বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Local Kashmiri Mehraj speaks on Pahalgam Terror Attack and how it turns paradise into nightmare

দেশ | Exclusive: ‘আমরা তো অতিথিদের কখনও ধর্মে মাপিনি’, কাশ্মীরী মেহরাজের কান্নায় কেঁপে উঠল দেশ!

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৩ এপ্রিল ২০২৫ ২০ : ০৩Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরের পহলগাওঁয়ে মঙ্গলবার বিভীষিকাময় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন একাধিক নিরীহ পর্যটকরা। ঘটনাস্থলেই নিহত ২৬ জন, গুরুতর আহত আরও ২০। ফুঁসছে গোটা দেশ। আর কাশ্মীর? মনখারাপের ফিনফিনে অদৃশ্য চাদর দিয়ে কে যেন ঢেকে দিয়ে গোটা ভূস্বর্গকে। কাশ্মীরিদের হাসাহাসি নয়, পর্যটকদের কাছে শাল, পশমিনা, ফল বিক্রির হাঁকডাক নয়, কান পাতলেই শোনা যাচ্ছে সেনাবাহিনীর টহলের বুটের গম্ভীর আওয়াজ। কখনও বা ফাঁকা রাস্তার চকে পাক খাচ্ছে শুকনো হাওয়া। গত ২০ বছর ধরে কলকাতায় আসেন শ্রীনগরের বাসিন্দা মেহরাজ চোখতো। নিয়ম করে। শীত তখনও তার আড়মোড়া ভাঙে না এ শহরে। বাড়ি বাড়ি ঘুরে কাশ্মীরের শাল, পশমিনা, চাদর, টুপি, মাফলার ফিরি করে বেড়ান মেহরাজ। চেনা বাড়িতে হাজির হয়ে জুড়ে দেন খোশগল্প। উপহার হিসাবে প্যাকেটে মুড়ে নিয়ে আসেন ড্রাই ফ্রুটস, একটুখানি জাফরান। খদ্দেরদের বাড়িতে জল, মিষ্টি খেতে খেতে চলে দেদার গল্প।  আজকাল ডট ইন-কে ফোনের ওপার থেকে মেহরাজ জানালেন পহলগাওঁয়ে বিভীষিকাময় জঙ্গি হামলার পর তাঁদের অর্থাৎ কাশ্মীরীদের অনুভূতি। সেখানকার অবস্থা। 

 

“খুব খারাপ হয়ে আছে মনটা। ভীষণ, ভীষণ খারাপ। জানি না এরকম আর কী কী দেখতে হবে আমাদের। আমার বয়স ৫০ পেরিয়ে গিয়েছে, পর্যটকদের উপর হামলা, হত্যা আগে কখনও দেখিনি। পর্যটকরা-ই তো আমাদের রাজ্যের অর্থনীতির মূল স্তম্ভ। তাঁদের-ই কি না মারল! এরকম করে! বিশ্বাস করুন,  ঘেন্না লাগছে... যারা এসব করেছে তারা শয়তান! নরকেও তাদের ঠাঁই হবে না। তারা যে পাপটা করল, যে দাগ লাগিয়ে দিল আমাদের স্বর্গের বুকে সে দাগ আমরা কবে মুছতে পারব জানি না। এ আমার কথা নয়। গোটা কাশ্মীরের কথা। কাশ্মীরীদের কথা, যারা আপনাদের মতোই সাধারণ মানুষ।  আর শুনুন, একটা কথা বলি। হয়তো শুনেছেন অনেকবার, তবু বলব আমি। যারা এই নারকীয় কাণ্ড করেছে তাদের কোনও ধর্ম হয় না - তারা জঙ্গি! জঙ্গি! জঙ্গি!”

 

ফোনের অন্য প্রান্তে জোরে জোরে শ্বাসের শব্দ। তারপর একেবারে চুপ। ফের কথা যখন শুরু হল গলা তখন তিরতির করে কাঁপছে মেহরাজের – “আমরা, কাশ্মীরীরা কোনওদিন আমাদের অতিথির ধর্ম, জাত নিয়ে ভাবিনি, ভাবি না।  আমার সঙ্গে যোগাযোগ করে কলকাতার কত মানুষ কাশ্মীরে এসেছেন, আমাদের দেশের ভূস্বর্গ ঘুরেছেন তার হিসেব রাখিনি। কাশ্মীর এখন থমথমে। পহলগাওঁ তো বন্ধ পুরোপুরি। আমাদের শ্রীনগরের অবস্থায় তথবৈচ। শ্রীনগর বলেই দু’একটা গাড়ি চলছে। সেনার টহলদারি চলছে। দোকানপাট বেশিরভাগ বন্ধ। ডাল লেক থেকেও কোনও আওয়াজ ভেসে আসছে না। যাঁরা অকালে চলে গেলেন, তাঁদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। সত্যিই নেই। শুধু এটুকু বলব... আমাদের ভুল বুঝবেন না, এটুকুই অনুরোধ।”


Local KashmiriPahalgam Terror AttackKashmir Attack

নানান খবর

নানান খবর

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের, সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল: বিদেশ মন্ত্রক

স্থগিত সিন্ধু জল চুক্তি, বন্ধ আটারি সীমান্ত, পহেলগাঁও হামলার পরের দিনেই কড়া পদক্ষেপ ভারতের: সূত্র

তামিলনাড়ু ও তেলেঙ্গানায় মিড-ডে মিলে বিষক্রিয়া, পড়ুয়ারা হাসপাতালে

ভেলোর দুর্নীতি মামলা: জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

কুলগাঁওয়ে জঙ্গি দলের খোঁজ পেল সেনা, চলছে গুলির লড়াই

জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি

পহেলগাঁওতে জঙ্গি হামলা, চালু করা হল হেল্পলাইন নম্বর

রক্তাক্ত কাশ্মীর! পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যুর আশঙ্কা, বিস্ফোরক দাবি এক মহিলার

'মোদিকে গিয়ে বলুন', স্বামীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা স্ত্রী পল্লবীর

ভালবেসে বিয়ে করেছিলেন, মেয়েকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করল বাপের বাড়ির লোক! তারপর...

মহিলা সহকর্মীকে খুন করে দেহ টুকরো করে দিয়েছিলেন, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পুলিশকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত

নিজের বাড়িতেই বন্দি ছিলেন, স্বামী মারতে চেয়েছিলেন তাঁকেই? প্রাক্তন ডিজিপি খুনে বিস্ফোরক স্ত্রী

চিকেন পক্সকে বাঙালিরা 'মায়ের দয়া' বলে থাকেন? নেপথ্যে কোন ইতিহাস রয়েছে

রাজস্থানে পিয়ন পদের পরীক্ষা: ২৪.৭৬ লক্ষ আবেদনকারীর মধ্যে পিএইচডি-এমবিএ-আইনে স্নাতকের ছড়াছড়ি!

'তুই কে? বাইরে দেখা কর, দেখি কীভাবে বেঁচে ফিরিস'! দোষী সাব্যস্ত হতেই বিচারককে হুমকি আসামির

সোশ্যাল মিডিয়া