শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ ডিসেম্বর ২০২৩ ১৬ : ৫১Kaushik Roy
কৌশিক রায়: আইএসএলে হারের হ্যাটট্রিক মোহনবাগানের। ঘরের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-০ গোলে হেরে পয়েন্টে টেবিলে পাঁচ নম্বরে নেমে গেল ফেরান্দো ব্রিগেড। এদিন ৪ ডিফেন্ডারে দল সাজিয়েছিলেন ফেরান্দো । বাঁদিক থেকে খেলছিলেন সুমিত রাঠি, ডানদিকে আশিস রাই। মাঝখানে খেলছিলেন ইউস্তে, শুভাশিস। একটু ওপরে ছিলেন দীপক টাংরি। তাতেও ডিফেন্স মজবুত কিছু হয়নি। শুরু থেকেই একের পর এক আক্রমণের ঝড় তোলে কেরালা। ৪ মিনিটের মাথায় বাগান ডিফেন্সে শুভাশিসের ভুলে সহজ সুযোগ মিস করেন কেরালা স্ট্রাইকার দিয়ামানতাকস। বিশাল কাইথ অনেকটা বাইরে ছিলেন।দিয়ামানতাকসের শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৯ মিনিটের মাথায় একাই হেক্টর ইউস্তে, দীপক টাংরিকে কাটিয়ে গোলার মত শটে বল জালে জড়িয়ে দেন দিয়ামানতাকস। গোল দেওয়ার পর অনেকটাই কমে আসে কেরালার আক্রমণের ঝাঁঝ।
নিজেদের মধ্যে অনেক বেশি পাস খেললেও গোলের মুখ খুলতে পারছিলেন না জেসন কামিংসরা। তবে গোল খাওয়ার পর অনেক বেশি আত্মবিশ্বাস দেখা গিয়েছে মোহনবাগানের খেলায়। বেশ কয়েকবার কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় কেরালা গোলরক্ষক সচিনকে। কিন্তু তাও মাত্র কয়েক মুহূর্তের জন্য। ড্রিঙ্কসের পর ফের কেরালার আক্রমণের ঝড় ওঠে বাগান বক্সে। বিশালের বদান্যতায় আর গোল খায়নি সবুজ মেরুন। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে অনেক বেশি ছন্দে দেখিয়েছে মোহনবাগানকে। উইং থেকে কিয়ান নাসিরি বারবার আক্রমণ শানাচ্ছিলেন কেরালার বক্সে। ৬১ মিনিটে প্রথম পরিবর্তন করেন ফেরান্দো। কামিংসের জায়গায় আসেন সাদিকু। টাংরির জায়গায় আসেন হামতে। ৬৭ মিনিটে তৃতীয় পরিবর্তন। আক্রমণ বাড়াতে সুমিত রাঠিকে তুলে নিয়ে মাঠে আসেন মনবীর।
কিন্তু ফিনিশ করার ফুটবলারদের অভাব দেখা গিয়েছে এদিন বাগান ব্রিগেডে। একাধিক ক্রস বাড়ানো সত্ত্বেও গোলে রাখতে সক্ষম হননি কেউই। তবে কেরালার বেশ কিছু ভুল এবং উল্টোদিকে পাঁচিল হয়ে দাঁড়িয়েছিলেন বাগান রক্ষক বিশাল কাইথ। শেষের দিকে রাহুল কেপির নিশ্চিত গোল বাঁচিয়ে দেন তিনি। তবে এদিনও গোল পেলেন না স্ট্রাইকাররা। ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে নেমে গেল সবুজ মেরুন। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছে গেল কেরালা। মোহনবাগানের বিরুদ্ধে এদিন প্রথম জয় পেল কেরালা ব্লাস্টার্স। এর আগে ছয় ম্যাচে পাঁচবার জিতেছিল সবুজ মেরুন। তিন ম্যাচে পরপর হারের পর এদিনও গ্যালারিতে গো ব্যাক জুয়ান স্লোগান ওঠে।
নানান খবর
নানান খবর

রোহিত কবে রান পাবেন? একেবারে দিন জানিয়ে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার

স্বামীর সঙ্গে স্ত্রীও যখন ফুটবল কোচ, বিদেশে ভবিষ্যতের 'গুরবিন্দর' তৈরির সাধনায় ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা

দ্রাবিড়ের সঙ্গে ঝামেলা শুরু স্যামসনের! ভিডিও ঘিরে জোর বিতর্ক

নায়ারকে সরিয়ে দেওয়ার খবর পেতেই বরুণ করলেন এই পোস্ট, কী বলতে চাইলেন তিনি জানুন

চোটের জন্য ছিটকে গেলেন ফিলিপস, পরিবর্তে এই ক্রিকেটারকে নিল গুজরাট

নায়ার শুধুই বলির পাঁঠা, ভারতীয় দলে অন্তর্দ্বন্দ্বের গন্ধ

বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, চন্দননগরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির সৌরভ

লিভারপুলই শেষ কথা, সাত বছর পূর্ণ হওয়ার দিনেই চুক্তি বাড়ালেন ভ্যান ডাইক, কতদিন থাকছেন ক্লাবে?

রোনাল্ডো, বেঞ্জিমা নয়, প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের রক্ষাকর্তা হতে পারতেন একজনই, জানেন তাঁর নাম?

রিয়াল পর্বের অবসান? আর্সেনালের কাছে হারের অ্যান্সেলত্তির ভবিষ্যৎ কী? জবাব দিলেন কার্লো নিজেই

এবারের আইপিএলে প্রথম সুপার ওভার, রক্তের গতি বাড়িয়ে দেওয়া ম্যাচে রাজস্থানকে হারাল দিল্লি

টেস্টে রোহিতের ভবিষ্যৎ কী? আইপিএলের মধ্যেই তাঁকে নিয়ে জল্পনা দূর করলেন হিটম্যান

রহস্য মৃত্যু ফুটবলারের, এগারো তলা থেকে পড়ে প্রাণ হারালেন গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার

কেকেআর-পাঞ্জাব ম্যাচে অদ্ভুত ঘটনা, ভেঙ্কটেশ আইয়ার নিলেন এক রান, স্কোরবোর্ডে যোগ হল পাঁচ রান, কিন্তু কেন?

একই দলের হয়ে এবার খেলবেন মেসি ও রোনাল্ডো, কোন ক্লাবের জার্সিতে দেখা যাবে দুই মহাতারকাকে?