শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ২৫ এপ্রিল ২০২৫ ১৬ : ২৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ের হত্যা কাণ্ডে চরম বিপাকে পাকিস্তানে যাওয়া ভারতীয় পাসপোর্টধারীরা। হঠাৎই দুই দেশ, পড়শি দেশের পাসপোর্টধারীদের বেরিয়ে যেতে বলেছে। ফলে দিশাহারা অনেকে। যেমন, ভারতীয় কয়েকজন মহিলা ২৬ এপ্রিলের আগেই পৌঁছে গিয়েছিলেন পাকিস্তানে। সেখানে ছিল বিয়ের আসর। কিন্তু, পাকিস্তান ভারতীয়দের দেশ ছাড়তে বলায় এখন হুড়োহুড়ি পড়েচে তাঁদের। নাওয়াখাওয়া ভুলে তোড়জোড় ব্যস্ত তাঁরা। দাবি করছেন, এও এক ধরনের শাস্তি।
এক মহিলার কথায়, "আমাদের ৪৮ ঘন্টার মধ্যে চলে যেতে বলা হয়েছে। এটা কীভাবে সম্ভব? আটারি যোধপুর থেকে ৯০০ কিলোমিটার দূরে। আমরা বাস পাচ্ছিলাম না। টিকিটের জন্য আমার স্বামীর ১ লক্ষ টাকার ক্ষতি হল।"
তাঁর সংযোজন, "আমার পাসপোর্ট ভারতীয়, কিন্তু আমি অর্ধেক পাকিস্তানি। সন্ত্রাসবাদী হামলার জন্য আমি দোষী বোধ করছি, কিন্তু সাধারণ মানুষের দোষ কী? তারা আমার খুড়তুতো ভাই নয়। আমার কাছে, ভারত এবং পাকিস্তান উভয়ই গুরুত্বপূর্ণ। ঈশ্বর দোষীদের শাস্তি দেবেন।"
একই অবস্থা পরিবারের সঙ্গে দেখা করতে এদেশে আসা পাকিস্তানি নাগরিকদেরও। তাঁদেরই একজন দেশে ফেরার সময় বলছিলেন, "আমি মাত্র চার দিনের জন্য ভারতে ছিলাম কিন্তু সরকারের নির্দেশ শুনে তাড়াহুড়ো করে ফিরছি। শুধুমাত্র অপরাধীদের শাস্তি দিতে হবে। সাধারণ মানুষকে শাস্তি দেওয়া উচিত নয়। আমরা কাঁদতে কাঁদতে বাবা-মা-কে রেখে চলে যেতে বাধ্য হচ্ছি। যে এই হামলা করেছে সে কুরান পড়েনি। ইসলাম এই শিক্ষা দেয় না।"
ঘোর অনিশ্চয়তার মধ্যেই এমন বেশ কয়েকজন মহিলা এখন আটারি-ওয়াঘা সীমান্তে জড়ো হয়েছেন। তাঁদের অনেকেই কয়েক দশক ধরে পাকিস্তানে বসবাস করছেন, সেখানে পরিবার লালন-পালন করছেন, একই সঙ্গে ভারতে তাঁদের জন্মস্থানের সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছেন।
বোনকে ছেড়ে দিতে আটারি সীমান্তে পৌঁছানো এক ব্যক্তি বলেন, "ওর ৪০ দিনের ভিসা ছিল কিন্তু পরিস্থিতির কারণে ওকে চলে যেতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে ফিরে আসার জন্য আমাদের একটি গাড়ি ভাড়া করতে হয়েছিল। আমাদের খরচ বেড়ে গেল। শান্তি থাকা উচিত।"
ভারতে বসবাসকারী আরেক পাকিস্তানি নাগরিক বলেন, সীমান্তের উভয় পাশে পরিস্থিতি "স্বাভাবিক" ছিল। তবে তিনি বলেন যে ভারত পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা স্থগিত করায় তিনি পাকিস্তানে ফিরে যাচ্ছেন। তিনি বলেন, "আমি হামলার কথা জানি না। আমাদের বলা হয়েছিল যে আমাদের চলে যেতে হবে, তাই আমরা ফিরে যাচ্ছি।"
জম্মু ও কাশ্মীরে পহেলগাম সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, ভারত তাৎক্ষণিকভাবে পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা পরিষেবা স্থগিত করেছে। সরকার পাকিস্তানি পাসপোর্টধারীদের জন্য সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প প্রত্যাহার করেছে, বিদ্যমান সমস্ত অব্যাহতি বাতিল করেছে। এই প্রকল্পের অধীনে ভারতে থাকা ব্যক্তিদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে। বেশিরভাগ পাকিস্তানি নাগরিকদের জন্য ২৭ এপ্রিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে, যেখানে মেডিকেল ভিসাধারীরা ২৯ এপ্রিল পর্যন্ত থাকতে পারেন।
পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপের মাধ্যমে ভারতীয়দের জন্য নিজস্ব ভিসা অব্যাহতি প্রকল্প স্থগিত করেছে, ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে এবং ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
ইতিমধ্যে, উত্তরপ্রদেশ পুলিশ বৈধ ভিসা নিয়ে আসা কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরেও ফিরে যেতে ব্যর্থ হওয়া পাকিস্তানি নাগরিকদের সনাক্ত করার জন্য রাজ্যব্যাপী অভিযান শুরু করেছে। কেন্দ্র এবং ডিজিপির নির্দেশে, জেলা পুলিশ প্রধান এবং স্থানীয় গোয়েন্দা ইউনিটগুলি পরিচয় যাচাই এবং তথ্য সংগ্রহ শুরু করেছে।
কর্মকর্তাদের অনুমান, উত্তর প্রদেশে প্রায় ১,০০০ পাকিস্তানি অবৈধভাবে বসবাস করছেন। অনেকেই পারিবারিক যোগাযোগের মাধ্যমে এসেছিলেন এবং পরে তাঁদের নজরে পড়েননি, কিছু লোক তাঁদের পরিচয় পরিবর্তন করেছেন বলে অভিযোগ রয়েছে। নেপাল রুট দিয়ে অবৈধভাবে প্রবেশের ঘটনাও জানা গিয়েছে। পুলিশের ধারণা, বেরেলিতে ৩৫ জন, রামপুরে ৩০ জন, বুলন্দশহরে ১৮ জন এবং বারাণসীতে ১০ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন।
নানান খবর

নানান খবর

মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, বাংলায় কবে কবে?

কাঁপছে পাকিস্তান, পহেলগাঁওতে জঙ্গি হামলার নিন্দায় মুখর মার্কিন গোয়েন্দা প্রধান, ভারতের পদক্ষেপকে সমর্থন

কীভাবে সিন্ধুর জল আটকাবে ভারত? ত্রিস্তরীয় পদক্ষেপের বিরাট পরিকল্পনা দিল্লির

হাতে এল ভারতীয় পাসপোর্ট তারপর কী করলেন মহিলা

কাশ্মীরের পাহেলগাঁও জঙ্গি হামলার পর ব্যাপক তল্লাশি অভিযান, কাথুয়ায় চার সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

"যেকোনও পদক্ষেপেই পূর্ণ সমর্থন", পহেলগাঁও নিয়ে সর্বদল বৈঠক শেষে মোদি সরকারকে বড় আশ্বাস রাহুল গান্ধীর

২০০৮ মালেগাঁও বিস্ফোরণ: সাধ্বী প্রজ্ঞা ঠাকুর-সহ অন্য দোষীদের মৃত্যুদণ্ড চায় এনআইএ

ক্যাব বাইক বুক করেছিলেন মহিলা, চালকের রিপ্লাইয়ে শিউরে উঠলেন তিনি

'পুলওয়ামা, পহেলগাঁও সব সরকারের ষড়যন্ত্র', বিভ্রান্তিকর মন্তব্য করে গ্রেপ্তার অসমের বিধায়ক

'আদর্শ জীবনসঙ্গী'কে খুঁজে পাচ্ছেন না কিছুতেই, দুই বছরে চার বার বিবাহবিচ্ছেদে শিক্ষকের

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের, সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল: বিদেশ মন্ত্রক

স্থগিত সিন্ধু জল চুক্তি, বন্ধ আটারি সীমান্ত, পহেলগাঁও হামলার পরের দিনেই কড়া পদক্ষেপ ভারতের: সূত্র

Exclusive: ‘আমরা তো অতিথিদের কখনও ধর্মে মাপিনি’, কাশ্মীরী মেহরাজের কান্নায় কেঁপে উঠল দেশ!

তামিলনাড়ু ও তেলেঙ্গানায় মিড-ডে মিলে বিষক্রিয়া, পড়ুয়ারা হাসপাতালে

ভেলোর দুর্নীতি মামলা: জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ