শনিবার ২৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ এপ্রিল ২০২৫ ২১ : ০০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। জোড়া ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে। আট ম্যাচের মধ্যে মাত্র তিনটি জয়। প্লে অফ নিশ্চিত করতে বাকি ছয় ম্যাচের মধ্যে সবকটিতেই জিততে হবে। একটি হারলে বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে। দুটি হারলে কোয়ালিফায়ারে যাওয়ার সম্ভবনা শেষ। কিন্তু মঈন আলি মনে করেন, এই জায়গা থেকেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে নাইটদের। পাঁচ ম্যাচ হেরে সাত নম্বরে নেমে গিয়েছে শাহরুখ খানের দল। কিন্তু এখনও আশা ছাড়ছেন না ইংল্যান্ডের অলরাউন্ডার। পাঞ্জাব ম্যাচের আগে মঈন আলি বলেন, 'অবশ্যই এখনও আমাদের প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে মুম্বইয়ের শুরুটাও ভাল হয়নি। পরপর চার ম্যাচ জিতে ওরা এখন উড়ছে। আমাদের একই মাইন্ডসেট থাকা উচিত। আমরা অর্ধেক পথ পেরিয়ে এসেছি। আমাদের বাকি ম্যাচের মধ্যে বেশিরভাগ জিততে হবে। এই দল আগেও সেটা করে দিয়েছে। তবে সেটা করতে সংকল্প এবং বিশ্বাস দরকার।'
ব্যাটিং ব্যর্থতার জন্য হারতে হচ্ছে কেকেআরকে। হিমশিম খাচ্ছেন ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং রমনদীপ সিং। মুল্লানপুরে শেষ ম্যাচে ১১২ রান তাড়া করতে নেমে একটা সময় ২ উইকেটে ৬২ রান ছিল কেকেআরের। এই জায়গা থেকে ম্যাচ হারে। মাত্র ৩৩ রানে ৮ উইকেট হারায়। তার আগে লখনউয়ের বিরুদ্ধেও ভাল জায়গায় থেকেও হারতে হয়েছে। ম্যাচ শেষ করতে সমস্যা হচ্ছে নাইটদের। ব্যর্থ হচ্ছে ফিনিশাররা। কিন্তু দলের তারকা অলরাউন্ডার মনে করেন, সবটাই মাইন্ডসেটের ওপর নির্ভর করছে। মঈন আলি বলেন, 'কয়েকদিন আগেই আমরা প্রায় ২৪০ রান তাড়া করে ফেলছিলাম। সুতরাং, মাঝে আমরা ভাল খেলছিলাম। সবটাই মাইন্ডসেটের ওপর নির্ভর করছে। শেষ দুটো ম্যাচে আমরা যেভাবে ব্যাট করেছি, খুব বেশি ম্যাচ জিততে পারব না। আমাদের খেলাটা উপভোগ করতে হবে। প্লেয়ারদের ওপর অত্যধিক চাপ রয়েছে। তবে সেটা কাটিয়ে দক্ষতার প্রমাণ দিতে হবে। আমাদের সুনীল নারিনের মতো আগ্রাসী থেকে শুরু করে অজিঙ্ক রাহানের মতো ক্লাসিক প্লেয়ার আছে। অঙ্গকৃষ রঘুবংশী খুব ভাল খেলছে। এছাড়াও ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং এবং আমি আছি। আইপিএলে আমাদের ব্যাটিং লাইন আপ অন্যতম সেরা। তবে দল হিসেবে আমরা ভাল খেলতে পারিনি। এবার চাকা ঘোরানোর পালা।'
মুল্লানপুরে একা যুজবেন্দ্র চাহাল শেষ করে দিয়েছিল কেকেআরকে। চার উইকেট তুলে নিয়ে পাঞ্জাবকে ম্যাচে ফেরান। তবে সেই নিয়ে আর ভাবতে চান না মঈন। ঘরের মাঠে আত্মবিশ্বাসের সঙ্গে পাঞ্জাবের স্পিনারের মুখোমুখি হতে চান। মঈন বলেন, '৩০ থেকে ৪০ মিনিট খুব খারাপ গিয়েছিল। আগে সবাই বহুবার চাহালকে খেলেছে এবং ভাল করেছে। কিন্তু সেদিন আমরা ওকে খেলতে পারিনি। কিন্তু হয় ভাবতে হবে ও আমাদের আবার শেষ করে দেবে, নয়তো আত্মবিশ্বাস নিয়ে ওর মুখোমুখি হতে হবে। আশা করব আমরা এবার ভাল খেলতে পারব। ও ভাল বোলার। কিন্তু সেই ম্যাচের আগে ও কিছুটা নড়বড়ে ছিল। একটা ইনিংস আত্মবিশ্বাস ফেরাতে পারে। আশা করব এবার সেটা আমাদের ক্ষেত্রে হবে।' ঘরের মাঠে জিতে প্লে অফের আশা জিইয়ে রাখতে বদ্ধপরিকর নাইটরা।
নানান খবর

নানান খবর

ধোনির মাইলস্টোন ছোঁয়ার দিনই আইপিএল থেকে কার্যত বিদায় চেন্নাইয়ের

ধোনির মাইলস্টোন ছোঁয়ার দিনই আইপিএল থেকে কার্যত বিদায় চেন্নাইয়ের

৪৩ বছরে নতুন মাইলস্টোন, ৪০০ তে পা ধোনির

আবার রেকর্ড, আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে এই নজির গড়লেন সামি

‘বিরাট কাজটা ঠিক করল না’, রাজস্থানের বিরুদ্ধে মারকুটে ইনিংসের পরেও কিং কোহলিকে নিয়ে এই কথা কেন বললেন রায়না?

বিরাটকে ছাপিয়ে নতুন নজির, আবার রেকর্ডবুকে যশস্বী

দুর্দান্ত কামব্যাকে লিগ টেবিলের তিন উঠেছে মুম্বই, আইসল্যান্ড ক্রিকেট কী লিখল জানেন?

ধোনির প্রসঙ্গ তোলায় এককালীন সতীর্থকে টিটকিরি বীরুর

আগ্রাসী সেলিব্রেশনেও পার পেলেন কোহলি, উঠল বোর্ডের বিরুদ্ধে প্রশ্ন

পন্থকে একহাত, এবার দায় নিজের কাঁধে নেওয়ার সময়, দাবি প্রাক্তন তারকার

ডাগআউটে পন্থ-জাহিরের বচসা, লখনউ অধিনায়কের ব্যাটিং পজিশন নিয়ে ক্ষোভ শিবিরে

রাজস্থানের গড়াপেটার অভিযোগের পেছনে ফাঁস আসল কারণ

ব্যাটিং অর্ডারে সাত নম্বরে কেন, অদ্ভুত ব্যাখ্যা দিলেন পন্থ

জিরো পন্থ, হিরো রাহুল..পুরোনো ডেরায় দিল্লিকে জেতালেন লখনউয়ের ব্রাত্য তারকা

২৭ কোটির পন্থের ব্যর্থতা জারি, করে ফেললেন আরও এক লজ্জার রেকর্ড

'চেষ্টা না করলে ছয় হবে না', কেকেআরের সবচেয়ে দামী ক্রিকেটারকে কটাক্ষ অজি বিশ্বকাপারের

মহৎ উদ্যোগে সামিল রাহানেরা, এবার পিছিয়ে পড়া মেয়েদের পাশে কেকেআর

পাঞ্জাবের হারের পর সোশ্যাল মিডিয়ায় পরিবারকে টার্গেট, এবার পাল্টা শ্রেয়সের বোনের