শনিবার ০২ আগস্ট ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৫ ডিসেম্বর ২০২৩ ১২ : ৫৪Pallabi Ghosh
নামী প্রতিষ্ঠানের দামি কোর্স
এনআইএফটি–র কোর্স:
• ৪ বছরের ব্যাচেলর অফ ডিজাইন (বি ডিজ) [বন্ধনীতে আসন সংখ্যা]— ৬টি বিষয়ে স্পেশালাইজেশনের সুযোগ রয়েছে: ফ্যাশন ডিজাইন (৭৪২), লেদার ডিজাইন (১৭২), অ্যাক্সেসরি ডিজাইন (৬৫৪), টেক্সটাইল ডিজাইন (৭৪৩), নিটওয়্যার ডিজাইন (৩৪৬) এবং ফ্যাশন কমিউনিকেশন (৭৪২)। যে কোনও শাখার ১০+২ বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী আবেদন করতে পারে। ১৮টি শাখায় মোট আসন ৩,৩৯৯টি।
• ৪ বছরের ব্যাচেলর অফ ফ্যাশন টেকনোলজি (বি এফ টেক): এখানে কেবলমাত্র অ্যাপারেল প্রোডাকশনে স্পেশালাইজেশন করা যায়। ১০+২ স্তরে ফিজিক্স এবং ম্যাথস থাকলে এই কোর্সের জন্য আবেদন করা যায়। সবগুলো শাখায় মোট আসন ৬৫২টি।
২০২৪–এর ব্যাচেলর্স ডিগ্রি কোর্সে আবেদনের প্রাথমিক শর্ত হিসেবে ওপরে লেখা শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ১ আগস্ট, ২০২৪–এর ভিত্তিতে প্রার্থীর বয়স ২৪ বছরের বেশি হওয়া চলবে না। তফসিলি, প্রতিবন্ধীরা বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় পাবেন।
• মাস্টার অফ ডিজাইন (এম ডিজ): যে কোনও শাখার গ্র্যাজুয়েটদের পাশাপাশি এনআইএফটি বা এনআইডি (ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন)-এর সমতুল কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৩ বছরের ডিগ্রি বা ডিপ্লোমাধারীরা এই কোর্সে আবেদন করতে পারে। আসন ৩০৪।
• মাস্টার অফ ফ্যাশন ম্যানেজমেন্ট (এমএফএম): যোগ্যতামান এম ডিজ কোর্সের মতোই। আসন ৭৮৬।
• মাস্টার অফ ফ্যাশন টেকনোলজি (এমএফ টেক): যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিটেক বা বিএফ টেক উত্তীর্ণরাই এই কোর্সে ভর্তির জন্য আবেদনের যোগ্য। আসন ১৪৮টি।
মাস্টার্স কোর্সের ক্ষেত্রে বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই।
খরচ কেমন
২০২৪ থেকে শুরু হতে চলা শিক্ষাবর্ষে চার বছরের কোর্সে (৮টি সেমেস্টারে বিভক্ত) সব মিলিয়ে মোট খরচ প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা।
ভর্তির উপায়
সর্বভারতীয় প্রবেশিকার মাধ্যমে। ২০২৪–এর পরীক্ষা ৫ ফেব্রুয়ারি। সর্বভারতীয় ৬০টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে এরাজ্যে একমাত্র কলকাতা। এখানে শুধুমাত্র ব্যাচেলর্স কোর্সে ভর্তির বিষয়ে আলোচনা করা হল।
প্রার্থীবাছাইয়ে রয়েছে দুটি ধাপ। প্রথমে লিখিত পরীক্ষা। বি ডিজ কোর্সে ভর্তিতে দুটি পরীক্ষা— প্রথমে সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত কম্পিউটার বেসড টেস্ট ‘গ্যাট’ (GAT বা জেনারেল এবিলিটি টেস্ট) এবং এর পরে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পেপার বেসড টেস্ট ‘ক্যাট’ (CAT বা ক্রিয়েটিভ এবিলিটি টেস্ট)। বি এফ টেক কোর্সে ভর্তির ক্ষেত্রে গ্যাট স্কোর বিবেচ্য হবে। ‘ক্যাট’ এবং/বা ‘গ্যাট’ পরীক্ষায় নির্ধারিত কাট অফ মার্কের বেশি স্কোর করতে পারলে সিচ্যুয়েশন টেস্টে (এসটি) বসার ছাড়পত্র মিলবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা ভর্তির জন্য কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে।
আবেদনের পদ্ধতি
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। www.nta.ac.in বা https://exams.nta.ac.in/NIFT ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। শেষ তারিখ ৩ জানুয়ারি। পরীক্ষার ফি বাবদ লাগছে ৩ হাজার টাকা (তফসিলি, প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৫০০ টাকা)। এর পরেও ৪ থেকে ৮ জানুয়ারি লেট ফি বাবদ অতিরিক্ত ৫ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে। যে কোনও সহায়তার প্রয়োজনে কথা বলা যেতে পারে এই হেল্পলাইন নম্বরে: ০১১–৪০৭৫৯০০০।
বিশদ তথ্য পাওয়া যাবে এই ওয়েবসাইটে: www.nift.ac.in।
নানান খবর

Exclusive: অভিনয়ের পাশাপাশি এবার অন্য ভূমিকায় রুকমা রায়! নতুন যাত্রা শুরু নিয়ে কী বললেন অভিনেত্রী?

তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে? তুমি, না তোমার স্মার্টফোন?

কলেজে পড়াতে চান? রাজ্যজুড়ে উত্তেজনা—WB SET 2025-এর আবেদন শুরু, পরীক্ষার দিন নির্ধারিত ১৪ ডিসেম্বর

কলকাতাগামী বিমানে সহযাত্রীকে সপাটে চড়, অভিযুক্তকে নিষিদ্ধ ঘোষণা করল ইন্ডিগো

খাট থেকে ঘরের জমা জলে পড়ে দমবন্ধ হয়ে শিশুর মৃত্যু

পুজোর সাজে ব্লাউজও এখন নজর কাড়ার অস্ত্র। এবার কোন ট্রেন্ডের ব্লাউজ কিনবেন? রইল হদিশ

নিঃশব্দে কিডনি ঝাঁঝরা হওয়ার আগে বিপদ সংকেত দেয় চোখ! কোন কোন লক্ষণ অবহেলা করলেই বাড়বে মৃত্যুর ঝুঁকি

মোঘল থেকে ব্রিটিশ, পরাক্রমশালী এই দুই শক্তিই ব্যর্থ হয়েছিল ভারতের এই অঞ্চলটি দখলে, জানেন কোনটি?

ফের একই দৃশ্য ওভালে, ডাকেটের কাঁধে আবার হাত রাখলেন আকাশদীপ, এবার ডাকেট যা করলেন...রইল ভিডিও

মুন্নাকে খুন করতে দেওয়া হয়েছিল তিন লক্ষ টাকার সুপারি, কোন্নগরে তৃণমূল নেতা খুনে অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ

ওভালে যশস্বীর অনবদ্য শতরান, ভাঙলেন শচীনের আরও একটি রেকর্ড

বীর্যে অ্যালার্জি! সঙ্গম করলেই ফুলে যায় যোনি, চেষ্টা করেও মা হতে পারছেন না তরুণী

মুখ্যমন্ত্রীর নির্দেশ, হুগলিতে শুরু হল 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচি, কী কী দাবি স্থানীয়দের?

মাত্র চার বছর বয়সে বাবার সামনেই পরিচালকের কাছে 'হেনস্থা' হয়েছিলেন এই অভিনেত্রী! কী হয়েছিল সেদিন শুটিং ফ্লোরে?

বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এ কী করে বসলেন রাহুল গান্ধী! মৃত নেতাকে নিয়ে টানাটানি শুরু করলেন

ক্রিকেটে শূন্য, উত্ত্যক্ত করার খেলায় একশোয় একশো, আর কত নীচে নামবে ইংল্যান্ড!

বিনোদন পার্কে ভয়ঙ্কর ঘটনা, হঠাৎ ভেঙে পড়ল জয়রাইড, উপর থেকে ছিটকে পড়লেন সকলে, মর্মান্তিক পরিণতি

বীরুর সঙ্গে তুলনা, ভারতীয় ওপেনারকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন তারকার

এই নথি জমা না দিলেই বন্ধ হবে পেনশন, ঝামেলা এড়াতে সতর্ক থাকুন পেনশনভোগীরা

বুধের চালে ৪ রাশির ভয়ঙ্কর দুঃসময় শেষ! সব বাধা কাটিয়ে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা, যা ছোঁবেন তাই সোনা

‘ওয়ার্ক ফ্রম হোম’-এ ঘণ্টার পর ঘণ্টা কাজ! সতর্ক না থাকলেই কামড়ে ধরবে মারাত্মক রোগ!

মাঝে মাঝেই দাঁড়াতে গিয়ে হাঁটু সোজা করতে পারেন না? নেপথ্যে লুকিয়ে থাকতে পারে ৫ ভয়ঙ্কর কারণ

শুধু পেট সাফই নয়, একাই বশে রাখে সুগার-কোলেস্টেরল! নিয়মিত এক চামচ পেটে গেলেই জব্দ হবে হৃদরোগ