার', কেন? জবাবে আব্রাহাম লিঙ্কনের উদ্ধতি তুলে ধরলেন নির্মলা!...
চিপস, কোল্ড ড্রিঙ্কস, ওয়াইফাই, অ্যাপ ক্যাবে কী নেই! চালকের কীর্তিতে জোর চর্চা নেট দুনিয়ায় ...